Mind & Motion

Mind & Motion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mind & Motion, Digital creator, Cumilla.

Mind & Motion
শরীর ও মনের সুষম বিকাশে আপনার বিশ্বস্ত সঙ্গী। আপনার মনের প্রশান্তি এবং শরীরের গতিশীলতার মাঝেই লুকিয়ে আছে আপনার আসল শক্তি—আমরা তা খুঁজে পেতে সাহায্য করি।
চিন্তা করুন, অনুভব করুন, এগিয়ে চলুন—Mind & Motion-এর সঙ্গে।

হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায়, সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্ব...
08/09/2025

হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায়, সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।

সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোট কেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে প্রদান করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।

মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)
ভিপি পদপ্রার্থী
ব্যালট নং: ২২

#ঐক্যবদ্ধশিক্ষার্থীজোট


”বাইশ-চার-চৌদ্দ
অ-প্রতিরোধ্য”

#ডাকসু


06/09/2025
🌙✨ পবিত্র হজ্জ্ব ২০২৬ (১৪৪৭ হিজরী) ✨🌙হজ্জ্ব এমন একটি ইবাদত যেখানে প্রয়োজন হয় স্বচ্ছতা, নিরাপত্তা ও নিশ্চয়তা। এজন্যই সরকা...
05/09/2025

🌙✨ পবিত্র হজ্জ্ব ২০২৬ (১৪৪৭ হিজরী) ✨🌙

হজ্জ্ব এমন একটি ইবাদত যেখানে প্রয়োজন হয় স্বচ্ছতা, নিরাপত্তা ও নিশ্চয়তা। এজন্যই সরকারি ব্যবস্থাপনায় হজ্জ্ব এখন সবার কাছে সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।

---

কেন সরকারি হজ্জ্ব ব্যবস্থাপনা বেছে নেবেন?

✅ আর্থিক নিশ্চয়তা

টাকা জমা হবে আপনার নিজের নামে

অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে আপনার নিজের হিসাবেই

কোনো প্রকার প্রতারণা বা দালালের ঝুঁকি নেই

✅ থাকার ব্যবস্থা

মক্কা-মদিনায় উন্নত মানের হোটেল

নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ

✅ খাবারের নিশ্চয়তা

নির্ধারিত মান অনুযায়ী প্রতিদিন খাবার

রুম পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা

✅ সরকারি তত্ত্বাবধান

আবাসন, মুয়াল্লিম ও মিনার তাঁবু সব সরকারি ব্যবস্থাপনায়

মানসিক শান্তি ও নিশ্চিন্ত পরিবেশ

✅ সেবা ও সহযোগিতা

বাংলাদেশ হজ্জ্ব মিশন থেকে সরাসরি সেবা

প্রতিটি হাজীর জন্য আলাদা সহায়তা ব্যবস্থা

---

সরকারি ব্যবস্থাপনার সবচেয়ে বড় সুবিধা:

🔹 মধ্যস্বত্বভোগীর ঝামেলা নেই
🔹 প্রতারণার ভয় নেই
🔹 শেষ মুহূর্তেও টাকা ফেরতের নিশ্চয়তা
🔹 নিরাপদ, স্বচ্ছ ও সম্মানজনক হজ্জ্ব

---

🕋 হজ্জ্ব করুন সরকারি ব্যবস্থাপনায় —
নিরাপদে, শান্তিতে, নিশ্চিন্তে।

📌 বিস্তারিত জানতে:
👉 স্থানীয় ইসলামী ফাউন্ডেশন অফিস
👉 ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট: www.hajj.gov.bd

📞 যোগাযোগ: 01818283132
📍 চাঁদপুর জেলা কার্যালয় (প্রাক-নিবন্ধনের জন্য)

One Stop Service is an online platform integrating relevant Government agencies for providing efficient and transparent services to domestic and foreign investors

