Lalmai press club

Lalmai press club "মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অঙ্গিরারবদ্ধ"

বাংলাদেশ বেতারের উপস্থাপক ও লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর কাব্য  ফাল্গুনের ঋতুরাজ নিয়ে লেখ...
15/02/2025

বাংলাদেশ বেতারের উপস্থাপক ও লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর কাব্য ফাল্গুনের ঋতুরাজ নিয়ে লেখা "বসন্তের শুভেচ্ছা" প্রকাশ করেছেন।

"বসন্তের শুভেচ্ছা"
(ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়)

দক্ষিণা শীতল হাওয়ায়
প্রশান্তির অনার্য বাল্মিকীর
পুলস্ত্যবধ কাব্যের কাহিনি বিস্তার
সুশান্ত মনপবনে ধর্মসাগরের ঢেউ
দোলা দিয়ে যায় আনমনে
ঋতু রাজ বসন্তের শুভেচ্ছা
ফুলে শোভিত মনোমুগ্ধকর
সারি সারি বাহু বন্ধনে যোগলবদ্ধ
লুকোচুরি খেলছে মেঘের ভেলায়
খুনসুটির রসায়নে প্রজাপতি উড়ছে
কাব্য বিশ্লেষণে পত্র চাহনি নিরবধি
সুপ্রসন্ন বসন্ত মনে প্রশান্তির সুখ
সৌন্দর্যের ব্যবচ্ছেদ মধুর অবিরাম
অগ্রযাত্রায় সহযাত্রী পরিপাটি পরিবেশ
নিস্তব্ধতা বিদীর্ণ নিয়ামতের অদাহ্যতায়
ফাল্গুনী আগমনী বার্তা কোকিলের সুর
ফুলে ফুলে শোভিত বসন্তের শুভেচ্ছা

(লেখার সময়কাল ০৭ঃ৩৭ pm, 24-02-2022)

বিঃদ্রঃ - বসন্তের শুভেচ্ছা কবিতায় পাঠকের নিজস্ব স্বকীয় আবৃত্তির নিমিত্তে দাঁড়ি,কমা,কোলন,সেমিকোলন, বিরামচিহ্ন ইত্যাদি ব্যবহার কম করা হয়েছে।

15/02/2025
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্র‍ীড়া প্...
17/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্র‍ীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয় মেলা -২০২৪ এর তথ্য ও প্রচার মিডিয়া সেলের সম্মাননা ক্র‍েষ্ট উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর কাছ থেকে গ্রহণ করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক ও দৈনিক দৈনিক লালমাইর কাগজ এর সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সফলভাবে সম্পন্ন করায় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধান সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ (লালমাই প্রতিনিধি)১৬ই ডিসেম্বর মহান ব...
17/12/2024

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ

(লালমাই প্রতিনিধি)
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্র‍ীড়া প্রতিযোগিতা, বিজয় মেলা -২০২৪ ও পুরষ্কার বিতরণীতে বাগমারা উচ্চ বিদ্যলয়ের শহীদ মিনারের বেদীতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান কাশেম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকা সাংবাদিক মোঃ সামছুল আলম মনির, যুগ্ম দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকা সাংবাদিক মোঃ ফজলে রাব্বি রায়হান, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সদস্য ও এসডি টেলিভিশন লালমাই প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু প্রমুখ।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্র‍ীড়া প্...
17/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্র‍ীড়া প্রতিযোগিতা, বিজয় মেলা -২০২৪ ও পুরষ্কার বিতরণীতে বাগমারা উচ্চ বিদ্যলয়ের শহীদ মিনারের বেদীতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান কাশেম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকা সাংবাদিক মোঃ সামছুল আলম মনির, যুগ্ম দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকা সাংবাদিক মোঃ ফজলে রাব্বি রায়হান, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সদস্য ও এসডি টেলিভিশন লালমাই প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু প্রমুখ।

16/12/2024
10/12/2024
লালমাই থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের উপস্থাপক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "আমার পৃথিবী তুমি" কবিতাটি উন...
10/12/2024

লালমাই থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের উপস্থাপক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "আমার পৃথিবী তুমি" কবিতাটি উন্মোচন করেছে।
"আমার পৃথিবী তুমি"
(ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়)

