Towhidul

Towhidul Europe Information
(1)

22/10/2024

ASSALAMULAIKUM

আগামীকাল শুক্রবার রোমানিয়া দিল্লি এম্বাসিতে এজেন্টদের সাথে একটি মিটিং আছে!দেখা যাক কি হয় 🇪🇺🇷🇴🤝আশা করি ভালো কিছু হবে 🇷🇴...
24/08/2023

আগামীকাল শুক্রবার রোমানিয়া দিল্লি এম্বাসিতে এজেন্টদের সাথে একটি মিটিং আছে!

দেখা যাক কি হয় 🇪🇺🇷🇴🤝
আশা করি ভালো কিছু হবে 🇷🇴

সবার জন্য শুভকামনা রইল 🇪🇺🇷🇴

আলহামদুলিল্লাহ এটি সবার জন্য খুবই খুসির সংবাদ 🇪🇺✈️ এখন থেকে গ্রিসের ভিসার জন্য যেতে হবে না ইন্ডিয়া  ❎🇪🇺এখন থেকে কম সময়...
23/08/2023

আলহামদুলিল্লাহ এটি সবার জন্য খুবই খুসির সংবাদ 🇪🇺✈️
এখন থেকে গ্রিসের ভিসার জন্য যেতে হবে না ইন্ডিয়া ❎🇪🇺

এখন থেকে কম সময়ে সেনজেন ভিসা পাবেন বাংলাদেশ থেকে 🇪🇺✈️
বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে গ্রিসে কর্মী নেওয়ার ইতিমধ্যে কার্যক্রম চালু হয়ে গেছে কর্মী নেওয়ার !

গ্রিসে আবেদন করার জন্য রেডি আছেন তো?

সবার জন্য শুভকামনা রইল 🇪🇺✈️

রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য দিতে ফলো করুন আমাদের পেজ 🇪🇺

হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউব। ...
23/08/2023

হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউব।

হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর হলো বুদাপেস্ট, যা দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব-মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।

হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ। শিল্পসমূহের মধ্যে আছে লৌহ ও ইস্পাতশিল্প, সিমেন্ট কারখানা, সার কারখানা, চিনিশিল্প, রাসায়নিকশিল্প, চামড়াশিল্প প্রভৃতি। দেশের অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল।

হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে আছে কয়লা, লিগনাইট, বক্সাইট প্রভৃতি। কৃষিপণ্যের মধ্যে তাদের আছে গম, রাই, বার্লি, ভুট্টা, আলু, সূর্যমুখী বীজ প্রভৃতি। দেশটির ৬৫ লাখ ১১ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়।

হাঙ্গেরির জনগণ নিজেদের ‘মজর’ (Magyar) নামে ডাকে। মজররা ছিল এশিয়া থেকে আগত যাযাবরগোষ্ঠী। নবম শতাব্দীর শেষভাগে আরপাদের নেতৃত্বে মজররা দানিউব ও তিসজা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ।

১৬শ ও ১৭শ শতকে দেশটির বেশির ভাগ ছিলো উসমানীয় সাম্রাজ্যের দখলে। অটোমান শাসনের সময় হাঙ্গেরিতে বহু মুসলমান ছিলো। তবে বর্তমানে মুসলমানদের সংখ্যা খুব কম। ২০১১ সালের হাঙ্গেরিয়ান আদমশুমারি অনুসারে এখানে মুসলমানের সংখ্যা পাঁচ হাজার ৫৭৯, যা সেখানকার মোট জনসংখ্যার ০.০৫৭ শতাংশ মাত্র। হাঙেরীর প্রধান ধর্ম খ্রিষ্টান, মোট জনসংখ্যার প্রায় ৫৫%ই খ্রিষ্টান ধর্মাবলম্বী।

এক নজরে হাঙেরি-

❏ আয়তন: ৯৩ হাজার ৩০ বর্গ কিলোমিটার
❏ জনসংখ্যা: ৯৭ লাখ ৮০ হাজার
❏ ভাষা: হাঙ্গেরীয়
❏ রাজধানী: বুদাপেস্ট
❏ প্রধান ধর্ম: খ্রিষ্টান

রোমানিয়া এবং ইউরোপের ভিসার চাবি এখন ইন্ডিয়ান ভিসার হাতে বন্ধি! 😓💔🙏নারীরা কোথায় আটকায় না জানলেও আমরা সবাই জানি এখন ইউ...
23/08/2023

