
20/08/2025
*. ****বর্তমানে আমার কাছে ইনবক্সে সবচেয়ে বেশি যেবিষয়ে প্রশ্ন আসে সেটা হলো পাসপোর্ট রিনিউল সংক্রান্ত। আমি সাধ্যমত চেষ্টা করি রিপ্লাই দিতে কি ব্যস্ততার কারণে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাই আপনাদের প্রশ্ন গুলোর উত্তর পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো।*
*শেয়ার করে দিন আপনার জন্য আরও ১০ জন উপকৃত হবে*
***যারা ইতিমধ্যে পাসপোর্ট রিনিউ করার জন্য অনলাইনে এপ্লাই করেছেন তারা ফিঙ্গার পিন্ট দেওয়ার সময় অবশ্যই নিম্নোক্ত জিনিস গুলো নিয়ে যাবেন।
১. বর্তমান পাসপোর্ট
২. পাসপোর্ট এর কপি
৩. পারমিট কপি
৪. জাতীয় পরিচয় পত্রের কপি বা জন্ম নিবন্ধন কপি।
৫. সামারি পেজ ও ফরম এর কপি।
***এছাড়া যারা অনলাইনে এপ্লাই ছাড়াই সরাসরি ফিঙ্গার পিন্ট দেওয়ার জন্য যাবেন তারা অবশ্যই নিম্নোক্ত জিনিস গুলো নিয়ে যাবেন
১. বর্তমান পাসপোর্ট
২. পাসপোর্ট এর কপি
৩. পারমিট কপি
৪. জাতীয় পরিচয় পত্রের কপি বা জন্ম নিবন্ধন কপি।
***এছাড়া হাই কমিশনে ব্যাংক কার্ড বা নেটস কার্ড ছাড়া পেমেন্ট নেয় না। সুতরাং অবশ্যই ব্যাংক কার্ড নিয়ে যাবেন।
Regular $193
Express $270
যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করবেন তারা অবশ্যই চেক করে দেখে নিবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আপডেট দেওয়া আছে কিনা, এবং পাসপোর্টের সাথে মিলে আছে কিনা।
***যদি আপডেট এবং মিল না থাকে তবে চেষ্টা করবেন ইউনিয়ন পরিষদ থেকে ঠিক করে নিতে। অবশ্য বাংলাদেশ হাইকমিশনেও জন্ম নিবন্ধন অনলাইনে আপডেট থাকে এবং মিল না থাকে তাহলে জন্ম নিবন্ধন সংশোধন করে দেয়। তবে বর্তমানে যেহেতু প্রচুর ভীর তাই আপনারা চেষ্টা করবেন সংশোধন করে নিয়ে না যেতে। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আপডেট না থাকে এবং আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্ট মিল না থাকে তাহলে কিন্তু আপনি ই -পাসপোর্ট করতে পারবেন না। তবে MRP পাসপোর্ট করতে পারবেন।
***অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনলাইন এপ্লাই করেছি এখন যে কোন দিন গেলেই হবে নাকি? আমি যতটুকু জেনেছি আপনাদের কে পরিবর্তন করে যে তারিখ দিয়েছে সেই তারিখে যেতে হবে এখন গেলে হবে না।যদি জান তাহলে অনলাইনের আবেদন ক্যানসেল করে তারপর যেতে হবে।
এখন প্রতিদিন প্রায় ৬০০/৭০০ লোক হয় তাই যতো সকালে যাবেন ততই আপনার জন্য ভালো হবে।
**শেয়ার করে দিন আপনার জন্য আরও ১০ জন উপকৃত হবে
_ধন্যবাদ_।