
15/02/2025
বাংলাদেশ বেতারের উপস্থাপক ও লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয় এর কাব্য ফাল্গুনের ঋতুরাজ নিয়ে লেখা "বসন্তের শুভেচ্ছা" প্রকাশ করেছেন।
"বসন্তের শুভেচ্ছা"
(ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়)
দক্ষিণা শীতল হাওয়ায়
প্রশান্তির অনার্য বাল্মিকীর
পুলস্ত্যবধ কাব্যের কাহিনি বিস্তার
সুশান্ত মনপবনে ধর্মসাগরের ঢেউ
দোলা দিয়ে যায় আনমনে
ঋতু রাজ বসন্তের শুভেচ্ছা
ফুলে শোভিত মনোমুগ্ধকর
সারি সারি বাহু বন্ধনে যোগলবদ্ধ
লুকোচুরি খেলছে মেঘের ভেলায়
খুনসুটির রসায়নে প্রজাপতি উড়ছে
কাব্য বিশ্লেষণে পত্র চাহনি নিরবধি
সুপ্রসন্ন বসন্ত মনে প্রশান্তির সুখ
সৌন্দর্যের ব্যবচ্ছেদ মধুর অবিরাম
অগ্রযাত্রায় সহযাত্রী পরিপাটি পরিবেশ
নিস্তব্ধতা বিদীর্ণ নিয়ামতের অদাহ্যতায়
ফাল্গুনী আগমনী বার্তা কোকিলের সুর
ফুলে ফুলে শোভিত বসন্তের শুভেচ্ছা
(লেখার সময়কাল ০৭ঃ৩৭ pm, 24-02-2022)
বিঃদ্রঃ - বসন্তের শুভেচ্ছা কবিতায় পাঠকের নিজস্ব স্বকীয় আবৃত্তির নিমিত্তে দাঁড়ি,কমা,কোলন,সেমিকোলন, বিরামচিহ্ন ইত্যাদি ব্যবহার কম করা হয়েছে।