Md Nazrul Islam

Md Nazrul Islam "নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।" [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ].

14/07/2025

Don Sumdany Facilitation is Hiring!! 📢
Position: 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿 – 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 / 𝗖𝗼𝗿𝗽𝗼𝗿𝗮𝘁𝗲 𝗦𝗮𝗹𝗲𝘀
Salary: BDT 45,000 – 50,000 + Attractive Profit Sharing
Weekly Holidays: 2 Days
Job Location: Banani, Dhaka
Application Deadline: Super Urgent‼️

𝐉𝐨𝐛 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬:
- Identify and pursue new business opportunities with corporate clients for “Corporate Training & HR Services”.
- Develop and execute strategic sales plans to achieve revenue targets.
- Build strong relationships with clients across corporate and government sectors.
- Represent the organization in meetings, presentations, and pitches.
- Collaborate with internal teams to deliver client-focused solutions.
- Track market trends, competitor activities, and customer feedback.
- Prepare regular reports on sales performance and pipeline development.

𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:
- Bachelor’s degree in Business Administration, Marketing, or any relevant field from a reputed university.

𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:
- Minimum 5 years of experience in high-end product sales, B2B business development, or government project handling.
- Prior experience in a Marketing Agency, Automobiles, Real Estate, or related sectors is preferred.
- Strong lead generation and client management skills.
- Excellent communication, negotiation, and presentation abilities.
- Proficiency in English is a must.

📩 Send your updated CV to: [email protected]

14/07/2025

We Are Hiring – For a Leading Furniture Industry!🪑🏭

🔶 Position: 𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿
💰 Salary: Competitive
📍 Location: Dhaka
📅 Deadline: Super Urgent‼️

We are looking for a seasoned professional currently working as a Factory/Production Manager, with strong hands-on experience in furniture manufacturing operations.

𝐊𝐞𝐲 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬:
✔ Oversee day-to-day factory operations.
✔ Ensure timely production with quality assurance.
✔ Manage production teams and workflow efficiency.
✔ Maintain machinery and inventory planning.
✔ Coordinate with design and supply chain teams.

𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:
- Bachelor’s degree in Industrial Engineering, Mechanical Engineering, or related field.
- Minimum 8+ years of experience in a leading furniture industry.
- Proven experience in managing a furniture production unit.
- Strong leadership, planning, and problem-solving skills.
- Excellent understanding of factory operations and product quality.

📩 Send your CV to: [email protected]

ITP মৌখিক পরীক্ষা।দায়িত্বপ্রাপ্ত কর অঞ্চল ও প্রার্থীর রোল সীমা।
10/07/2025

ITP মৌখিক পরীক্ষা।

দায়িত্বপ্রাপ্ত কর অঞ্চল ও প্রার্থীর রোল সীমা।

নিয়োগ বিজ্ঞপ্তি! ‎‎জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা‎‎আবেদন শুরু: ০১/০৭/২০২৫‎আবেদনের শেষ তারিখ: ৩১/০৭/২০২৫‎‎আবেদন লিংক: http...
08/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!

‎জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা

‎আবেদন শুরু: ০১/০৭/২০২৫
‎আবেদনের শেষ তারিখ: ৩১/০৭/২০২৫

‎আবেদন লিংক: http://dcdhaka.teletalk.com.bd/

 #ঢাকা_বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়ান তাঁরা—উপমা কবির, শৈলী কবির ও মিত্রা কবির। তাঁদের শিকড় এই ...
27/06/2025

#ঢাকা_বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়ান তাঁরা—উপমা কবির, শৈলী কবির ও মিত্রা কবির।

তাঁদের শিকড় এই বিশ্ববিদ্যালয়েই, আর সেই শিকড় ছড়িয়ে রয়েছে পরিবারজুড়ে। বাবা আহমদ কবির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, মা নিলুফার বেগম ছিলেন ঢাকা সিটি কলেজের সাহিত্যের অধ্যাপক। ছোটবেলা থেকেই তাঁদের ঘর ছিল মুক্তচিন্তা আর আলোচনার আঙিনা—যেখানে শিক্ষাবিদদের উপস্থিতি আর বিদ্যার জোয়ারে গড়ে উঠেছে তাদের মনন।

তিন বোনই পছন্দ করলেন বিজ্ঞান, যদিও বাবা-মা দুজনই ছিলেন সাহিত্যের মানুষ। তবু কোনো বাধা ছিল না। বরং ছিল অনুপ্রেরণা। একজন ভাবতেন, বিজ্ঞানেই ভবিষ্যৎ, আরেকজনের মতে, আধুনিক যুগের শিক্ষায় আধুনিক বিষয়ের প্রয়োজন। এভাবেই সাহিত্যের ঘর থেকেই জন্ম নিল তিনজন প্রকৌশল মন। মিত্রা কবির ছিলেন ছায়ানটের শিল্পীও; গান আর গণিত, দুইয়ের প্রতি ভালোবাসা তাঁকে গড়ে তুলেছে বহুমাত্রিকতায়।

