Ainoor nahar

Ainoor nahar লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

04/05/2024

মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম
তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারেনা।

এই বছর বৈশাখ মাসেই আমাদের কাঠাল পাকা শুরু সবার দাওয়াত রইলো😋😋😋
26/04/2024

এই বছর বৈশাখ মাসেই আমাদের কাঠাল পাকা শুরু সবার দাওয়াত রইলো😋😋😋

21/04/2024

মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায়,যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়।

19/04/2024

অতিরিক্ত কোন কিছুই
ভালাে না। অতি
শব্দটাই খারাপ🙂

15/04/2024

আসলে একটা কথা বলতেই হয়, সবার লাইফে সব সময় পাশে থাকার মতো একটা মানুষ থাকা প্রয়োজন, সুখে দুঃখে সব সময় আমি আমার পাশে এমন একটা মানুষকে পাই যার সাথে কথা হয় কম কিন্তু ভালোবাসাটা তার প্রতি অনেক তার ও সেম।আল্লাহ সব সময় আমাদের সম্পর্ক এমন রাখুক।

12/04/2024

জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি।

23/03/2024

আসসালামু আলাইকুম বন্ধুগন সবাই আমার আম্মুর জন্য দোওয়া করবেন আমার আম্মুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে সবাই দোওয়া করবেন জেন আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমার আম্মুর অপারেশন সাকসেস হয় আল্লাহ আমার আম্মুরে নেক হায়াত দান করুক, আমিন

15/03/2024

ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।🥀

চোখে এখন আর জল আসেনা – রেদোয়ান মাসুদচোখে এখন আর জল আসেনাকত কাদি, কত একা বসে থাকিকিন্তু কান্নার আর শেষ হয় নাকাঁদতে কাঁদতে...
04/02/2024

চোখে এখন আর জল আসেনা – রেদোয়ান মাসুদ

চোখে এখন আর জল আসেনা
কত কাদি, কত একা বসে থাকি
কিন্তু কান্নার আর শেষ হয় না
কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি
তাইতো এখন আর রোমাল দিয়ে চোখ মুছতে হয় না।।
তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না
চোখের সামনে সবসময়ই ভাসে তোমার ছবি
যে ছবি এখন আর রং তুলি দিয়ে আকতে হয় না
হৃদয়ের ঝরানো সে রক্ত দিয়ে আকা
তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না।।
গাছের ডালে এখন আর পাখি ডাকে না
পৌষ মাসেও পাতার ডগায় নিশি জমে না
নদীর বুকে এখন মরুভূমি বাসা বেধেছে
যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে
তাইতো নদীর সেই কলকল সূর এখন আর কানে আসেনা।।
শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না।
কারন বনের পাখি এখন আর গান গায় না
ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না
ভোমরাও নাকি তাই এখন আর ফুলের বাগানে আসে না
তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না।।
সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে
কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না
কারন আকাশে এখন অনেক মেঘ জমে আছে
আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে
তাইতো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোয়া লাগে না।।
চোখের পাতা এখন আর বুজাতে হয় না
সারাক্ষন চেয়ে থাকে
এখন আর বার বার বলতে হয় না
আর একটু জেগে থাক, একটু পরে ঘুমাও
এভাবেই জেগে থাকি।।
কারো সামনে এখন আর কান্না লুকাতে হয় না
ভিতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না
কি হয়েছে তোর? এ প্রশ্নের উত্তর দিতে হয় না
কারন, চোখে এখন আর জল আসেনা
তাইতো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না।।

29/01/2024

ঘুড়ি হয়ে উড়ে যাবো ওই খোলা আকাশে কাছাকাছি ভেসে যাবো মেঘের ওই পাশে গল্প রাতে কল্পনাতে স্বপ্ন আমি সাজাবো মনের কোনে খুব গোপনে আগলে তোকে রাখবো।

06/12/2023

একেকটা দিন যাচ্ছে প্রিয় মানুষদের না দেখার মেয়াদটা বাড়ছে। সাথে আবার দেখা হওয়ার দিনটাও কি এগোচ্ছে না?🥀🙂

27/10/2023

তাকিয়ে বল চোখে আমার ভালবাসোনি আমাকে 😎

19/10/2023

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় 🫣সে দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়😇 বড় কষ্ট হয়😓 স্টাটাসটা কাপলদের জন্য স্কুল কলেজ তো বন্ধ দিয়ে দিল 😇😇এইবার কেমনে দেখা করবা🤣🤣🫣😇

03/10/2023

জীবন থেকে সুখ শান্তি যার হারিয়ে যায় তার দিন, রাত গুলো কেমন যায় এক মাত্র সেই জানে,🤍🥀💔

28/09/2023

অর্থহীন এই তাকিয়ে থাকা,
মূল্যহীন এই প্রত্যাশা,জানি কোন অর্থ নেই এর।

05/08/2023

সুখ গুলো নিয়ে যাও,দুঃখ টা দিয়ে যাও কোনো ক্ষতি নেই!

05/07/2023

Jokhon amr valo lage na tokhon amk keo puro duniyata diye dileo amr valo lage na. Mon theke akbar keo uthe gele 2bar r take ager jaygay bosate parina.. Tar deoya kosto. Tar ovinoy tar potarona ai sob e tokhon amar duniyay guraguri kore to tar duniyar cheye to amar valobashar duniyata onk boro chilo kno onner valobashar joghote jete chailo tai ar valo lage na😓😓

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ainoor nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share