
12/05/2025
দীর্ঘ প্রায় ৩৮ বছর ভারতের পাতিয়ালা প্রিন্সলি স্টেটের রাজা ছিলেন ভুপিন্দর সিং। অ্যালকোহলে আসক্তির কারণে বাবা রাজিন্দর সিংয়ের মৃত্যু হলে মাত্র ৯ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি। যেখানে রাজকীয়তা শেষ, সেখান থেকেই যেন শুরু ভুপিন্দর সিংয়ের কাহিনি। ইতিহাসে তিনি যেমন শাসক হিসেবে বিখ্যাত, তেমনি তার বিলাসিতা, অপব্যয় ও ব্যতিক্রমী সংগ্রহ আজও রয়ে গেছে কিংবদন্তির মতো। তার রাজপ্রাসাদে নিয়মিত বসত চিকিৎসক, শিল্পী, ক্রিকেটার ও দুনিয়াজোড়া গুণীজনদের মিলনমেলা। তিনি যেভাবে ভোজসভা আয়োজন করতেন, তা কল্পনার মতো।
১৯২৫ সালে ভুপিন্দর সিং এমন এক অর্ডার দেন, যা ক্যার্টিয়ারের ইতিহাসে সবচেয়ে বড় একক অর্ডার হিসেবে আজও স্মরণীয়; পাতিয়ালা নেকলেস, যার দাম ছিল সে সময় ১,০০০ মিলিয়ন রুপি (আজকের মূল্যে প্রায় ২.৫ বিলিয়ন ডলারের বেশি!)। তার মেডেল সংগ্রহ তখনকার দুনিয়ায় সবচেয়ে বড় বলে মনে করা হয়। ৪৪টি রোলস-রয়েস গাড়ি ছিল তার রাজবাড়ির গ্যারেজে।
ভারতের প্রথম প্রাইভেট প্লেনের মালিক ছিলেন তিনি, আর পাতিয়ালায় নিজেই বানিয়েছিলেন এয়ারস্ট্রিপ, সংগ্রহে ছিল বিলাসবহুল ঘড়ি, পেইন্টিং, রত্নপাথর, মদ, এবং ইউরোপীয় সামগ্রী।
ভুপিন্দর সিং ১০ বার বিয়ে করেন। ৩৫০ জন উপপত্নীর হারেম ছিল তার। তিনি ছিলেন ৮৮ সন্তানের জনক, যাদের মধ্যে ৫২ জন প্রাপ্তবয়স পর্যন্ত জীবিত ছিল।