Ashiq&Dina’s Family

Ashiq&Dina’s Family Assalamu walaikum.I’m Ahmed Dina and my husband Ashiq Ahmed. We find the beauty from every day life.

09/08/2025
বলোন তো এখানে কিসের আয়োজন তলছে…?শুভ বিকেল 😊 ゚viralシ
06/08/2025

বলোন তো এখানে কিসের আয়োজন তলছে…?
শুভ বিকেল 😊

゚viralシ

হিংসাচুপচাপ জন্ম নেয়,বন্ধুর মুখের প্রশংসায়,আত্মীয়র সাফল্যে,অপরিচিতের সুখে।এটা চিৎকার করে না,তবে হৃদয় নিঃশেষ করে দেয় নিঃশ...
04/08/2025

হিংসা
চুপচাপ জন্ম নেয়,
বন্ধুর মুখের প্রশংসায়,
আত্মীয়র সাফল্যে,
অপরিচিতের সুখে।

এটা চিৎকার করে না,
তবে হৃদয় নিঃশেষ করে দেয় নিঃশব্দে।
তুমি বুঝতেও পারো না,
কখন সে তোমার হাসির পেছনে বিষ মিশিয়ে দেয়।

হিংসা কখনো তোমার শত্রু হয় না—
সে হয় তোমার ছায়া।
চাইলেও ফেলা যায় না,
দেখলেও অস্বীকার করা যায় না।

তাই আগুন ছুঁয়ে নয়,
আলো ছড়িয়ে বাঁচো।
কারণ অন্যের আলো নিভিয়ে
কেউ কখনো নিজের অন্ধকার দূর করতে পারে না।
সংগৃহীত



শুভ রাত্রি  ゚viralシ
03/08/2025

শুভ রাত্রি

゚viralシ

Sunday special খানা পিনা….  ডাল ভর্তা, দেশি চিংড়ি দিয়ে লাউ, গরুর পায়য়া , সালাদ ও আমের আচার 🥰আলহামদুলিল্লাহ!  ゚viralシfy...
03/08/2025

Sunday special খানা পিনা….
ডাল ভর্তা, দেশি চিংড়ি দিয়ে লাউ, গরুর পায়য়া , সালাদ ও আমের আচার 🥰
আলহামদুলিল্লাহ!

゚viralシfypシ゚

01/08/2025

বৃষ্টির অপর নাম খিচুড়ি , তাই আমি বলি কি বৃষ্টিখিচুড়ি 😂নাম টা সুন্দর না । ゚viralシfypシ゚

জাপানিজ বান্ধবীর দেয়া ওর গাছের তরমুজ । ゚viralシfypシ゚
27/07/2025

জাপানিজ বান্ধবীর দেয়া ওর গাছের তরমুজ ।

゚viralシfypシ゚

শৌভিক: একটি কঙ্কালের কান্না, একটি শহরের শিক্ষাতখন ১৯৯৮ সাল।মাত্র পাঁচ বছর বয়সের শৌভিক গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয় কলকাতার...
27/07/2025

শৌভিক: একটি কঙ্কালের কান্না, একটি শহরের শিক্ষা

তখন ১৯৯৮ সাল।

মাত্র পাঁচ বছর বয়সের শৌভিক গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয় কলকাতার SSKM হাসপাতালে। বাড়ি ছিল আসানসোলে। ৩০ সেপ্টেম্বর তারিখে চিকিৎসার জন্য বাবা মনিময়বাবুর সঙ্গে কলকাতায় আসে সে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর একদিন শৌভিক আবদার করে,

"আমি আর আসানসোলে ফিরবো না, আমি এই শহর কলকাতাতেই থাকবো!"

শিশুটির সেই আবেগমিশ্রিত ইচ্ছা হয়তো বাবা মনিময় বুঝতে পারেননি তখন। কিন্তু কয়েকদিন পরই ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা।

২৯ অক্টোবর, ডাক্তাররা জানালেন, শৌভিকের খুব দ্রুত রক্তের দরকার। মনিময়বাবু একজন পরিচিত জুনিয়র ডাক্তারকে সঙ্গে নিয়ে কলকাতার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ালেন…

কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না।

রক্তের অভাব নয়, দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাই শেষ পর্যন্ত স্তব্ধ করে দিলো পাঁচ বছরের শৌভিকের হৃদস্পন্দন।

অসহনীয় শোকেও মনিময়বাবু ভেঙে পড়লেন না।

বরং সমাজের অমানবিকতা ও অব্যবস্থার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ করলেন তিনি।

তিনি তার সন্তানের মৃতদেহ দান করলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে।

শৌভিকের ইচ্ছাই যেন পূরণ হলো — সে সত্যিই আর আসানসোলে ফিরে গেল না।

আজও কলকাতায় আছে সে।

নীলরতনের অ্যানাটমি লেকচার রুমে কাঁচের বাক্সে সংরক্ষিত হয়ে আছে তার কঙ্কাল —

একটি মূর্ত বার্তা হয়ে অমানবিকতার বিরুদ্ধে।

🧠 শিক্ষা:

আমরা কত সহজেই সব কিছু "সিস্টেমের ব্যর্থতা" বলে পাশ কাটিয়ে যাই।

কিন্তু সেই ব্যর্থতার শিকার হয়ে যারা নিঃশব্দে চলে যায়, তারা চিরকাল প্রশ্ন ছুঁড়ে যায় আমাদের বিবেকের মুখে।

আজও শৌভিক যেন কাঁচের ভেতর থেকে বলে—আপনারা আর কাউকে এমনভাবে চলে যেতে দিয়েন না।"
সংগৃহীত ।

আপনার একটি শেয়ার হতে পারে কারো চোখ খুলে দেওয়ার চাবিকাঠি ।
ধন‍্যবাদ ।

゚viralシ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashiq&Dina’s Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiq&Dina’s Family:

Share