রোমানিয়া এবং ইউরোপের ভিসার চাবি এখন ইন্ডিয়ান ভিসার হাতে বন্ধি! 😓💔🙏
নারীরা কোথায় আটকায় না জানলেও আমরা সবাই জানি এখন ইউরোপের স্বপ্ন ইন্ডিয়ান ভিসার কাছে আটকে আছে! 🇷🇴🇪🇺🫰

বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে দেড় থেকে দুই মাস পরে, এবং ভিসা ডেলিভারি পেতে লাগবে দেড় থেকে দুই মাস! মোটামুটি একটা ইন্ডিয়ান ভিসা পেতে তিন থেকে চার মাস লাগবে!🇪🇺🇷🇴

এমন অবস্থায় আমাদের ভিসা করলে তাড়াতাড়ি হবে বা কি টাইপের ভিসা করা উচিত!
আমি মনে করি, টুরিস্ট ভিসা যেহেতু অনেক লেট হচ্ছে এবং রিজেক্ট হচ্ছে, এর থেকে ভালো হবে মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা করা, সময়ও কম লাগবে! এক থেকে দুই মাসের ভিতর ভিসা পাওয়া যাবে!🇷🇴🇪🇺

অনেকেই আছে ইন্ডিয়ান ভিসা কন্টাকে করাবে বলে প্রতারণা করতেছে, সাবধান আগে কিছু যাচাই-বাছাই করে ইন্ডিয়ান ভিসা করতে দিবেন! কন্টাকের নাম দিয়ে অনেকেই নরমালি জমা দিয়ে দেয়! 🇪🇺🇷🇴

আপনি এম্বাসিতে যে কোন টাইপের ভিসা নিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এটা নিয়ে কোন সমস্যা নেই! ইতিমধ্যে অনেকই মেডিকেল ভিসা করে ইন্টারভিউ দিয়েছেন! 🇷🇴🇪🇺

বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও কি অবস্থা?
আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে মোটামুটি ৯৫%!
আপনার কোম্পানি ঠিকঠাক থাকলে কোন সমস্যা না থাকলে এবং আপনি ইন্টারভিউটা মোটামুটি দিতে পারলেই ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ!🤝🇪🇺🇷🇴

কেউ ভুলেও বলবেন না সেন্ট্রাল ইউরোপে যাবেন বা ভবিষ্যতে যাওয়ার চিন্তাভাবনা আছে! প্রশ্ন বুঝে তারপর উত্তর দিবেন! আপনি তাদের বুঝবেন আপনি রোমানিয়া তো যাবেন কাজের জন্য কন্টাক্ট শেষ হলে আবার দেশে ফিরে আসবেন, যদি কোম্পানি এগ্রিমেন্ট করে আপনাকে রাখতে চায় আপনি আরো সময় থাকবেন! নয়তো এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আপনি দেশে চলে আসবেন! কোন ইলিগের পথে আপনি থার্ড কান্ট্রিতে যাবেন না! এটা বুঝাতে পারলেই হবে! এবং আপনার কি কাজ সেই সময় সম্পর্কে যথেষ্ট দাঁড়না থাকতে হবে! 🇪🇺🇷🇴

এখন এম্বাসিতে কোন মাসের এপয়েন্টমেন্ট দিচ্ছে?
২২ সালের যে কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে! দু-একটা ২৩ সালের পাওয়া যাচ্ছে সেটা কোন অফিসিয়াল নয়, বিশেষ রিকুয়েস্টের মাধ্যমে জমা হয়ে থাকে!🇪🇺🇷🇴

২০২৩ সালের ওয়ার্ক পারমিট দারি দের কাজ কবে থেকে শুরু হতে পারে?
আমি অনেক আগে থেকেই কমেন্টে বিভিন্নজনকে উত্তর দিয়েছি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরু থেকে ২৩ এর কাজ চলবে! ১০০% অক্টোবর থেকে ২৩ এর কাজ চলবে!🇪🇺🇷🇴

