Rajib hosen

Rajib hosen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajib hosen, Video Creator, Cumilla.

যশোর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে নড়াইলের মাঝে একটি ট্রাকের সাথে এক্সিডেন্ট হয় এতে ১২ জন গুরুতর আহত হন এর মধ্যে একজনের অ...
09/02/2025

যশোর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে নড়াইলের মাঝে একটি ট্রাকের সাথে এক্সিডেন্ট হয় এতে ১২ জন গুরুতর আহত হন এর মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ তাকে ঢাকায় নেয়ার জন্য হেলিকপ্টার আসছে। সবাই দোয়া করবেন দেশের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।

এই মহিলা চিত্রনায়িকা পপির সৎ মা নাকি আপন মা, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে পপিকে নিয়ে করা আমার একটি পোস্টে। যা ইতোমধ্যে ...
09/02/2025

এই মহিলা চিত্রনায়িকা পপির সৎ মা নাকি আপন মা, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে পপিকে নিয়ে করা আমার একটি পোস্টে। যা ইতোমধ্যে ভাইরাল।
এই মহিলা যদি পপির সৎ মা হন তাহলে তার আচরন যে এমন হবে তা কিছুটা স্বাভাবিক, কিন্তু যদি আপন মা হয়ে পপির সাথে এই জঘন্য আচরন করেন, তাহলে তা হবে পুরো মা জাতির জন‍্য কলঙ্কের। একজন মা কি করে পারে নিজের পেটের সন্তানকে নিজ স্বার্থে ব‍্যাবহার করতে? কি করে পারে নিজ সন্তানকে টাকা উপার্জনের জন‍্য বাধ‍্য করতে তাও আবার নায়িকা বানিয়ে? একজন মা কি করে পারে নিজ কন‍্যার বদনাম করতে? নিজ কন্যাকে স্বামী স্বীকৃতি দেয়নি, এটা জানলে তো যে কোনো মায়ের কলিজা ফেটে যাবার কথা, সেখানে এই মহিলা পাবলিক প্লেসে এসে এই কথা বলে মেয়েকে ছোট করার চেস্টা করছে? কেমন মা সে? এরচেয়ে যদি সে পপির সৎ মা হতো, তাও বোধকরি পপি নিজেকে সাত্বনা দিতে পারতেন এই বলে যে, আজ যদি নিজের মা থাকত তবে এমনটা করতো না, বরং নিজের মেয়ের কস্ট ভোলাবার শত চেস্টা করতো।
কিন্তু আপন মা যদি এমন করে তবে বেচারি কার কাছে যাবে? কার কাছে নিজের কস্টের কথা জানাবে?
এমন ক্রিমিনাল মায়ের পেটে জন্ম নেয়াটা একটা শাস্তি বৈকি, যা পপি এতোদিন ধরে ভুগছেন।

17/06/2024

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা, চান্দিনা, হাড়িখলা বাস স্টেশনে নিকট "সততা সার্ভিস" বাস মুহুর্তের মধ্যে যাত্রীবাহী রিকসা টিকে দুমড়ে মুচড়ে পেলে চলে গেলো।
(মহাসড়কে তিনচাকা কতটা ভয়াবহ। আমাদের সকলের উচিৎ মহাসড়কে এমন পরিবহন পরিত্যাগ করা)

তীব্র তাপ দাহে পুরছে দেশ,,,,,,, সকলে নিরাপদ থাকুন যতটা সম্ভব ছায়ার মধ্যে অবস্থান করুন,,,, বেশি করে পানি পান করুন ধন্যবাদ...
20/04/2024

তীব্র তাপ দাহে পুরছে দেশ,,,,,,, সকলে নিরাপদ থাকুন যতটা সম্ভব ছায়ার মধ্যে অবস্থান করুন,,,, বেশি করে পানি পান করুন ধন্যবাদ।

14/04/2024

আজ পহেলা বৈশাখ,১৪৩১ বাংলার নববর্ষ। নতুন বছরের আগমনে মুখরিত বাংলাদেশ, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
#পহেলা_বৈশাখ #নববর্ষ #১৪৩১বাংলা

বিদায় নিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ জনাব শাহাবুদ্দিন খান।নতুন কর্মস্থলে ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য স্যার...
09/12/2023

বিদায় নিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ জনাব শাহাবুদ্দিন খান।নতুন কর্মস্থলে ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য স্যার।

      এই তিন টা দেশউন্নত দেশের মধ্যে ভৌগোলিক অবস্থানে ধারাবাহিক ভাবে পাশাপাশি। প্রতিটি দেশের রয়েছে নিজ নিজ কালচার অনুশাস...
07/11/2023

এই তিন টা দেশ
উন্নত দেশের মধ্যে ভৌগোলিক অবস্থানে ধারাবাহিক ভাবে পাশাপাশি। প্রতিটি দেশের রয়েছে নিজ নিজ কালচার অনুশাসন। প্রতিটি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও আইন কারন আমার কাছে অনেক ভালো লেগেছে। থাইল্যান্ড ও মালেয়শিয়া চেয়ে সিংগাপুর এর রাষ্ট্রীয় আইন ব্যবস্থা খুব কঠিন যা আমার কাছে ভালোলাগার প্রধান কারন। সেই জন্য এই দেশে অপরাধের মাত্রা ও অনেক কম। যাদের অবধানে আমার এই যাত্রা সম্পন্ন করেছি তাদের কাছে চির কৃতজ্ঞ।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category