ভোরের নিরবতায় ভীষণ মনে পড়ছে তোমাকে,
পাখির কুঞ্জন ভোরের আলো আঁধারে,
তুমি মিশে আছো হ্নদয়ের গভীরে,
তোমায় কাছে পাওয়ার ব্যকুলতায় নিদ্রাহীন রজনী,
উদাসীনতা নিষ্ঠুর অবগাহনে শুধুই তুমি,
মন পাড়ার রং-তুলি স্বপ্ন সাধনে তুমি,
তোমার অন্তস্থ ভাষা ধমনীর অভিন্নতায়
তুমি শুধুই আমার কবিতা,গল্প,ইতিহাসে
মন মন্দিরে শুধুই তোমার অপরুপ প্রতিচ্ছবি
আমার পৃথিবীতে চন্দিমা শুধুই তুমি
মন পবনে আছড়ে পরে সাগরের উত্তাল ঢেউ
তুমি বিহীন সামলানো কঠিন তরঙ্গের মিতালী
মনে পুষ্পিত আকুলতায় শুধুই তোমার
সুপ্ত অভিমানের রণভঙ্গে বিরহিত কামবাসনায়
তরি ডোবায় অতলান্ত সুরঞ্জিত দেহে
তব প্রশান্তির দক্ষিণা বাতাস বইছে নদীর দুকূলে।

(লেখার সময়কাল:- ০৫ঃ২৫ সকাল, ২৫/০৩/২০২১খৃঃ)
বিঃদ্রঃ- "আমার পৃথিবী তুমি" কবিতায় পাঠকের নিজস্ব স্বকীয় আবৃত্তির নিমিত্তে দাঁড়ি, কমা, কোলন, সেমিকোলন, বিরামচিহ্ন ইত্যাদির ব্যবহার কম করা হয়েছে।

লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের উপস্থাপক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "সুখের স্বর্গ" কবিতাটি উন্মোচন ...
05/12/2024

লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের উপস্থাপক ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "সুখের স্বর্গ" কবিতাটি উন্মোচন করা হয়েছে।

সুখের স্বর্গ
(ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়)

একই গগন বিহারী তরে
মোদের বসবাস সাধের ধরায়
একই সূর্যের আলোয় উদ্ভাসিত হই
একই জোৎস্নার আলোয় হৃদয় জুড়াই
একই বাতাসে মোদের জীবনের জয়গান গাই
একই পৃথিবীর তরে মোরা
সবাই সবার তরে জীবনের সূতিকাগার
একই স্বপ্নে বিভোর হই
চন্দ্র, মঙ্গল, গ্রহ, তারায়
একই মনের-দেহের চাহনি
হিংসে বিদ্বেষ অকারনেই
নীলিমায় নীল নিঃশ্বাস ছাড়ি
সবুজের সমারোহে নির্মলতায়
শত -সহস্র মৌমাছির কোলাহলে
একই বৃত্তে জীবনের জয়গান
অফুরান ছন্দে-আনন্দে সজীব
একই পথে চলেছে লক্ষ-কোটি পিঁপড়ার দল
নেই ভেদাভেদ,আছে ভ্রাতৃত্বের বন্ধনের চির শিক্ষনীয়
বর্ণ আছে বনে রাশি রাশি বৃক্ষরাজি
পরের মঙ্গল তরে জীবন করে শেষ অদ্যবধি
সমুদ্রের তলদেশে হাজারো প্রজাতির বসবাস
স্বজাতিতে নেই ভক্ষণ নিধন
তবে কেন মোরা সৃষ্টির সেরা হয়ে
করি হিংসা হানাহানি!
নিজেই মরে নিজেই মারি!
কি আছে তাতে অন্তর নেহি
আপন পর ভাবি নি মন
তড়িৎ করি স্বার্থের মোহে
ধর্ম-কর্মে সর্বপরি মিছে উল্লাসে
পুষ্পরাজি ফোটে তার স্বার্থে নয়
জগত সংসার করিয়া সৌন্দর্য
স্ববৃত্তে সৌরভ বিলিয়ে শ্রেষ্ঠ ধরার তরে
আজি ভুলি সকল বিভেদ বিশ্বজয়
একই সুরে তুলে ধরি
চির সবুজের মাঝে
সুখের স্বর্গ উদ্যান বর্ণিল প্রজাপতি।

