Shamima Nasrin Rubi

Shamima Nasrin Rubi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamima Nasrin Rubi, Video Creator, Cumilla.

12/06/2025
11/06/2025

"আমার বান্দাদেরকে সংবাদ দাও যে,
আমি বড়ই ক্ষমাশীল,বড়ই দয়ালু"
[সূরা আল হিজর:৪৯]

11/06/2025

বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি মিস করছি, সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে!

11/06/2025

কি কি কাজ করলে শি'র'ক হয়?
শি'র'ক সম্পর্কে জানলেন না..তো আপনার এ জীবনই বৃ'থা! নামাজ, রোজা,হজ্জ,দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বং'স করে দেয়। আর শেষ ফলাফল হলো স্থায়ী ভাবে জা'হা'ন্না'মে অবস্থান।

আল্লাহ্ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শি'র'ক।
__(আবু দাউদ:৩২৩৬(ইফা)

কোন কিছুকে শুভ-অ'শুভ লক্ষন বা কু'লক্ষণ মনে করা শি'র'ক।
__(বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০)

মা'জা'রে ও কোন পীর-ফ'কি'র কিংবা কারো নিকট সিজদা দেয়া শি'র'ক।
__(সুর জীন: ২০, মুসলিম:১০৭৭,আবু দাউদ, মুত্তাফাকুন আলাই)

আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পীর-আওলিয়া কিংবা মা'জা'রে'র নামে মানত করা শি'র'ক।
__(সহিহ বুখারি: অধ্যায় : তাকদির)

কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অ'শুভ হয় এই ধারনা বিশ্বাস করা শি'র'ক।
__(বুখারি, আবু দাউদ:৩৯১০)

কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এইরকম ডাকা শি'র'ক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়।
__(সুরা বাকারাহঃ ১৫৬)

তোর ভবিষ্যত অ'ন্ধকার', 'তর কপালে বহুত ক'ষ্ট আছে',এই ধরনের কথা কাউকে বলা শি'র'ক।
__(সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯)

হো'চঁট খেলে কিংবা পেঁ'চা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শি'র'ক!
__(সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)

সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যবসায় অ'মঙ্গল হয় এই ধারনা করা শি'র'ক!।
__(আবু দাউদঃ৩৯১০)

সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অ'মঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শি'র:ক।
__(সুরা আনাম:১৭, ইউনুস :১০৭)

যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শি'র'ক!
__(সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩)

আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শি'র'ক।
__(সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং৫২০৪)

আল্লাহ্ ব্যতীত কোন গ'ণ'ক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শি'র'ক!
__(সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯)

পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শি'র'ক,
কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ্
__(সুরা হাশরঃ ২৩)

আল্লাহর ছাড়া কোন পীর-আওলিয়া এবং কোন মা'জা'রে'র নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক।
__(সুরা ফাতিহা:৪, আশ শোআরা:২১৩, গাফির:৬০, তির্মিযি)

“আপনি চাইলে এবং আল্লাহ্ চাইলে এই কাজটি হবে" এই কথা বলা শি'র'ক!
__(নাসাঈ শরিফ) এখানে শুধু আল্লাহ্ চাইলে হবে, বলা যেতে পারে।

এইরকম আরো অসংখ্য শি'র'ক সমাজে বিদ্যামান।

আল্লাহ্ বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে শি'র'কও করে।
__(সুরা ইউসুফঃ ১০৬)

মনে রাখবেন,,
শি'র'ক এমন একটি গু'ণাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল সম্পুর্ন ন'ষ্ট হয়ে যায়। কি'য়া'ম'তে'র দিন আল্লাহ্ যেকোন গুণাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শি'র'কে'র গু'ণাহ ক্ষমা করবেন না।
আল্লাহ্ বলেন,,
নিঃসন্দেহে আল্লাহ্ ইচ্ছা করলে যেকোন গুণাহ ক্ষমা করে দিবেন কিন্তু শি'র'কে'র গু'ণাহ কখনো ক্ষমা করবেন না।
__(সুরা নিসা :৪৮,১১৬)

নিশ্চয় যে ব্যাক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ্ তার জন্য জান্নাতকে হা'রা'ম করে দেন এবং জা'হা'ন্না'ম'কে অবধারিত করে দেন।
__(সুরা মায়িদাহ:৭২)

