23/08/2023
হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউব।
হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর হলো বুদাপেস্ট, যা দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব-মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।
হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ। শিল্পসমূহের মধ্যে আছে লৌহ ও ইস্পাতশিল্প, সিমেন্ট কারখানা, সার কারখানা, চিনিশিল্প, রাসায়নিকশিল্প, চামড়াশিল্প প্রভৃতি। দেশের অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল।
হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে আছে কয়লা, লিগনাইট, বক্সাইট প্রভৃতি। কৃষিপণ্যের মধ্যে তাদের আছে গম, রাই, বার্লি, ভুট্টা, আলু, সূর্যমুখী বীজ প্রভৃতি। দেশটির ৬৫ লাখ ১১ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়।
হাঙ্গেরির জনগণ নিজেদের ‘মজর’ (Magyar) নামে ডাকে। মজররা ছিল এশিয়া থেকে আগত যাযাবরগোষ্ঠী। নবম শতাব্দীর শেষভাগে আরপাদের নেতৃত্বে মজররা দানিউব ও তিসজা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ।
১৬শ ও ১৭শ শতকে দেশটির বেশির ভাগ ছিলো উসমানীয় সাম্রাজ্যের দখলে। অটোমান শাসনের সময় হাঙ্গেরিতে বহু মুসলমান ছিলো। তবে বর্তমানে মুসলমানদের সংখ্যা খুব কম। ২০১১ সালের হাঙ্গেরিয়ান আদমশুমারি অনুসারে এখানে মুসলমানের সংখ্যা পাঁচ হাজার ৫৭৯, যা সেখানকার মোট জনসংখ্যার ০.০৫৭ শতাংশ মাত্র। হাঙেরীর প্রধান ধর্ম খ্রিষ্টান, মোট জনসংখ্যার প্রায় ৫৫%ই খ্রিষ্টান ধর্মাবলম্বী।
এক নজরে হাঙেরি-
❏ আয়তন: ৯৩ হাজার ৩০ বর্গ কিলোমিটার
❏ জনসংখ্যা: ৯৭ লাখ ৮০ হাজার
❏ ভাষা: হাঙ্গেরীয়
❏ রাজধানী: বুদাপেস্ট
❏ প্রধান ধর্ম: খ্রিষ্টান