Khadiza Ahmed Tasnim

Khadiza Ahmed Tasnim Introvert

02/07/2024

এতিমকে গলা ধাক্কা দিওনা, কারণ আমি নিজেই এতিম ছিলাম।
___হযরত মুহাম্মদ (স.)

01/07/2024

আল্লাহ ছাড়া আপনাকে নিয়ে কেউ চিন্তা করে না।

19/10/2023

তুমি অন্তরে রবের সাথে সৎ থেকো,

জমিনের মানুষগুলোর প্রশংসার কি দরকার! তোমার নাম টা আসমানে আলোচিত হবে 🌸

ইন শা আল্লাহ 💜

16/09/2023

দু'আ 'র সব থেকে বড় বৈশিষ্ট্য কী জানেন?

যা আগামী দশ বছরেও হবার কোন সম্ভাবনা আপনি দেখেন না, তা আগামীকাল হয়ে যেতে পারে।

যা গতকাল অসম্ভব ছিল, তা আজ সম্ভব। যা গতকাল কাল্পনিক ছিল, তা আজ বাস্তব।

ফজর ওয়াক্তে জানতেন না, যোহর ওয়াক্তে দোয়া কবুল হবে। যোহর ওয়াক্তে জানতেন না ইশার ওয়াক্তে দোয়া কবুল হবে।

আপনি মেলাতে পারবেন না। আপনি দ্বিধায় ভুগবেন, এটাই
দুয়া।

তাই দু'আ করতেই থাকুন আর করতেই থাকুন।

12/09/2023

তাকদিরের উপর বিশ্বাস রাখলে জীবন সহজ হয়ে যায়;😊 দুশ্চিন্তামুক্ত থাকা যায়।😇
আল্লাহ তা‘আলা বলেন,
‘‘জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিখে রাখি না—নিশ্চয়ই এটি আল্লাহর জন্য খুবই সহজ—যাতে তোমরা সে বিষয়ে আফসোস না করো, যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা সে বিষয়ে উৎফুল্ল না হও, যা তিনি তোমাদের দিয়েছেন।
আর আল্লাহ কোনো উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না।”
[সুরা হাদিদ, আয়াত: ২২-২৩]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জেনে রেখো, সমস্ত মানুষ জড়ো হয়ে যদি তোমার উপকার করতে চায়, কোনও উপকার করতে পারবে না, কেবল যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন (তা ব্যতীত)।
আবার, তারা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তবে কোনও ক্ষতি করতে পারবে না, কেবল যততুটু আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন (তা ব্যতীত)।
কলম উঠিয়ে নেয়া হয়েছে, কিতাব শুকিয়ে গেছে (তাকদির নির্ধারিত হয়ে গেছে)।’’
[তিরমিযি, আস-সুনান: ২৪৪০; হাদিসটি হাসান সহিহ]
তাই, এই বিশ্বাস রাখতে হবে যে, যা আমি পাইনি, তা আমার ছিলো না আর যা আমি পেয়েছি তা আমার জন্যই নির্ধারিত ছিলো।

In shaa Allah 🖤
07/09/2023

In shaa Allah 🖤

04/09/2023

কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না ধৈর্য্য ধরুন হতাশ হবেন না সফলতা একদিন আসবে।
ইনশাআল্লাহ্‌……

27/08/2023

আমাদের অরিজিনাল চেহারা আসলে কোনটা?

বেসিন এর আয়নাতে যেটা দেখি ওইটা নাকি ড্রেসিং টেবিল এর আয়নাতে যেটা দেখি সেটা? 🤔

সবাই হা হা দিয়ে পাশে থাকবেন🥴

25/08/2023

If your sins are countless,
Allah's mercy is endless. ❤️

Indeed🌼
13/08/2023

Indeed🌼

Pray for Chittagong 😔
10/08/2023

Pray for Chittagong 😔

09/08/2023

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ : হে আল্লাহ,আপনি আমার ভাগ্যকে খুলে দিন!'
🤲💙

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadiza Ahmed Tasnim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share