রাসুল্লাহ্ (সাঃ) বলেছেন,,
“আমার সামনে জিব্রাঈল আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যাক্তি আল্লাহর সঙ্গে কাউকে শ'রি'ক না করা অবস্থায় মা'রা যাবে, সে জা'ন্না'তে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে যি'না করে এবং যদিও সে চু'রি করে থাকে? তিনি বললেন: যদিও সে যি'না করে এবং যদিও সে চু'রি করে থাকে।
__(সহিহ বুখারি :১২৩৭,মুসলিম:৯৪)

শি'র'ক হচ্ছে সবচেয়ে বড় ধ্বং'স'ত্মা'ক বিষয়। শত পা'প করলে ও কি'য়া'ম'তে'র দিন তা ক্ষমার সম্ভবনা আছে কিন্তু শি'র'কে'র পা'প ক্ষমার কোন সম্ভবনাই নেই এবং তা নিঃসন্দেহে জা'হা'ন্না'মে নিয়ে যাবে।

আল্লাহ্ সবাইকে বুঝার তৌফিক দান করুক।

_আমিন!

09/06/2023

প্রেমিক-প্রেমিকা হওয়া যতটা সহজ, স্বামী-স্ত্রী হওয়া ততটাই কঠিন। প্রথমটা ফ্যান্টাসির সম্পর্ক আর পরেরটা বাস্তবতার।

কারও প্রেমে পড়ার জন্য বেশি কিছু ভাবতে হয় না, জানতে হয় না; বরং চোখের একটি পলকই যথেষ্ট। কিন্তু কাউকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করার জন্য তার ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু জানতে হয়, অনেক ‘যদি-তবে-কিন্তু’র হিসাব মেলাতে হয়।

আপনি যখন ‘প্রেমিকা’ চুজ করছেন, তখন আপনার চোখ আর মনের ভালো লাগাটাই বিশেষভাবে বিবেচ্য, কিন্তু আপনি যখন ‘স্ত্রী’ বাছাই করছেন, তখন আপনি একাধারে একজন জীবনসঙ্গী, আদর্শ গৃহবধূ, সন্তানের মা এবং সুখ-দুঃখের সাথী বাছাই করছেন। একইভাবে কোনো ছেলের সৌন্দর্য কিংবা তার বিশেষ কোনো প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলা খুব সহজ। কিন্তু একজন দায়িত্ববান স্বামী, দৃঢ়চিত্ত পুরুষ, ছাতার মতো আশ্রয় কিংবা আপনার সন্তানের বাবা হিসেবে যখন আপনি কাউকে বাছাই করবেন, তখন অনেক ভাবতে হবে।

সমস্যা হলো, আমরা আবেগের ফাঁদে পড়ে যাকে-তাকে প্রেমিক-প্রেমিকা বানিয়ে ফেলি, এরপর যখন বিয়ের প্রসঙ্গ আসে, তখন হিসাব মেলাতে গিয়ে খেই হারিয়ে ফেলি, হিমশিম খেতে থাকি। কারণ যে ছেলেটা প্রেমিক হিসেবে নাম্বার ওয়ান, সে যে স্বামী হিসেবেও নাম্বার ওয়ান হবে, এটুকু ভরসা রাখতে পারি না। প্রেমিকার দুষ্টু-মিষ্টি আবদার পূর্ণ করা আর কোনো মেয়ের আজীবনের দায়িত্ব গ্রহণ করা আকাশ-পাতাল পার্থক্য। কোনো মেয়ের ‘বাবু খাইসো?’-টাইপ কেয়ার করা আর একটা সংসারের সুখ-দুঃখের ভার বহন করা কখনই এক নয়। এজন্য প্রায়ই দেখা যায়, প্রেমিক-প্রেমিকা হিসেবে ফুল মার্কস পাওয়া ছেলে-মেয়েরা স্বামী-স্ত্রী হিসেবে পাশ নম্বরটাও পাচ্ছে না। কারণ ফ্যান্টাসির জগৎ আর বাস্তবতার জগৎ এক নয়।

