20/06/2025
ইগো (Ego) বা অহংকার মূলত আত্ম-অহমবোধ বা নিজের গুরুত্ব ও আত্মমর্যাদার একটি মানসিক দিক। আপনি কাছের মানুষের সাথে ইগো দেখাচ্ছেন?দেখান দিন শেষে একদিন আপনার এই ইগোর কারনে আপনি ধ্বংস হবেন।আপনি যাদের সাথে আজ ইগো দেখাচ্ছেন বিপদ আপদে এই মানুষগুলোই আসবে তখন আপনার ইগো কোথায় থাকবে? অতিরিক্ত "ইগো" মানুষের আচরণ, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
ইগোওয়ালা মানুষদের কাছে কেউ একটু কিছু বললেই অপমানবোধ হয়। আত্মকেন্দ্রিকতা বা অহংকারের কারণে কাছের মানুষগুলো দূরে চলে যেতে বাধ্য হয়।ইগো একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু অতিরিক্ত হলে তা মানুষের উন্নতি ও শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি খুব কাছ থেকে দেখিছি ইগো কারনে ফ্যামিলি,বন্ধুত্ব, দাম্পত্য এবং আশেপাশে মানুষদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে। ইগোর কারনে নিজের কথা ও স্বার্থই মুখ্য মনে করে। ইগোতে ভোগা মানুষ অন্যের সমস্যাকে গুরুত্ব দেয় না বা সহানুভূতি দেখাতে ও পারে না। ইগোর কারনে নিজের মধ্যেই দ্বন্দ্ব চলতে থাকে: "আমি ঠিক, কিন্তু সবাই আমাকে ভুল বুঝছে।
ইগো দিনশেষে বা শেষপর্যন্ত তা মানুষকে একা, ক্লান্ত এবং হতাশ করে ফেলে।ইগোর কারনে দিনশেষে হারাতে হয় অর্জন বা পাওয়া বলতে কিছু হয়না।🔥