15/09/2023
আলহামদুলিল্লাহ,, R.S মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে বাহরাইন এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা খোকন মিয়াজী ভাই কে তার পরিবারের কাছে পাঠিয়ে দিতে পেরেছি বলে আমরা
R.S মানবতা যুব কল্যাণ পরিষদের পরিবার খুবই আনন্দিত আল্লাহ আমাদের সকলের দান ও সহযোগিতা কে কবুল করুক আমিন।
খোকন মিয়াজী,, পিতা আবুল কালাম মাতা মমিনা বেগম গ্রামের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ দীর্ঘ অনেকদিন যাবত তার পায়ে এক কঠিন রোগে ভুগছে এ বিষয়টা আমাদের যুগ্মসাধারণ সম্পাদক ছোট ভাই শহিদুল ইসলাম ও মাহবুব ভাইয়ের মাধ্যমে আমাদের R.S মানবতা যুব কল্যাণ পরিষদ কে জানানো হয় এবং কি আমরা R.S মানবতা যুব কল্যাণ পরিষদের পরিবার সেই অসুস্থ প্রবাসী ভাইকে তার রুমে রফা আমরা দেখতে যাই এবং কি তার সাথে কথা বলে জানতে পারি উনি ডায়াবেটিসের রোগী ছোট্ট একটি অ্যাক্সিডেন্টে পায়ে আঘাত পায় অনেকদিন যাবত ওনার পায়ে সমস্যা নিয়ে ভুগছে উনি বাহরাইন সালমানিয়া সরকারি হসপিটাল এ উনার পায়ের চিকিৎসার জন্য গিয়েছিল সেখান থেকে বলেছিল তার পা কেটে ফেলতে হবে অসহায় প্রবাসী ভাইটি প্রচুর কান্নাকাটি😢😢 করছে প্রবাসে মাটিতে যদি ওনার পা টা কেটে ফেলে ওনার লাইফটা শেষ কেউ নেই প্রবাসে মাটিতে তাকে দেখার মত তাই উনি আমাদের R.S মানবতা যুব কল্যাণ পরিষদের কাছে সহযোগিতা ও দাবি করেন যেন উনাকে বাংলাদেশ আমরা পাঠিয়ে দেই তার পরিবারের কাছে।
সত্যি উনার কান্নাকাটিতে আমরা R.S মানবতা যুব কল্যাণ পরিষদের পরিবার খুবই মর্মাহত হই এবং কি সিদ্ধান্ত নেই আমরা আমাদের এই প্রবাসী অসহায় ভাইটিকে তার পরিবারের কাছে পাঠিয়ে দিব কিন্তু তার কাছ থেকে আরো কিছু কথা জানতে পারি যে উনার পাঁচ বছর যাবত কোন ভিসা নেই এলেমার বকেয়া ও পরিশোধ করেনি এই ব্যাপারটুকু নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম তবুও আল্লাহর নামে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য যা কিছু করতে হবে আমরা R.S মানবতা যুব কল্যাণ পরিষদের পরিবার দায়িত্ব নিয়ে নেই।
তাৎক্ষণিকভাবে রাতের বেলায় তাইসির উদ্দিন স্যার কে আমি ফোন করি বিষয়টা তাকে জানাই তারপর উনি আমাকে বলে আগামী কালকে সকালে এম্বাসিতে আসো,,পরের দিন সকালেই বাংলাদেশ এম্বাসি বাহরাইন মানামাতে রোগীকে সাথে করে নিয়ে আমি ও আমাদের সিনিয়র সহ-সভাপতি শওকত মোড়ল ভাই যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও মাহবুব ভাই সহ আমরা যাই থার্ড সেক্রেটারি মোহাম্মদ তাইসির উদ্দিন স্যার কে আমি আবার ফোন করি স্যার আমার ফোন পেয়ে সাথে সাথে দোতলা থেকে নিচে আসে,,এসে বলে রাজু সিকদার কেমন আছো তোমার লোক কোথায় রোগী কে কি সমস্যা বল স্যারকে জানাই স্যার এক নাম্বার কাউন্টারে যেতে বলে এবং কি নাজমুল হাসান ভাইকে বলে দেয় পরে বেলাল ভাইও আসে কাজটুকু খুব সুন্দর ভাবে দ্রুতভাবে উনার বাংলাদেশে যাওয়ার জন্য কাগজপত্রগুলো তৈরি করে দেয়।
তাই আমি R.S মানবতা যুবক কল্যাণ পরিষদের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে বাংলাদেশ এম্বাসি বাহরাইন এর প্রিয় থার্ড সেক্রেটারি মোঃ তাইসির উদ্দিন আহমেদ স্যার কে ও নাজমুল হাসান ভাইকে ও বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রকৃতজ্ঞতা যাপন করছি আমাদের R.S মানবতা যুব কল্যাণ পরিষদকে এতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছে বলে।
তারপরে রাতে আমি এবং কি মাহবুব ভাই সালমানিয়া হসপিটালে আবার তাকে বাংলাদেশে পাঠাবো বলে একটি পেপারের প্রয়োজন ছিল আমরা আবারো তাকে হসপিটালে ভর্তি করি এবং সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাকে পরের দিন সকালে ইমিগ্রেশন করানোর জন্য মাহবুব ভাই ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে পাঠানো হয় সেখানে যাওয়ার পর শোনা যায় তাকে টিকেট ছাড়া ইমিগ্রেশন করা হবে না এবং কি বেশ কিছু টাকাও লাগবে আমাকে জানানোর পরে আমি রাতের বেলায় তার জন্য টিকেট কাটি গালফ ইয়ার লেন্সে গোল্ড কোস্ট ট্রাভেলস থেকে ধন্যবাদ জানাই প্রিয় হাসান ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য তারপরে দিন সকালে আবার পাঠাই তার ইমিগ্রেশন করানোর জন্য আল্লাহর অশেষ রহমতে ইমিগ্রেশন হয়ে যায়।
অবশেষে আজ রাত ১০:৫০ মিনিটে গালফ এয়ার লাইন্স বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফিরছে বাংলাদেশের মাটিতে আমাদের বাংলাদেশী অসহায় এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তার পরিবারের কাছে খোকন মিয়াজী ভাই সকলে দোয়া করবেন ভাইটি যেন তার পরিবারের কাছে সুন্দরভাবে পৌঁছাতে পারে।
সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি R.S মানবতা যুব কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ প্রিয় ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সামাজিক সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানবতার কাজে মানবতার জয় হোক।
আল্লাহ মহান একতাই শক্তি দান-সদকায় মুক্তি এই স্লোগানকে সামনে রেখে আমরা R.S মানবতা যুব কল্যাণ পরিষদের পরিবার মানবতার কাজে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যারা মানবতার কাজ করতে চান আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে অবশ্যই আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করবেন আপনিও পারেন চাইলে প্রবাসের মাটি থেকে অসহায় মানুষদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিতে।
(মোঃ রাজু শিকদার প্রতিষ্ঠাতা সভাপতি )
R.S মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রধান কার্যালয় বাহরাইন 🇧🇩🇧🇭🌹🌹🌹❤️❤️❤️।
সৌজন্যেঃ- প্রচার সম্পাদক.মোঃ মহসিন আহম্মেদ নীরব