CGG BY LIMA AFROZ

CGG BY LIMA AFROZ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CGG BY LIMA AFROZ, Digital creator, Cumilla.

লোক দেখানোর চেয়ে অর্থ সম্পদ সেভ করা এটা বরাবরই গুরুত্বপূর্ণ আমি বুঝে আসছি। মাত্র তিন সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ লক্ষ টাক...
19/10/2025

লোক দেখানোর চেয়ে অর্থ সম্পদ সেভ করা এটা বরাবরই গুরুত্বপূর্ণ আমি বুঝে আসছি। মাত্র তিন সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ লক্ষ টাকা ক্যাশ করা খুব বেশি সহজ ছিলো না আমাদের জন্য।
জীবনের যেকোনো খারাপ অবস্থান মোকাবেলা করতে আপনাকে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করতে হবে এর যোগান আপনাকে ও আপনার পরিবাকেই করতে হয়।

ভবিষ্যতের জন্য এখনই ভাবুন – টাকা জমিয়ে নিরাপদ থাকুন!

আপনি মানুন বা না মানুন, জীবনে হঠাৎ করেই ফিনান্সিয়াল ক্রাইসিস (আর্থিক সংকট) আসতে পারে। তাই আজই নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়া দরকার।

লোক দেখানো খরচ নয়, ভবিষ্যতের নিরাপত্তা দরকার!
বিয়ে, জন্মদিন বা সামাজিক অনুষ্ঠান মানেই বিশাল খরচ। অথচ অনেক মধ্যবিত্ত পরিবার তাদের জীবনের এক-তৃতীয়াংশ সঞ্চয় খরচ করে ফেলে শুধুমাত্র সন্তানদের বিয়েতে। এতে সাময়িক খুশি হলেও ভবিষ্যতের জন্য ঝুঁকি থেকে যায়।

➡️ সন্তান জন্মের পর ১ লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে ২০ বছরে তা একটি ভালো অ্যামাউন্টে পরিণত হবে। ভবিষ্যতে পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যবসায় তা কাজে আসবে।

🧠 ছোটবেলা থেকেই ফিনান্স শিক্ষা দিন
সন্তানকে শেখান—

Productive vs Non-Productive ইনভেস্টমেন্ট

গ্যাজেট নয়, ধাতু (যেমন সোনা) কেনা ভালো—এর রিসেল ভ্যালু থাকে।

নিজের আয় নিজে কিভাবে বাড়াতে হয়, সেই বুদ্ধি শেখান।

🏠 সম্পদে নয়, liquidity-তে গুরুত্ব দিন
বাড়ির চেয়ে সোনা বা ক্যাশ লিকুইড মানি বেশি কাজে আসে, কারণ বিপদে ঘরের ইট বিক্রি করা যায় না, কিন্তু গহনা বা টাকা দিয়ে আপনি সামাল দিতে পারবেন।

➡️ যতটুকু বাড়ি করলে শান্তিতে থাকা যায়, ততটুকুই বানান। বাকি টাকা MIS (Monthly Income Scheme)-এ রাখুন, যাতে একেবারে দরকারে খেতে হলেও টাকা থাকে।

🎓 ডিগ্রি নয়, দক্ষতা গুরুত্বপূর্ণ
শুধু বইয়ের শিক্ষা নয়, হাতে-কলমে কাজ শেখান।

পেটে বিদ্যা থাকলেই সফলতা আসবে—এমন কোনো গ্যারান্টি নেই।

কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব – এই অভ্যাস গড়ে তুলুন।

সন্তানকে স্বাধীন হতে দিন
স্ট্যাটাসের জন্য সরকারি চাকরির পিছনে না ছোটে—সে যেন নিজের ইচ্ছামতো পথ বেছে নিতে পারে।

ভবিষ্যৎ অনিশ্চিত, তাই একাধিক ইনকামের পথ তৈরি করতে শেখান।

মোট কথা — টাকা ও সময়ের ব্যবহার শিখুন
একসাথে অনেক দিক সামলাতে হবে।

একটা বিনিয়োগ ব্যর্থ হলেও আরেকটা যেন টিকে থাকে।

জীবনকে বিজনেস মাইন্ডে দেখুন—এটাই বাস্তবতা।

এই লেখাটি শুধু আর্থিক শিক্ষা নয়, আমাদের সমাজের প্রচলিত ভুল ধারনাগুলোকেও প্রশ্ন করে। তাই এখনই একটু ভেবে দেখুন—আপনি কি শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য নিজেকে ও সন্তানের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলছেন?

"আজকের ছোট সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় নিরাপত্তা।"

(কপি পোস্ট)

15/10/2025
আচ্ছা একটা জিনিস ভে*বে দেখেছেন কখনো🤔🤔একটা হাদিস আছে না? যেখানে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, ফো*রাত নদী অবশ্যই শু*কিয়ে যাব...
15/10/2025

আচ্ছা একটা জিনিস ভে*বে দেখেছেন কখনো🤔🤔

একটা হাদিস আছে না? যেখানে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, ফো*রাত নদী অবশ্যই শু*কিয়ে যাবে আর সেখান থেকে স্বর্নের পাহাড় বের হবে!!