তিন বোনই সুযোগ পেয়েছিলেন মেডিকেল বা বুয়েটের মতো জায়গায় পড়ার, কিন্তু তাঁরা বেছে নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এই ক্যাম্পাসের উদার আবহাওয়া, মুক্ত চিন্তা আর বড় হওয়ার অনুভব তাঁদের আকর্ষণ করেছিল সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় যেন শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং দৃষ্টিভঙ্গির প্রশস্ত এক প্রাঙ্গণ।

তিনজনই নারী প্রকৌশল শিক্ষার্থী হিসেবে কখনো তেমন বাধার সম্মুখীন হননি। তাঁদের পরিবারে কখনো এই প্রশ্ন তোলা হয়নি—“প্রকৌশলে কেন পড়বে?” বরং ছিল বিশ্বাস আর স্বাধীনতার পরিবেশ। রাতে রিকশায় ঘোরা, গলা ছেড়ে গান গাওয়া, বন্ধুদের আনাগোনা—সবই ছিল স্বাভাবিক। এমন স্বাধীনতাই জন্ম দিয়েছে সাহসী সিদ্ধান্তের।

তাঁদের শিক্ষকতার পথ সব সময় একসঙ্গে হয়নি। কেউ না কেউ উচ্চশিক্ষার জন্য ছিলেন দেশের বাইরে। তবু একদিন, শিক্ষক সমিতির নির্বাচনে, একসঙ্গে ছয়জন—তিন বোন, তাঁদের বাবা ও দুজন স্বামী—ভোট দিতে গিয়েছিলেন। সেটি হয়ে উঠেছিল তাঁদের পরিবারের এক গর্বের মুহূর্ত।

এই পরিবারের পরবর্তী প্রজন্মও কি একই পথ ধরে হাঁটবে? প্রশ্নটির উত্তরে উত্তর পাওয়া যায় মূল্যবোধের গভীরতায়। শিক্ষকতা তাঁদের কাছে শুধু একটি পেশা নয়, বরং জাতি গঠনের দায়িত্ব। তাই নতুনদের উদ্দেশে তাঁদের প্রত্যাশা—যোগ্যতার ভিত্তিতে গড়ে উঠুক এমন একটি সম্মানজনক জায়গা।

সবশেষে, এই গল্পের মূলে রয়েছে পরিবার—যেখানে মা-বাবা ছিলেন কেবল অভিভাবক নন, ছিলেন সন্তানদের বন্ধু। সেই বন্ধুত্ব আর ভালোবাসার জায়গা থেকেই জন্ম নিয়েছে আত্মবিশ্বাস, এবং সেই আত্মবিশ্বাসই তিন বোনকে দাঁড় করিয়েছে আজকের এই উচ্চতায়।
©

12/06/2025

We're Hiring! Join the Future of Innovation at Onchain Software & Research Limited

We're expanding our dynamic team and looking for a passionate, talented Senior Executive Assistant.
Position: Senior executive Assistant
Company: Onchain Software and Research Limited
Location: Hybrid Framework with Universal Deployment
Employment Type: Full-Time
Employment Level: Mid-Level
Salary: (80,000 BDT -120,000 BDT) Per Month ( Depending on profile and experience)
Job Summary:
Onchain Software and Research Limited is seeking a highly organized and proactive Senior Executive Assistant to support our Vice President of International Affairs. This role requires a professional with exceptional organizational skills, discretion, and the ability to manage multiple tasks efficiently in a dynamic environment. The ideal candidate will have a strong background in administrative support, financial oversight, compliance, and international coordination.
Apply: https://docs.google.com/.../1FAIpQLSe3Rg1Yq8N.../viewform...

AWC🖤
09/05/2025

AWC🖤

Alhamdulillah, we've been blessed to witness another sacred Friday — the best day of the week in the eyes of Allah.The P...
11/04/2025

Alhamdulillah, we've been blessed to witness another sacred Friday — the best day of the week in the eyes of Allah.

The Prophet Muhammad (ﷺ) said:
"The best day on which the sun has risen is Friday..." (Sahih Muslim)

09/04/2025

সু-সময়ের জন্যে দুঃসময়কে সহ্য করতে হবে।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙
30/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙

22/08/2024

কুমিল্লার বুড়িচংয়ে গোমতির বাঁধ ও চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর বাঁধ ভেঙ্গে গেছে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nazrul Islam:

Share