গত মাসে একটা পেইজ থেকে দেখলাম মানুষকে অতি উৎসাহী করে ফেলছে বাইশ সালের কাজ নাকি মোটামুটি শেষ! এখন পর্যন্ত আমার জানামতে ৫০% কাজ শেষ হয়েছে ২২ সালের! বাকি কাজগুলো শেষ হতে আগামী মাস লাগবে তবে এর ভিতরেই ২৩ এর কাজ শুরু হয়ে যাবে! 🇷🇴🇪🇺

ইন্ডিয়ান না গিয়ে অথরাইজের মাধ্যমে কি ভিসা করানো সম্ভব?
উত্তর একদম অসম্ভব! কনট্রাক অথরাইজ এর মাধ্যমে ভিসা করে আনবেএসব একদমই ভুয়া কথা! ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া দিল্লি এম্বাসিতে যেতে হবে!🇪🇺🇷🇴

অনেকেই ইন্ডিয়ার ভিসা থাকা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কেন?
আমি এর আগেও বলেছিলাম, এপয়েন্টমেন্ট ডেট পেতে হলে আপনার এজেন্টকে হালকা টাকা খরচ করতে হবে যা সবাই করতেছে! যারা করতেছে তারাই পাচ্ছে! কারণ এম্বাসি এখন অনলাইনে তেমন কোন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আর যেটা দিচ্ছে সেটা ৫% বা ১০% ! 🇷🇴🇪🇺

বর্তমানে এপয়েন্টমেন্ট গুলো এজেন্ট এর মাধ্যমে দেওয়া হচ্ছে! রোমানিয়ার দিল্লি এম্বাসিতে কিছু এজেন্ট সিলেক্ট করা আছে তাদের মাধ্যমে অ্যাপয়েনমেন্টর ডেট নিতে হয়! তারা যদি সরাসরি আপনার লিস্ট এম্বাসিতে পাঠায় তাহলে ১০০% এপয়েন্টমেন্ট পাবেন!🇪🇺🇷🇴

বর্তমানে খেলা এটাই চলতেছে, অনেকেই ফ্রিতে এপয়েন্টমেন্ট পাবে অনলাইনে, সেই আশায় বসে থেকে ক্লায়েন্টদের ভোগাচ্ছে এদিকে ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অনেকের ! এটা মোটেই কাম্য নয়! পরিস্থিতি যেমন সেইভাবেই আমাদের কাজ করা উচিত! বর্তমানে এজেন্টের হাতে হাতে অ্যাপোয়েন্টমেন্ট দিচ্ছে আমাদের সকলের উচিত সেভাবেই এপয়েন্টমেন্ট নেওয়া! 🇷🇴🇪🇺

দ্রুত সবাই অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার ব্যবস্থা করেন নয়তো পরে পস্তাবেন! সময় থাকতে ভিসা করে নেন!

যারা ইন্টারভিউ দিচ্ছেন ভিসা পাচ্ছেন সকলের কাছে অনুরোধ আপনাদের মূল্যবান ইন্টারভিউ এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করুন গ্রুপে! এতে সকলের উপকারে আসবে! কল্যাণের পথে কাজ করুন! 🇪🇺🇷🇴

সবার জন্য শুভকামনা রইল 🇪🇺🇷🇴🤝

রোমানিয়ার ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ.। 🇪🇺🇷🇴

দিল্লি এমবাসিতে সাবমিশনের জন্য লাইনে অনেক গুলো স্বপ্ন যারা বলতেছে দিল্লি এম্বাসি বন্ধ এপয়েন্টমেন্ট দিচ্ছে না তাদের জন্য...
23/08/2023

দিল্লি এমবাসিতে সাবমিশনের জন্য লাইনে অনেক গুলো স্বপ্ন
যারা বলতেছে দিল্লি এম্বাসি বন্ধ এপয়েন্টমেন্ট দিচ্ছে না তাদের জন্য এই পোস্টটা

27/01/2023

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে 𝐃𝐨𝐧𝐞 লিখলে ✅
সাথে সাথে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 পাবেন 🔙

27/01/2023

Follow to follow shate shate back online a aci

19/01/2023

গ্রামের পরিবেশে থাকাটা কত যে মজা
যে থাকে তারাই শুধু বুঝতে পারে🥰🥰🥰❤️

13/01/2023

কি শক্তি শালি মেশিন রে বাবা😲😲কয়েক সেকেন্ডে, তাল গাছ ফালিয়ে দিল😲😲

13/01/2023

Huge Steam Tractor Breaks World Recor😲

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towhidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towhidul:

Share