AR Tamzid

AR Tamzid “অবিচল মানসিকতা; সীমাহীন শক্তির রহস্য”
ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি তা তুলে ধরার চেষ্টা মাত্র।

22/07/2025

“আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে”

— সূরা ক্বাফ; আয়াত ৪৩

21/07/2025

Accident নাকি pre-planned?

Crash নাকি cover up?

11/07/2025

কত টাকা চাঁদা লাগবে...!?
এই দেশে বেঁচে থাকার জন্য...??

12/04/2025

ঐতিহাসিক ঘোষণা পত্র 🇵🇸

24/03/2025

‘লাইলাতুল ক্বদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।

— সূরা আল-কাদর, আয়াত : ৩

16/03/2025

অনেক ইচ্ছা আছিলো স্কুল, কলেজ, অথবা ভার্সিটিতে
ঈদ করবো; কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস স্কুল, কলেজ, এবং কি ভার্সিটিও পর্যন্ত ঈদের দিন ছুটি দিয়ে দিলো :)

02/03/2025

This drive link has all the necessary resources you need for Ramadan:

(Don't forget to check the drive link given in the comment section.)

Feel free to utilise it.

রমাদানের শুভেচ্ছা!আলহামদুলিল্লাহ্!! রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাস রমাদান (رمضان) আমাদের মাঝে এসে গেছে। রমাদানের এই...
01/03/2025

রমাদানের শুভেচ্ছা!

আলহামদুলিল্লাহ্!! রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাস রমাদান (رمضان) আমাদের মাঝে এসে গেছে। রমাদানের এই বরকতময় মাস আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।

আসুন, এই মাসে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, সিয়াম-সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি এবং নিজেদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনি।

আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর অশেষ রহমত লাভ করুন।

রমাদান মুবারক!

26/02/2025

রাসূল সাঃ বলেছেনঃ
আল্লাহ্ বলেন “আমি আমার বান্দার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি”

(সহীহ বুখারী ও মুসলিম)

15/02/2025

“ইবলিস তার রবকে বলছে: আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে ভ্রষ্ট করতেই থাকব যতহ্মণ তাদের মধ্যে রুহ থাকে।

আল্লাহ বলেন: আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদের হ্মমা করতে থাকব যতহ্মণ তারা আমার নিকট ইস্তেফার করে”

[সহীহ হাদিসে কুদসি - ৩২]

12/11/2024

মহানবী (সাঃ) বলেছিলেন , কেয়ামতের আগে হ'ত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে, হ'ত্যাকারী জানবে না কেন হ'ত্যা করেছে আর নি'হত ব্যক্তিও জানবে না কেন নি'হত হয়েছে।

25/10/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি “যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।”

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেননি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।

তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when AR Tamzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Tamzid:

Share