সেই স্বর্ন নিয়ে এমন যু*দ্ধ হবে যে প্রতি ১০০ জনে ৯৯ জন মা*রা যাবে আর প্রত্যেকেই ভাববে, হয়তো আমিই বেঁচে যাবো।
আবার রাসূল (সাঃ) এটাও বলেছেন, যেন আমরা সেখানে কেউ ভুলেও না যাই ☺️

বর্তমানে ২লাখ ১০ হাজার ২২ ক্যারেট স্বর্নের ভরি!
এত দাম হওয়া স্বত্তেও মানুষ কিন্তু নিজ টাকা খরচ করেও স্বর্ন কিনেই যাচ্ছে ত কিনেই যাচ্ছে!
দাম বাড়লে যেনো স্বর্ন কিনার হিড়িক একটু বেশিই পরে যায়
তাহলে, সেই যে স্বর্নের পা-হা-ড় উঠবে সেটার জন্য মানুষের কি অ-ব-স্থা হবে একটু চিন্তা করেন ত???

আমার গত ১টা বছর ধরে এই হাদিস টা অনেক বেশি মাথায় নাড়া দিচ্ছিলো তাই শেয়ার না করে শান্তি লাগছিলো না।🙂

হাদিস টা আছে মুসলিম শরীফের হাদিস নং ২৮৯৪ ও ২৮৯৫, খণ্ড ৪, পৃষ্ঠা ২২০ ও ২২১ নাম্বারে।
সংগৃহিত

Collected Pp’

06/10/2025

বরাবরের মত আমার চলাফেরার পথে বার বার চোখ যেখানে আটকায়😍❤️

👉 ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, এটা হলো কোষে জায়গা না থাকার সমস্যা।🔬 সহজভাবে বুঝুন: 1. আমরা বারবার ভাত–রুটি–চিনি খাই → রক্...
06/10/2025

👉 ডায়াবেটিস আসলে কোনো রোগ নয়, এটা হলো কোষে জায়গা না থাকার সমস্যা।
🔬 সহজভাবে বুঝুন:

1. আমরা বারবার ভাত–রুটি–চিনি খাই → রক্তে গ্লুকোজ বেড়ে যায়।

2. ইনসুলিন বারবার বের হয়ে কোষে গ্লুকোজ ঢোকাতে চায়।

3. কিন্তু কোষের ভেতর আগেই অতিরিক্ত চিনি/শক্তি জমে থাকে → আর জায়গা থাকে না।

4. তখন গ্লুকোজ রক্তে থেকে যায় → এটাকেই বলে উচ্চ রক্তে শর্করা / ডায়াবেটিস।

⚠️ তাই আসল সমস্যা:

• ইনসুলিনের অভাব নয়।

• বরং ইনসুলিন রেজিস্ট্যান্স → কোষ ভরে গেছে, দরজা বন্ধ।

✅ সমাধান

• ফাস্টিং (কোষকে সময় দেওয়া যাতে ভেতরের গ্লুকোজ ব্যবহার হয়)

• ব্যায়াম (কোষ খালি হয়, গ্লুকোজ ব্যবহার হয়)

• সঠিক খাবার (কম কার্ব, বেশি প্রোটিন ও ফ্যাট, শাকসবজি)

• ঘুম ও মানসিক প্রশান্তি (হরমোন ব্যালান্স করে)

👉 সংক্ষেপে:

ডায়াবেটিসের মূল কারণ = কোষে জায়গা নেই।

চিকিৎসা = কোষ খালি করা।

ℹ️ 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐯𝐞
©️

২০২৫ সালের প্রায় ৯ মাস শেষ, অক্টোবর চলে এসেছে!মির্জা গালিব ঠিকই বলেছিলেন, জীবন বড়ই বিচিত্র,সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর...
30/09/2025

২০২৫ সালের প্রায় ৯ মাস শেষ, অক্টোবর চলে এসেছে!
মির্জা গালিব ঠিকই বলেছিলেন, জীবন বড়ই বিচিত্র,
সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!

২৫ দিন ব্যাপী চৌদ্দগ্রাম মুন্সিরহাট (পূর্ব বাজার) আনন্দ মেলা স্থান: কাদৈর রোড, আলিফ রেস্টুরেন্ট সংলগ্নসময়কাল: ২৫ দিন।আনন...
20/09/2025

২৫ দিন ব্যাপী চৌদ্দগ্রাম মুন্সিরহাট (পূর্ব বাজার) আনন্দ মেলা
স্থান: কাদৈর রোড, আলিফ রেস্টুরেন্ট সংলগ্ন
সময়কাল: ২৫ দিন।

আনন্দ, উৎসব আর কেনাকাটার অসাধারণ সমাহার নিয়ে হাজির হয়েছে মুন্সিরহাট (পূর্ব বাজার) আনন্দ মেলা।

এখানে থাকবে পরিবার-পরিজন নিয়ে ঘোরার সুযোগ
ছোট-বড় সবার জন্য বিনোদন ও আয়োজন
কেনাকাটা, আড্ডা আর উৎসবের রঙে ভরপুর।

তাই দেরি না করে চলে আসুন আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে।
একসাথে উপভোগ করুন ২৫ দিন ব্যাপী এই জমজমাট আনন্দ মেলা।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when CGG BY LIMA AFROZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CGG BY LIMA AFROZ:

Share