আমি জানি না এটা দেখে সবাই রেগে যাচ্ছে কেন। আমরা তো সবসময়ই চেয়েছিলাম, দেশের সরকার একদম জনগণের কাতারে নেমে আসবে। দেখেন, সে...
30/08/2025

আমি জানি না এটা দেখে সবাই রেগে যাচ্ছে কেন। আমরা তো সবসময়ই চেয়েছিলাম, দেশের সরকার একদম জনগণের কাতারে নেমে আসবে। দেখেন, সেটাই হচ্ছে।

এখন জনগণও নিন্দা জানায়, সরকারও নিন্দা জানায়। সরকারও প্রতিবাদ করে, জনগণও প্রতিবাদ করে। জনগণও বিচার চায়, সরকারও বিচার চায়। কার কাছে চায়, সেইটা জানি না।

আমার মনে হয় খুব শীঘ্রই সরকারের সবাই লাইন ধরে দাঁড়ায় আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলবেঃ

"আল্লাহ তোমার কাছে বিচার দিলাম... আরেহ শালারপুতেরা মোনাজাত ধর!"

Dear me,I hope one day you will have a different life, more beautiful, and more peaceful .I really hope you will live a ...
10/08/2025

Dear me,

I hope one day you will have a different life, more beautiful, and more peaceful .

I really hope you will live a better life.

02/08/2025

জাতিসংঘের যে কোন প্রতিবেদন পৃথিবীর শক্তিশালী মোড়লদের স্বার্থ ছাড়া ছোট ছোট দেশগুলোর নির্যাতিত অসহায় গণমানুষের হৃদয়ের স্পন্দন কখনও প্রতিফলিত হয় না।

02/08/2025

বাংলাদেশ খেলাফত মজলিস, কচুয়া উপজেলা কতৃক আয়োজিত আজকের এই বিশাল জনসেবায় উপস্থিত "আল্লামা মামুনুল হক" সাহেব!

01/08/2025

চলুন ঘুমানোর আগে একটু ইস্তেগফার পাঠ করি।

আস্তাগফিরুল্লাহ- হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হা'ইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা -হাওলা ওয়ালা কুয়্যুাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম🤲

৩ টি নয়, ৫ টি ব্লক।আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্য...
31/07/2025

৩ টি নয়, ৫ টি ব্লক।

আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন,
"আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।"

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

হে আল্লাহ! এই দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও। আমিন ইয়া রব

18/07/2025

যারা ধর্ম এবং রাজনীতিকে আলাদা মনে করে
তারা ধর্মও বোঝে না রাজনীতিও বোঝে না।
তাদের এই না বোঝাটাকে বোঝতে আইনস্টাইন হওয়া লাগবে না শুধু মাত্র তাদের ধর্মপালনের পদ্ধতিটাই প্রমাণ।
ধর্মীয় রাজনৈতিক দলকে যারা ধর্ম ব্যাবসায়ী বলে তারা মূলত নিজেদের অনৈতিক উপার্জনের ব্যাবসাকে ঠেকিয়ে রাখার জন্যেই এমনটি বলে।
আরবীতে একটা কথা আছে "প্রত্যেক ব্যক্তি অন্যকে নিজের উপর অনুমান করে" অর্থাৎ ব্যক্তি নিজে যখন রাজনীতিকে উপার্জনের মাধ্যম তথা ব্যাবসায় হিসেবে নেয়
তখন শুধু "রাজনীতি" শব্দ যুক্ত থাকার ফলে ধর্মীয় রাজনৈতিকদেরকেও ধর্ম ব্যাবসায়ী মনে করে, মানে তার মতে এরাও তাদের মতো করে রাজনীতিকে হাতিয়ার বানিয়ে উপার্জনের মাধ্যম তথা ব্যাবসায় হিসেবে নিয়েছে!
অথচ তারা এটা জানে না যে ধর্মীয় রাজনৈতিকগণ নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যায় করে আল্লাহর সন্তুষ্টির জন্যে ইসলামী আন্দোলন তথা রাজনীতি করে।
fans

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Mind & Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mind & Motion:

Share