আপনার প্রেমিকার সাথে আপনি ২৪ ঘণ্টা জমে থাকেন না। মাঝেমধ্যে দেখা করেন। যখন দুজনের দেখা হয়, তখন পরিপাটি হয়ে থাকেন। দুজনের মাঝে যখন কথা হয়, তখন কেউ নিজের নেতিবাচক বৈশিষ্ট্যগুলো শেয়ার করেন না। অলটাইম মিষ্টি মিষ্টি কথা বলেন, তাকে উৎফুল্ল ও সন্তুষ্ট রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। ফলে একজন আরেকজনের জন্য ফিদা হয়ে থাকেন। কিন্তু বিবাহিত জীবনটা এমন না। ২৪ ঘণ্টা একসাথে থাকতে হয়, ভালো-মন্দ সকল বৈশিষ্ট্য, আচার-অভ্যাস জানাজানি হয়, সংকটময় মুহূর্তগুলোর সন্মুখীন হতে হয় এবং রাগ-ক্ষোভ ও জিদের সময়গুলোতে বিশেষভাবে চেনা-জানা হয়।

যার সামনে গেলে আপনার চোখের নীচের কালো দাগ ও পায়ের ফাটাগুলো ঢেকে রাখতে হয়, যার সামনে আপনি ঘর্মাক্ত শরীরে যেতে ইতঃস্ততবোধ করেন, শূন্য পকেট দেখে যার আচরণ বদলে যায়, যার মুখোমুখী হওয়ার আগে আয়নার সামনে সময় দিতে হয়, যার সাথে কথা বলার সময় তার রূক্ষ মেজাজের কারণে অনেক ভেবে-চিন্তে কথা বলতে হয়, তার সাথে—আর যাই হোক—হৃদয়ের লেনদেন চলতে পারে না, তার সাথে জীবনের খেয়া পার হওয়া যায় না। খেয়াল করে দেখুন, প্রেমিক-প্রেমিকারা ঠিক এই বিষয়গুলো নিয়ে কতোটা কনসার্ন থাকে! এজন্য বলি, বিবাহবহির্ভূত সম্পর্কে অকৃত্রিম ভালোবাসার সৌন্দর্য থাকে না। বিবাহবহির্ভূত সম্পর্কের কমিটমেন্টগুলোতে প্রাণ থাকে না। বিবাহবহির্ভূত সম্পর্কগুলো শো-অফে ভরপুর থাকে। এক ইউটোপিয়ান জগৎ!

আমার প্রিয় ভাই-বোনেরা, আপনারা এই বাস্তবতা উপলব্ধি করতে না পারলে জীবনে অনেক পস্তাবেন এবং হতাশার আগুনে দগ্ধ হবেন।

ইসলাম বিবাহবহির্ভূত প্রেম-ভালোবাসা নিষিদ্ধ করে অন্যায় করেনি, বরং আমাদের অদূরদর্শী আবেগে লাগাম পরিয়ে আমাদের উপকার করেছে। কাউকে দেখে ভালো লাগা মোটেও খারাপ কিছু নয়। খারাপ হলো, বিবাহবহির্ভূতভাবে এই অনুভূতিকে গ্লোরিফাই করে হৃদয়াবেগ আদান-প্রদান করা, কথা-বার্তা চালিয়ে যাওয়া, দেখা-সাক্ষাৎ করা, নির্জনে মিলিত হওয়া ইত্যাদি। অতএব, কাউকে ভালো লাগলে বা পছন্দ হলে প্রথমে তাকে জীবনসঙ্গী হিসেবে বিবেচনায় নিয়ে ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করুন। এরপর মনোভাব ইতিবাচক হলে পরিবারকে অবহিত করুন। বিয়ের প্রস্তাব দিন; বিয়ে করে ফেলুন।

02/06/2023

অনেক মা'জ'লুম (অ'ত্যা'চারের শিকার ব্যক্তি) নিজের দাপটের জায়গায় জা'লি'ম (অ'ত্যা'চারী) হয়ে যায়। যেমন: ঘরের বাইরে হয়তো সে জু'লু'মের শিকার হয়েছে, কিন্তু বাসায় এসে এর ঝালটা ওঠায় বউ-বাচ্চার উপর দিয়ে।

আবার অনেক মা'জ'লুম জু'লু'ম প্রতিহত করতে গিয়ে জা'লি'ম হয়। মানে, তাকে যদি কেউ ধাক্কা মারে, সে এর জবাব দেয় থাপ্পড় দিয়ে। সর্বোচ্চ সে সমপরিমাণে জবাব দেওয়ার অধিকার রাখে।

একজন ব্যক্তির মধ্যে আল্লাহর ভয়, সত্যনিষ্ঠা এবং বান্দার হকের ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকলে সহজেই নফসের আগ্রাসী আচরণ দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই, খুব সাবধান! সহজ কথা জেনে রাখুন, কোনো জা'লি'মে'র উপরও জু'লু'ম করা যাবে না। সর্বোচ্চ সমপরিমাণ শোধ নেওয়া যাবে। এর বেশি হলে আপনি ধরা খেয়ে যাবেন।

