MD ASIF

MD ASIF ফিরে এসো দ্বীনের পথে,
আর নিজেকে নিয়ে চলুন অনন্য উচ্চতায়।

30/07/2025

"মহাবিশ্বের অতি ক্ষুদ্র" একজন মানুষ আমি, আমার দুঃখ আহামরি কিছু না..!!
অনেক সময় ভাষা হারিয়ে ফেলি, হৃদয়ের গভীর থেকে শুধু একটি দীর্ঘশ্বাস বের হয়ে আসে। মুখে শব্দ হয় না, শুধু চোখের কোনায় জমে ওঠে কিছু অশ্রু। সেসব অগোছালো আকুতি, গুছিয়ে বলতে না পারা হাজারটা চাওয়া সবই তো তুমি জানো হে প্রভু।
তুমি তো অন্তর্যামী, না বলা কথাগুলোরও গভীরতা বোঝো তুমি। তাই আজ বলি- যা বলতে পারি না, যা প্রকাশ করতে পারি না, সেই প্রতিটি না বলা দোয়া, প্রতিটি ব্যথা তুমি কবুল করে নাও।
কোনো আশা যেন হারিয়ে না যায়, কোনো কষ্ট যেন বৃথা না হয় তুমি সব জানো, সব বোঝো, তাই একমাত্র তুমিই পারো সেই অশ্রুজলকে রহমতে রূপ দিতে।
হে আল্লাহ! গুছিয়ে বলতে না পারা সব দোয়া তুমি কবুল করে নাও, আমিন!

30/07/2025

🇸🇦🫂
࿐:সুদিন আর দুর্দিন, যেই দিনই আসুক, আমি সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করি।
কারণ আমি বিশ্বাস করি, প্রতিটি দিনই কোনো না কোনো শিক্ষা দেয়।
সুখ আমাদের হাসায়, আর দুঃখ-আমাদের গড়তে শেখায়।
সময় কখনো একই রকম থাকে না, আজ যদি কাঁদতে হয়, কাল হয়তো সেই চোখেই হাসি ফুটবে।
আজ যদি জীবন কাঁটার মতো বেঁধে যায়, কাল সেই পথেই নতুন ফুল ফুটবে-এই আশাতেই বাঁচি।
আল্লাহ যে দিনই দেন-সেই দিনে কিছু না কিছু রহমত থাকে।
তাই ভালো সময়েও, খারাপ সময়েও আমি কৃতজ্ঞ থাকি।
কারণ আমি জানি,
আজ যদি দুঃখ থাকে, কাল ঠিক সুখ আসবে। এটাই তো
জীবন!

30/07/2025

যেদিন আমি টের পাইলাম - আমার বুকে সমুদ্র সমান আফসোস,
যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে-ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো,
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম।
আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই -তা কখনোই আমার হওয়ার ছিল না।
যা কিছু আমি পাই নাই -তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়।
কিন্তু,যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় - সেই মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।🖤

🇸🇦🫂࿐:আজ অনেক দিন হয়ে গেলো মাকে সামনে থেকে দেখিনি...!মায়ের মুখটা যেন আস্তে আস্তে মনে ঝাপসা হয়ে যাচ্ছ,সেই কোমল স্পর্শ, মাথ...
30/07/2025

🇸🇦🫂
࿐:আজ অনেক দিন হয়ে গেলো মাকে সামনে থেকে দেখিনি...!
মায়ের মুখটা যেন আস্তে আস্তে মনে ঝাপসা হয়ে যাচ্ছ,
সেই কোমল স্পর্শ, মাথায় হাত বুলিয়ে দেয়া, ক্লান্ত হয়ে ফিরে এলে দরজা খুলে দাঁড়িয়ে থাকা সবকিছু এখন কেবল স্মৃতির পাতায়।
মাকে ছুঁয়ে দেখা, বুক ভরে জড়িয়ে ধরা এগুলো এখন বিলাসিতা মনে হয়।

দিন যায়, রাত যায় কিন্তু মায়ের শূন্যতা কিছুতেই পূরণ হয় না।
মা তো শুধু একটা শব্দ নয়, মা একটা অনুভব, একটা আশ্রয়, একটা নিরাপদ জগত!

