Mind & Motion

Mind & Motion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mind & Motion, Digital creator, Cumilla.

Mind & Motion
শরীর ও মনের সুষম বিকাশে আপনার বিশ্বস্ত সঙ্গী। আপনার মনের প্রশান্তি এবং শরীরের গতিশীলতার মাঝেই লুকিয়ে আছে আপনার আসল শক্তি—আমরা তা খুঁজে পেতে সাহায্য করি।
চিন্তা করুন, অনুভব করুন, এগিয়ে চলুন—Mind & Motion-এর সঙ্গে।

02/11/2025

আপনারা দেখেছেন ইউএনও গোল্ডকাপের ১ ম সেমিফাইনাল বিতারা বনাম পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ।
ট্রাইবেকারে বিতারা ইউনিয়ন -5 পশ্চিম সহদেবপুর ইউনিয়ন-3

02/11/2025

আপনারা দেখেছেন ইউএনও গোল্ডকাপের ১ ম সেমিফাইনাল বিতারা বনাম পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ। বিতারা ইউনিয়ন -০ পশ্চিম সহদেবপুর ইউনিয়ন-০

09/10/2025
01/10/2025

কেউ আপনার অকল্যাণ চায় সেটা বুঝতে পেরেও তার সাথে হাসিমুখে কথা বলা, তার। বিপদে এগিয়ে যাওয়া, তার সাথে সম্পর্ক রক্ষা করে চলা-এসব খুব উঁচু স্তরের ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার খুব সালেহিন বান্দা না হলে ধৈর্যের এমন স্তরে পৌঁছানো যায় না।

- আরিফ আজাদ

শুভ রাত্রি 🌌
22/09/2025

শুভ রাত্রি 🌌

খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, হাজারও আলেমের উস্তাজ, জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা...
14/09/2025

খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, হাজারও আলেমের উস্তাজ, জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা মুফতি আহমদুল্লাহ (রহ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফতি আহমাদুল্লাহ (রহ) তিনি কুরআন ও সুন্নাহর দিকে, সত্য ও সুন্দরের পথে মানুষকে আহ্বান করেছেন। তালিবুল ইলমদের তিনি কিতাবি শিক্ষাই দেননি শুধু, বনেছিলেন অনুকরণীয় এক আদর্শে। তাঁর অনন্য আখলাক, প্রজ্ঞা ও গভীর ইলমের কারণে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্ব।

মুফতি আহমদুল্লাহ (রহ)-এর ইন্তেকালে ইলমে ইসলামীর জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, শিষ্য, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে আরজি, তিনি যেন তাঁর বান্দাকে কবুল করেন, নসীব করেন জান্নাতুল ফিরদাউস। আমিন।

জাকসু, আনুষ্ঠানিক ফলাফল :ভিপিসহ ৩ পদে স্বতন্ত্র, জিএস, এজিএসসহ ২০ পদে ছাত্রশিবির প্যানেল এবং ২ পদে বাগছাস প্যানেলের প্রা...
13/09/2025

জাকসু, আনুষ্ঠানিক ফলাফল :

ভিপিসহ ৩ পদে স্বতন্ত্র, জিএস, এজিএসসহ ২০ পদে ছাত্রশিবির প্যানেল এবং ২ পদে বাগছাস প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র প্যানেল)
২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩. এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪. এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)
৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬. পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮. সাংস্কৃতিক সম্পাদক- শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)
৯. সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০. নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১. ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২. সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩. সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪. তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫. সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (বাগছাস)
১৬. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮. স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯. পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

কার্যকরী সদস্য--- (৬ পদ)
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মোহাম্মদ আলী চিশতী (বাগছাস প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

11/09/2025

জিতলে অর্জন আর হারলে বর্জন। আছে শুধু টেবিল থাপড়ানো গর্জন।
ঝগড়ায় না পারলে থুতু দিয়ে দৌড় দেয়ার মতো অবস্থা।

এই সাংবাদিক হয়তো জানেন না যে, জাবিতে মেয়েদের হলে অপরিচিত কেউ প্রবেশ করলে ঘণ্টা বাজিয়ে মেয়েদের সতর্ক করা হয়। এই নিয়ম অনেক...
11/09/2025

এই সাংবাদিক হয়তো জানেন না যে, জাবিতে মেয়েদের হলে অপরিচিত কেউ প্রবেশ করলে ঘণ্টা বাজিয়ে মেয়েদের সতর্ক করা হয়। এই নিয়ম অনেক আগে থেকেই জাবির মেয়েদের হলে চলে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি সেই হলের প্রোভোস্ট, শিক্ষার্থী নন। কেউ হিজাব-নেকাব বা টুপি পরলে তাকে ভিলেন* বানানোর চেষ্টা বাংলাদেশের মিডিয়ার পুরোনো অভ্যাস। আমার একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। জাল ভোট নিয়ে আমার কোনো কথা নেই। সেটা এর সঙ্গে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। তবে ইসলাম নিয়ে দেশের মিডিয়া ফ্রেমিংয়ের খুব বাজে অবস্থা আগেও ছিল, এখনো দেখছি।

সাদিক,ফরহাদ,মহিউদ্দিন ❤️তোমাদের ‘রাজকার’ ট্যাগই ছাত্রশিবিরের আকাশ সমান জনপ্রিয়তার অন্যতম কারণ।👌
10/09/2025

সাদিক,ফরহাদ,মহিউদ্দিন ❤️
তোমাদের ‘রাজকার’ ট্যাগই ছাত্রশিবিরের আকাশ সমান জনপ্রিয়তার অন্যতম কারণ।👌

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Mind & Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mind & Motion:

Share