যখন অন্তর সংকুচিত হয়ে আসে, চারপাশ শূন্য হয়ে যায়, সবকিছু অন্ধকার লাগে, একাকিত্ব তীব্র হয়ে ওঠে, তখন হৃদয় থেকে শুধু আপনার রবের নাম স্মরণ করুন, দেখবেন ইনশাআল্লাহ ভালো ফিল করছেন।

দুশ্চিন্তা কোন স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, শুধু হতাশাই বৃদ্ধি করে। দুশ্চিন্তা ছাড়ুন, যিকর করুন। গুনাহ যখন বেড়ে যায়, যিকর কমে যায়, হতাশা তখন ডানা মেলতে শুরু করে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন :

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

“জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। " (১৩-সূরা রা'দ:আয়াত-২৮)

27/05/2023

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
‘‘দু'আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।’’
--(তিরমিজী, হাদীস : ২১৩৯)❣️❤️

26/05/2023

একটি গুরুত্বপূর্ণ হাদিস:

ধন-সম্পদ খরচ না করে সঞ্চয় করে রাখার ব্যাপারে কঠিন আ*জাবের ‘সুসংবাদ’ প্রদান করে কুরআনের আয়াত অবতীর্ণ হয়—

الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّهَبَ وَ الۡفِضَّۃَ وَ لَا یُنۡفِقُوۡنَهَا فِیۡ سَبِیۡلِ اللّٰهِ ۙ فَبَشِّرۡهُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ

‘‘যারা স্বর্ণ-রৌপ্য (ধন-সম্পদ) সঞ্চয় করে, আর তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি যন্ত্র*ণাদায়ক শা*স্তির সুসংবাদ দিন।’’ [সুরা তাওবা, আয়াত: ৩৪]

সাহাবি সাওবান (রা.) বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম বলেন, তাহলে আমরা কোন সম্পদ ধরে রাখবো ?

একথা শুনে উমর (রা.) বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে তোমাদের জানাবো।

অতঃপর তিনি তাঁর উটকে দ্রুত এগিয়ে নিয়ে রাসুলের সাথে সাক্ষাৎ করলেন। আমিও তাঁর পেছনে পেছনে গেলাম। তিনি বলেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা কোন ধরনের সম্পদ সঞ্চয় করবো ?’ নবী করীম (সা.) বলেন, ‘‘কৃতজ্ঞ অন্তর, যিকরকারী জিহবা এবং ঈমানদার স্ত্রী, যে তোমাকে আখিরাতের কাজে সহযোগিতা করবে।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ১৮৫৬; হাদিসটি সহিহ]

21/02/2023

যিকিরে সহজ ও মিযানের পাল্লায় ভারী🥀🤎

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللّٰهِ الْعَظِيْمِ
অনবাদঃ
আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।

উচ্চারণঃ সুব্‌হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্‌হানাল্লা-হিল ‘আযীম

বুখারী ৭/১৬৮, নং ৬৪০৪; মুসলিম ৪/২০৭২, নং ২৬৯৪

21/02/2023

"তোমরা ধৈর্য ধারণ কর.!!
আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন.!!
[সূরা আনফাল-৪৬]

16/02/2023

কী অদ্ভুত তাই না ?

আপ‌নি সারা রাত জে‌গে থা‌কেন ; কারণ ঘুম আ‌সে না!
আবার সে আপ‌নিই ফজর পড়‌তে পা‌রেন না ; কারণ আপনার ঘুম ভা‌ঙ্গে না।

ঘু‌মের সময় ঘুম না আসা যেমন রোগ। তেম‌নি ঘু‌মের কার‌ণে ফজর পড়‌তে না পারাও এক‌টি রোগ।
প্রথমটির জন‌্য পে‌রেশানী আ‌সে ত‌বে দ্বিতীয়‌টির জন‌্য কি পে‌রে‌শোনী আ‌সে ? পে‌রেশানী না আস‌লে বুঝ‌তে হ‌বে দিল ম‌রে গি‌য়ে‌ছে।

দ্রুত ভা‌লো ডাক্তার দেখান, দি‌লের যত্ন নিন।

বে‌শি‌বে‌শি পড়ুন,
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك
হে আল্লাহ! আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ’ইবাদাতে আমাকে সাহায্য করুন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamima Nasrin Rubi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category