যেখানে গিয়ে আমি ছোট হতে পারতাম, দুর্বল হতে পারতাম, কাঁদতে পারতাম বিনা শর্তে ভালোবাসা পেতাম।
আজ দূরে আছি, সময়-দূরত্ব-দায়িত্বের ভারে চাপা পড়ে গেছে সেই নিঃস্বার্থ ভালোবাসার ছায়া।

কিন্তু মনটা এখনো ছোট্ট একটা শিশুর মতো, চিৎকার করে বলতে ইচ্ছে করে মা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে!

🇸🇦🫂࿐:রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই।ম...
30/07/2025

🇸🇦🫂
࿐:রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই।
মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়।
এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে।
ক্লান্ত; তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে।

জীবন টা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

02/05/2025

تم میری زندگی کا سب سے خوبصورت اثاثہ ہو۔🥹❤️‍🩹

02/05/2025

দুঃখের পরে সুখ আসবে এটা আল্লাহর ওয়াদা,আমার তো দুঃখ আসার আগে সুখ হারিয়ে গেছে.!!🥲❤️‍🩹

02/05/2025

পরিবর্তন একদিনে আসে না হেদায়েত একটি উপহার যা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে.!!😊❤️‍🩹

02/05/2025

তোমরা শুক্রবারকে ভয় করো কারণ কোনো এক শুক্রবারে কেয়ামত নাযিল হবে.!🥺❤️‍🩹

01/05/2025

wo mere jine ka Sahara bani ye Sach hai 🥺🤍

ফি*লিস্তীনের নির্যা*তিত ভাই-বোনদের সহযোগিতায় এগিয়ে আসুন!📌ফিলি*স্তীনের গা*যায় ইস্রা*ঈলী বাহিনীর নির্মম আগ্রাসন গত কয়েকমাস...
04/04/2024

ফি*লিস্তীনের নির্যা*তিত ভাই-বোনদের সহযোগিতায় এগিয়ে আসুন!
📌ফিলি*স্তীনের গা*যায় ইস্রা*ঈলী বাহিনীর নির্মম আগ্রাসন গত কয়েকমাস যাবৎ চলমান রয়েছে। অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে লাখ লাখ বনু আদম। বর্তমানে সীমিত পরিসরে রাফাহ সীমান্ত দিয়ে খাদ্যসামগ্রী বহনকারী কিছু কিছু ট্রাক গাযায় প্রবেশ করছে। মিসরে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের মাধ্যমে আমরা চেষ্টা করছি মিসর সরকারের ব্যবস্থাপনায় কিছু সাহায্য পৌঁছানোর জন্য।

উক্ত কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে চান, তারা নিম্নোক্ত ফাণ্ডে অর্থ প্রেরণ করতে পারেন।

🔰অনুদান প্রেরণের ঠিকানা:-
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ তহবিল সঞ্চয়ী হিসাব নং ০০৭১১২০০৫৪৩৪০, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।

Ahle Hadith Movement Bangladesh Central Relief Fund Savings Account No. 0071120054340, Al-Arafah Islami Bank, Rajshahi Branch.

মোবাইল ব্যাংকিং নাম্বার:
01797900123 (Bikash, Nagad personal)
017979001230 (rocket personal)
01711578057 (bkash personal)

14/02/2024

১৪ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস সম্পর্কে ডঃ মোজাফফর বিন মহসিন ভাইয়ের মূল্যবান আলোচনা...! আল্লাহ তা'আলা বাংলার যুবক যুবতীদের এ সমস্ত নির্লজ্জ ও পাপাচার কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন...!

Address

Cumilla
3531

Telephone

+8801640653351

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD ASIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD ASIF:

Share