CGG BY LIMA AFROZ

CGG BY LIMA AFROZ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CGG BY LIMA AFROZ, Digital creator, Cumilla.

♦জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন♦১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পা...
14/07/2025

♦জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন♦

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরেরবেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনে। একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
আপনার শিশুকে সাবধানে রাখুন ও সবাই সুস্থ থাকুন।

ধন্যবাদ!

লিখেছেনঃ DrKaderul Gani Tanim

মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃ,ষ্ট হয়ে মা ও মেয়ের মৃ’ত্যু।আমাদের অনেকেই রাইস কুকার, ইলেকট্রিক কেটল...
28/06/2025

মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃ,ষ্ট হয়ে মা ও মেয়ের মৃ’ত্যু।

আমাদের অনেকেই রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ব্লেন্ডার বা অন্যান্য ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করি কিন্তু কয়জন সতর্কতা মেনে চলি?

রাইস কুকার ব্যবহারের সময় যা করা উচিত নয়:
১. ভিজে হাতে সুইচ অন/অফ করা ।
২. ধাতব চামচ দিয়ে নাড়াচাড়া করা (সিলভার বা স্টিল চামচ দিয়ে স্পার্ক/শ’ক লাগতে পারে)
৩. রান্নার সময় পানিতে হাত দিয়ে সরাসরি কুকারে হাত দেওয়া।

রান্নাঘরে ও বাসায় RCCB বা RCBO ব্রেকার লাগান। দাম মাত্র ২–৩ হাজার টাকা। দু’র্ঘটনা হলে এই ব্রেকার তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। দু’র্ঘটনা এড়াতে অনেক কার্যকর।

সতর্ক থাকুন, নিজের পরিবারকে নিরাপদ রাখুন।

12/06/2025

জীবনের আসল শিক্ষা হলো
কোথায় থামতে হবে সেটা জানা! আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা!
আলহামদুলিল্লাহ

06/06/2025

কোরবানির ঈদ উপলক্ষে বাসার নিচে ছোটখাটো একটা গরু বাজার😁,আরশ বাবা একসাথে এতো গরু দেখে অনেক খুশি😘😍
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🐂
আল্লাহ সবাইর কোরবানি কবুল করুক,আমিন।

29/05/2025

ছোট একটি মোনাজাত 🕊
সবাই মোনাজাতে অংশ নিন, ইনশাআল্লাহ।

📿 পড়ুন…
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা,বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহ,লা- ইলাহা ইল্লা আংতাল আহাদুস ছমাদ,আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া গাফফার, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া ওয়াদুদ,
ইয়া আজিজ, ইয়া হামীদ, ইয়া রাহমান, ইয়া মান্নান,
হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা।

আপনার পবিত্র নামগুলোর উছিলায়,
তাওহীদের সাক্ষ্য "লা ইলাহা ইল্লাল্লাহ" এর উছিলায়,
আপনার বন্ধু ও হাবীব হযরত মুহাম্মদ (সা.) এর উছিলায়—
আমাদের সকলের অন্তরের নেক ইচ্ছা পূরণ করে দিন।

🤲 অভাব ও ঋণ দূর করে দিন।
🤲 বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্ত করুন।
🤲 মানসিক কষ্ট ও দুঃখ দূর করে দিন।
🤲 আমাদের রিজিকে বরকত দিন।
🤲 বাবা-মা ও পরিবারের সকলকে হায়াত ও নেক দান করুন।
🤲স্বামী- স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন।
🤲 বেকারদের চাকরির ব্যবস্থা করে দিন।
🤲অবিবাহীতদের বিবাহের ব্যবস্থা করে দিন।
সবাই বলুন— আমিন 🤲🤲

29/05/2025

টাকার গাছ লাগবে নাকি কারো😄

28/05/2025
13/05/2025

নতুন সেট-আপ দিচ্ছি ❤️
#বাগানবিলাস

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when CGG BY LIMA AFROZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CGG BY LIMA AFROZ:

Share