(লেখার সময়কাল ১২ঃ৩৩ রাত-২৪-০৪-২০১৯ইং)
বিঃদ্রঃ সুখের স্বর্গ কবিতায় পাঠকের নিজস্ব স্বকীয় আবৃত্তির নিমিত্তে দাঁড়ি,কমা,কোলন,সেমিকোলন, বিরামচিহ্ন ইত্যাদির ব্যবহার কম করা হয়েছে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক ও লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "আমার গ্রাম" কবিতায় অসাম্প্রদায়িক ব...
27/11/2024

বাংলাদেশ বেতারের উপস্থাপক ও লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা মোঃ জয়নাল আবেদীন জয় এর লেখা "আমার গ্রাম" কবিতায় অসাম্প্রদায়িক বাঙালি মুসলিম ধর্মাবলম্বী, সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী ও খ্র‍িস্টান ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে বাস্তব জীবনের রূপায়ন তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে।

আমার গ্রাম
(মোঃজয়নাল আবেদীন জয়)

আমার গ্রাম সবুজে ঘেরা চারিদিক
নয়নাভিরাম জুড়ায় আমার গ্রামের মেঠোপথে
আমার গ্রামের দক্ষিণে অপূর্ব বয়ে চলা ডাকাতিয়া নদী
ধর্ম পরাণে ভীরু মুয়াজ্জিনে আজানে
মাঠের কর্ম ব্যস্ততায় কৃষক - কৃষাণী,
ফসলের স্বর্ণালী মাঠ গেরস্তের হাসি
বদিল্লা ব্যস্ত ফসলের মাঠে সবজি ক্ষেতে
শরীষা ক্ষেতে হলুদের অপূর্ব দৃশ্যায়ন
ঝাড়ি-সাড়ি,ভাটিয়ালি,পালা গান,পল্লী গীতির আসরে
মাতোয়ারা নবীন-প্রবীণ পুথির গানে
গাজী রটের শুল্লুকে মুগ্ধ শিশু-কিশোর
গোল্লাছুট,রেডি,হুইদধরা, কানামাছি, সাতঝিক
খেলায় মত্ত কিশোর-কিশোরী,যুবক-যুবতী
মুসলিমদের ইসলামি জলসায়
হিন্দু,বৌদ্ধ, খ্র‍ীস্টান ধর্মের অনুসারীদের আগমন
শারদীয় দুর্গোৎসবে মুসলিম,বৌদ্ধ, খ্র‍্যীস্টানদের আগমন
বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা,কঠিন চিবরদানে
মুসলিম, হিন্দু, খ্র‍্যীস্টানদের আগমন
খ্র‍্যীস্টানদের বড় দিনের উৎসবে
মুসলিম, হিন্দু, বৌদ্ধদের আগমন
সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে আতিথেয়তার অনন্যায়
জন্ম উৎসব,বিয়ে- সাদিতে সকলে একাত্মতায়
নেই কোন ভেদাভেদ কিংবা হিংসা বিদ্বেষ
সামাজিকতা,সাংস্কৃতিক চর্চায় নেই কোন ভিন্নতা
গ্রামের সহজ - সরল মানুষের বিশ্বাস ভঙ্গে
ছলচাতুরীর দুষ্ট লোকের পরার্থতা যুগে যুগে
তবুও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে
কৃষক-শ্রমিক, কামার-কুমার ব্যস্ত
প্রজন্ম থেকে প্রজন্মান্তর সুখের আবাস।

(লেখার সময়কাল:- ০৩ঃ৪৮ বিকাল, ১৯/০২/২০২১ খৃষ্টাব্দ)

বিঃদ্রঃ - আমার গ্রাম কবিতায় পাঠকের নিজস্ব স্বকীয় আবৃত্তির নিমিত্তে দাঁড়ি, কমা,কোলন,সেমিকোলন, বিরামচিহ্ন ইত্যাদির ব্যবহার কম করা হয়েছে।

Address

উপজেলা কৃষি অফিস সংলগ্ন, মিয়াজী মার্কেট, ২য় তলা, বাগমারা, লালমাই, কুমিল্লা।
Cumilla

Telephone

+8801716521916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmai press club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lalmai press club:

Share