Aryan Faruk

Aryan Faruk Video Blogger

বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেনো হয় জানেন??স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন, বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্...
13/03/2025

বেশিরভাগ স্ট্রোক বাথরুমে কেনো হয় জানেন??

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন, বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত।

সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। তাই স্ট্রোকের ঝুকি বাড়ে..!

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

তাই গোসল করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।

25/01/2025

Coffee.. 😋
Have a any hobbies?? Yes Coffee...

A***n A***n Faruk

একটা ভুল করে দেখেন, মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন! 😊 একটু সময় নিয়ে পড়লে,হয়তো আপনার ধারণা ও বদলে যাবে🙏🏼আর, র...
19/05/2024

একটা ভুল করে দেখেন, মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন! 😊 একটু সময় নিয়ে পড়লে,হয়তো আপনার ধারণা ও বদলে যাবে🙏🏼

আর, রাফসান দ্যা ছোট ভাই!তার ভুল ছিল নিজের টাকায় তার পরিবারকে একটা গাড়ি উপহার দেওয়া, ভাই এতেই আপনাদের নজর পড়ে গেলো? নজর পড়াও ভুল হবে হিংসা হচ্ছে? কিছু পাবলিক তো আবার খুব মানবতা দেখাচ্ছে যে এদের জন্য নাকি দেশের এ পরিস্থিতি ইমোশনাল করে এদের নাকি এখন বড় চোখে দেখানো হচ্ছে,,,,আরেহ ভাই এ ছেলেটার মাএ ২৪ বছর বয়সে বাবা মাকে একটা গাড়ি দেয়ার সাহস রাখেছে! আপনি কি করছেন? আপনারা যারা এখন ওর বিপক্ষে যেয়ে নালিশ জানাচ্ছেন তাদের মধ্যে কজন বাবা - মায়ের জন্য কি করেছেন? প্রতিটা ছেলে যদি এই ২৪ বছরে এসে রাফসানের মতো গাড়ি না পারুক সামান্য কিছু বাবা-মায়ের জন্য করতো না,, তাহলে রাস্তা ঘাটে ঐ পাগল বেশে বৃদ্ধাশ্রমে বাবা- মাকে দেখা যেতো না! তারপর বলি! তার বাবা মা ব্যাংকের ঋণ করেছে তাও আবার তিন কোটি! ভাই এমন বহু কোটি টাকা মানুষ ঋণ করে বসে আছে! আপনি কজন কে খুঁজবেন? রাফসান তো একটা ফুড ব্লগার ইউটিউবার এজন্য ওরে খুজেঁ পেতে আপনাদের সহজ হইছে তাও আবার তার বাবা মাকে এত টাকা দিয়ে গাড়ি দেওয়ার পর!আগে জানতেন? জানতেন না,,, যেই না বাবা- মায়ের জন্য কিছু একটা করলো শুরু হয়ে গেলো আপনাদের মতো পাবলিকের খুঁটি/নাটিঁ, তার ব্যবসা তে পর্যন্ত চলে গেলেন আপনারা! ভাই যুগ স্মার্ট কিন্তু আপনারা এখনও স্মার্ট না,,, ইমোশনাল তো আপনারা দেখাচ্ছেন,,, এদেশে গরিব দের সঙ্গে হয় অনেক অত্যাচার সেটা কি শুধু ব্যাংকে লোন পরিশোধের জন্য?কয়টা অত্যাচার আপনি দেখেছেন? কি বা করতে পারছেন? এখন ওর এ বিষয়ের সাথে মিডিল ক্লাসদের ও তুলনা দিচ্ছেন যে গরিব রা পেটে লা*থি খায় আর ওরা ফুর্তি করে,,,, আরে ভাই একটা লোন ব্যাংক এমনি এমনি দেয় না,,, তার বিনিময়ে কিছু নিয়েই দেয়। আর তা রাফসান তার ভিডিও তে বলেছেও,,, ঐটাও আপনারা ট্রোল করে বসলেন,,, ব্যাংক থেকে লোন নিয়েছে ওর বাবা-মা,,,,, ঋণ পরিশোধ করবে তারা আপনাদের থেকে কি তাদের মাথা ব্যাথা কম? আপনারা কিছু ভিউজের জন্য একটা এইটুক ছেলের পিছঁনে এমন করে লেগেছেন। ক্যান ভাই! আপনি এই বয়সে এসে নিজের যোগ্যতা কাজে লাগান,,,, কিছু করেন,,,অন্যের পিছেঁনে আর কতো পরে থাকবেন? আর রাফসান এপর্যন্ত মানুষের জন্য অনেক কিছুই করেছে,,কিছুদিন আগে পর্যন্ত জনপ্রিয় ছিল সবার কাছে এখন ওর অতীতে কি করছে ওর বাবা মা কি করছে সব টানতেছেন,,,,আরেহ ভাই মানুষ পরিবর্তন হয়! আপনি আরেকজনের দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে যাচাই করুন।

A***n Faruk

Rafsan the ChotoBhai

পুরুষের আসল সৌন্দর্য পুরুষের দাড়িতে। মাশাআল্লাহ অসাধারণ লাগছে প্রিয় ভাই মাহামুদুল্লাহ রিয়াদ ভাই 😊❤️Follow my new page [ ...
07/07/2023

পুরুষের আসল সৌন্দর্য পুরুষের দাড়িতে। মাশাআল্লাহ অসাধারণ লাগছে প্রিয় ভাই মাহামুদুল্লাহ রিয়াদ ভাই 😊❤️
Follow my new page [ A***n Faruk]

07/07/2023
❤️মনোহরগঞ্জের মিনি হাতিরঝিল❤️কৃতজ্ঞতা প্রানপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সম...
05/07/2023

❤️মনোহরগঞ্জের মিনি হাতিরঝিল❤️

কৃতজ্ঞতা প্রানপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব MD. TAZUL ISLAM-MP মহোদয়। এই জলা অঞ্চলকে হাতিরঝিলে রুপান্তরিত করায়।

লোকেশনঃ
(খরখরিয়া-দুর্গাপুর), মনোহরগঞ্জ, কুমিল্লা

My dear bro Rafsan the choto vai food blogger
21/09/2022

My dear bro Rafsan the choto vai food blogger

20/08/2022

Chuti Resort Wonderful place
Chill are feeling time with my all colleagues.

01/08/2022

Bangladesh Airlines runway ❤️

Address

Cumilla

Telephone

+8801319508845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aryan Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aryan Faruk:

Share