Mr. Nasir

Mr. Nasir welcome to my official page

26/07/2025

এখন বিয়ার দাওয়াতে যাইতেও শ-র-ম লাগে..গিয়া দেখি জামাই-বউ দুইটা-ই বয়সে আমার ছোট🙂

26/07/2025

এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।

মুখ বন্ধ করবেন? প্লাকার্ড নিষিদ্ধ করবেন? শরীরে নাম লিখে নিয়ে গেলে সেটাও পানি দিয়ে ক্লিন করবেন? করেন! মুখ কী বন্ধ করা যায়...
24/07/2025

মুখ বন্ধ করবেন? প্লাকার্ড নিষিদ্ধ করবেন? শরীরে নাম লিখে নিয়ে গেলে সেটাও পানি দিয়ে ক্লিন করবেন? করেন! মুখ কী বন্ধ করা যায়?

এই দেশের ক্রিকেটের মহিরুতে ফিরতে হলে নামটা আসবে! আসতেই হবে!

২০২৭ বিশ্বকাপে খেলার আগ্রহ দেখালেও সাকিব আল হাসানকে নিয়ে স্পষ্ট অবস্থানে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রাজনৈতিক সং...
22/07/2025

২০২৭ বিশ্বকাপে খেলার আগ্রহ দেখালেও সাকিব আল হাসানকে নিয়ে স্পষ্ট অবস্থানে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাজনৈতিক সংশ্লিষ্টতা, চলমান মামলা ও সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় তাকে অ্যাওয়ে ম্যাচেও রাখার বিষয়ে অনীহা দেখাচ্ছে বোর্ড। ফলে জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা হয়ে পড়েছে অত্যন্ত ক্ষীণ।

বিসিবি এখনও নিশ্চিত নয়, তার বর্তমান রাজনৈতিক অবস্থান তাকে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে দেবে কিনা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।

সব মিলিয়ে দেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন হলেও, সাকিবের জাতীয় দলে ফেরাটা এখন সময়ের অপেক্ষা নয়—বরং বড় অনিশ্চয়তা।

22/07/2025

আপনার এখন আছে, আপনি বুঝবেন নাহ, থাকতে কয়জন বুঝে হারিয়ে গেলে সবাই খোঁজে 🙂🖤

জিতলে তালি আর হারলে গালি; হ ভাই আমরাই বাঙ্গালি সময়োপযোগী প্ল্যাকার্ড নিয়ে মিরপুরে দুই দর্শক
22/07/2025

জিতলে তালি আর হারলে গালি; হ ভাই আমরাই বাঙ্গালি

সময়োপযোগী প্ল্যাকার্ড নিয়ে মিরপুরে দুই দর্শক

আজকের মাইলস্টোন ট্র্যাজেডি চোখে আঙুল দিয়ে দেখাল, রোনালদো আসলে ঠিকই করেছিল…আজ মাইলস্টোন স্কুলে একটি অনুষ্ঠানে ভয়াবহ বিমান...
21/07/2025

আজকের মাইলস্টোন ট্র্যাজেডি চোখে আঙুল দিয়ে দেখাল, রোনালদো আসলে ঠিকই করেছিল…

আজ মাইলস্টোন স্কুলে একটি অনুষ্ঠানে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে, যেখানে প্রচণ্ড জনসমাগমের কারণে আহত ও নিহতদের উদ্ধার করতে চরম বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা কী ভয়ংকর পরিণতি ডেকে আনে, তা আজ বাঙালি চোখের সামনে স্পষ্টভাবে দেখল।

আর ঠিক এমনই একটি উপলব্ধি থেকে সেদিন দিয়াগো জোটার শেষবিদায়ে উপস্থিত হননি রোনালদো। অনেকে তখন তাঁর এই সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখলেও, এখন বোঝা যাচ্ছে—তিনি চেয়েছিলেন না যেন তাঁর উপস্থিতি ভিড় বাড়িয়ে আরেকটি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

বন্ধুর বিদায় বেলায় নিজেকে আড়ালে রেখে, জনসমাগমের বিপদ এড়াতে চেয়েছিলেন তিনি—সেই দূরদর্শিতা আজকের ঘটনায় নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
21/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

21/07/2025

নেপালের বিপক্ষে লাল কার্ড, আবার নেপালের বিপক্ষেই প্রত্যাবর্তন - গোল করেই ফিরলেন সাগরিকা! 🔥

21/07/2025

Prayer for Milestone🤲

বিমান প্রশিক্ষণ হয় সমুদ্র তীরবর্তী এলাকায়৷ ঢাকার মত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ কেনো?তাও পুরাতন আমলের বিমান।এই রা...
21/07/2025

বিমান প্রশিক্ষণ হয় সমুদ্র তীরবর্তী এলাকায়৷
ঢাকার মত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ কেনো?তাও পুরাতন আমলের বিমান।
এই রাষ্ট্র টা মানুষ মারার ম্যাকানিজম।
এই ম্যাকানিজমের সৃষ্ট সংকটে ভেজাল খাদ্য হতে অপচিকিৎসা। সড়ক দূর্ঘটনা হতে বন্যা ব্যবস্থাপনা।
এ যেন সিস্টেমেটিক খু'নের হত্যাশালা।
সাপের কামড় হয় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে। সাপের এন্টিভেনম সব শহরের হাসপাতালে৷

লুটপাট দুর্নীতি দিয়ে ত লাখো মানুষের ভোগান্তির শেষ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের পায়ে পিষ্ট মানুষ৷
আফসোস আমরা জানতে ব্যর্থ হলাম যে মুক্তির পথ খিলাফত।

"ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম"
হে আরশের মালিক দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন,সবাইকে হেফাজত করুন।🤲

উত্তরার আকাশে ঘটে যাওয়া আজকের ভয়াবহ দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে।একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল-...
21/07/2025

উত্তরার আকাশে ঘটে যাওয়া আজকের ভয়াবহ দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে।
একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল-কলেজের পাশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সত্যিই অশ্রুসিক্ত ও বেদনাদায়ক।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই দুঃসময়ে আমাদের প্রার্থনা হোক একটাই— হে আল্লাহ, আমাদের নিরাপদ রাখুন, এই জাতিকে রক্ষা করুন এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে।
আমিন।

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Nasir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category