
13/07/2025
# শুভ বিকাল।
আপনার সন্তানের ফলাফল খারাপ হয়েছে তাই নিয়ে হতাশ।শিক্ষকদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করছেন।কে ছুটির পরে কি করল,কে বাসায় কি রান্না করল? স্কুল টাইমের বাইরে কে ফেসবুকে ব্যস্ত এসব নিয়ে সমালোচনা করছেন।করেন সমস্যা নাই।কিন্ত একবার নিজেকে প্রশ্ন করেন আপনার বাচ্চা কার সাথে মিশছে,কোথায় যাচ্ছে,স্কুল থেকে ফেরার পর তার কাছে খবর নিয়েছেন আজ কি কি ক্লাস হলো? কোন স্যার কি পড়া দিলেন।রাতে কি সন্তানের পাশে বসে থেকে তার স্কুলের পড়া গুলো শিখিয়েছেন?গনিত-ইংরেজি বাড়ির কাজ গুলো করে দিয়েছেন?শিক্ষকদের দায়ী না করে একবার ভাবুন আপনার সন্তানের প্রতি আপনি কতটা দায়িত্বশীল? বিদ্যালয় পথ দেখায় আর বাবা মা পথ চলতে শেখায়।আগে বাবা -মা হয়ে উঠুন,সন্তানের প্রতি দায়িত্বশীল হউন দেখবে আপনার সন্তানের ফলাফল অটো ভালো হয়ে যাবে।স্কুলে আসেন,শিক্ষকদের সাথে কথা বলেন,আপনার সন্তানের সবল দুর্বল দিক সম্পর্কে জানুন, সন্তানের যত্ন নিন ফলাফল ঠিক হয়ে যাবে।তখন আর শিক্ষকদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে হবে না।