22/08/2025
🔴Live রাত এখন প্রায় দুইটা চলছে ননস্টপ মাহফিল প্রচার ও মাদ্রাসা ভর্তি বিজ্ঞাপন নির্মাণের কাজ এর মধ্যে উল্লেখ্য আসছে আগামী ২৫ আগস্ট রোজ মঙ্গলবার গৌরীপুর পশ্চিম বাজার শাহী ঈদগা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই সকলের প্রতি দ্বীনি দাওয়াত
🗣️ আপনার স্বপ্নের প্রতিষ্ঠানের প্রচার মাইকিং ভয়েসটি হোক আল-কারীম রেকর্ডিং স্টুডিও থেকে, সুন্দর সাউন্ড ও শ্রতিমধুর..📢
🇧🇩 বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের নিজস্ব আল-কারীম স্টুডিও থেকে স্বল্প খরচে আমরা দিচ্ছি প্রফেশনাল বিজ্ঞাপন রেকর্ডিং।
👉 থিম সং সহ মাদ্রাসা, স্কুল, কলেজের ভর্তি এবং যেকোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন।
🗣️ নির্বাচনী প্রচারণা, ওয়াজ মাহফিল সহ যেকোনো প্রতিষ্ঠান কিংবা প্রোগ্রামের🎤 প্রচারণা রেকর্ড করুন।
👉 যোগাযোগ করুন।
🎙️আল-কারীম রেকর্ডিং স্টুডিও 🎙️
☎️ 24 hours hotline 01813-617713 WhatsApp IMO call