
17/11/2024
বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ও মুফাসসিরে কুরআন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ হুজুর সড়ক দূর্ঘটনায় মা-রা-ত্মক আ*হত!
গতরাত্রে তাহার মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন তিনি।
টাংঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।
তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন।
তবে তাঁর জ্ঞান ফিরেছে বলে জানান ডাক্তাররা।
প্রাথমিক চিকিৎসা টাংঙ্গাইলে শেষে করে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।
চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
মহান রব আল্লাহ তায়ালার কাছে মন ও দিল থেকে দোয়া🤲🤲করি অতি দ্রুত এই শায়েখকে শারীরিক সুস্থতা দান করুন
আল্লাহুম্মা আমীন
এবং আমাদের মাঝে আবার ফিরে আসুক এবং ইসলামের বাণীকে ছড়িয়ে দিক সারা বাংলাদেশে।
আল্লাহুম্মা আমীন।🤲