Nwes Protidin

Nwes Protidin A+

এক নজরে দেখে নিন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি
04/07/2024

এক নজরে দেখে নিন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

04/12/2023

কর্মক্ষেত্রে সফল হতে কে না চাই আমরা
কিন্তু সফলতার পথ সহজ নয়। এর জন্য প্রয়োজন পরিশ্রম, দক্ষতা এবং কিছু বিশেষ গুণাবলী
কর্মক্ষেত্রে সফলতার জন্য যে গুণাবলীগুলি গুরুত্বপূর্ণ তা হল:
✅দক্ষতা: কর্মক্ষেত্রে সফল হতে হলে অবশ্যই আপনার কাজের দক্ষতা থাকতে হবে। আপনি যে কাজটি করছেন, সেটিতে আপনি যত বেশি দক্ষ হবেন, তত বেশি ভালো ফল পাবেন
✅পরিশ্রম: সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য। যে কাজই করুন না কেন, তাতে মনোযোগ দিয়ে পরিশ্রম করুন
✅দায়িত্ববোধ: কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ থাকতে হবে। আপনার উপর যে কাজ দেওয়া হয়, তা সঠিকভাবে ও সময়মতো সম্পন্ন করতে হবে
✅আত্মবিশ্বাস: আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ গুণ। কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে আপনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন
✅যোগাযোগ দক্ষতা: কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং কাজের বিষয়ে স্পষ্টভাবে যোগাযোগ করতে পারার দক্ষতা থাকতে হবে
✅দলগত কাজের দক্ষতা: কর্মক্ষেত্রে অনেক সময় দলগতভাবে কাজ করতে হয়। দলগত কাজের দক্ষতা থাকলে আপনি সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন এবং ভালো ফল অর্জন করতে পারবেন
✅সৃজনশীলতা: কর্মক্ষেত্রে সৃজনশীলতা একটি গুরুত্বপূর্ণ গুণ। নতুন কিছু করার চেষ্টা করুন এবং সমস্যার সমাধানের জন্য নতুন উপায় খুঁজে বের করুন
✅নেতৃত্বগুণ: কর্মক্ষেত্রে নেতৃত্বগুণ থাকলে আপনি সহকর্মীদের নেতৃত্ব দিতে পারবেন এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারবেন

সকাল বেলাই ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধ...
02/12/2023

সকাল বেলাই ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।

আরো পড়ুন> ভূমিকম্পের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত। ভূমিকম্প মহান আল্লাহর একটি নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ বান্দাদের স্মরণ করিয়ে দেন তার শক্তি ও ক্ষমতার কথা, তাদের ‍দুর্বলতা, হীনতা ও মুখাপেক্ষিতার কথা। রাসূল (সা.) তার উম্মতকে যেকোনো দুর্যোগের সময়।

এবং বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন।রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা।

ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়। এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন। উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন। অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]।

Address

Bangora
Cumilla
3543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nwes Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share