24/08/2024
কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদঃ
ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে!!!! ভাই মাফ কইরা দেন আমরারে, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন।"
মাফ কইরা দেন ভাই!!!!
★ এতো প্রমানের কি দরকার!
দুঃসময় থাকে না, থাকবে না।