টাইম লাইন-Timeline

  • Home
  • টাইম লাইন-Timeline

টাইম লাইন-Timeline আসসালামু আলাইকুম

08/01/2025

দুর্বলতা হচ্ছে এমন একটা জিনিস, যেটার প্রতি আপনার বেশি ঝোঁক থাকে, কিংবা যার জন্য আপনি সব করতে পারেন । আর কেউ যখন আপনার সেই দুর্বলতা জেনে যায়, তখন সে আপনার দুর্বলতার সুযোগ নিতে চায় ।

খেয়াল করে দেখবেন, আপনাকে যে বা যারাই কষ্ট দিয়েছে কখনো, তারা ঠিক আপনার সেই দুর্বলতা জেনে-বুঝেই কষ্ট দিয়েছে !

কাউকে বশে আনতে, কিংবা তাকে বাধ্য করতে মানুষ মূলত তার দুর্বলতাকে কাজে লাগায় । সম্পর্কের শুরুতে কেউ কারো দুর্বলতা না জানলেও সম্পর্ক গভীর হওয়ার পর আপনা-আপনিই জেনে যায় । আর তারপর যারা কোনো উদ্দেশ্য হাসিল করতে, কিংবা জাস্ট সময় কাটাতে সম্পর্কে জড়ায়, তারা চলে যাওয়ার আগে সেই দুর্বলতার সুযোগ নেয় ।

একটা মানুষের সাথে না মিশলে, কখনোই তার দুর্বলতা ঠিক কোথায় তা জানা যায় না । মানুষ কাছে আসবে, ভালো না বেসেও ভালোবাসার ভান করবে, আপন হওয়ার অভিনয় করবে । এ সবকিছুই কেবল আপনার দুর্বলতা ঠিক কোথায়, তা জানার জন্য ।

অতিরিক্ত মিশুক স্বভাব, আবেগী মনোভাব এবং সরল মানুষগুলোই কেবল নিজের দুর্বলতা অকপটে প্রকাশ করে দেয় । আর বিনিময়ে তারা সম্পর্কে হয় হতভাগা ।

যারা সবার মন রক্ষা করে চলতে চায়, তারা কখনোই কাউকে খুব শক্ত করে ধরবেও না, আবার ছাড়বেও না। তারা এমন গা ছাড়া ভাব নিয়ে থাকবে...
08/01/2025

যারা সবার মন রক্ষা করে চলতে চায়, তারা কখনোই কাউকে খুব শক্ত করে ধরবেও না, আবার ছাড়বেও না। তারা এমন গা ছাড়া ভাব নিয়ে থাকবে, যেন সম্পর্ক এবং সম্পর্কের মানুষগুলোর প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। মূলত এমন মানুষগুলোই সম্পর্কের ক্ষেত্রে বিপদজনক!

এমন মানুষের উদাসীন আচরণ কিংবা স্বভাবের কারণে যখন আপনি নিজেই দূরে সরে যেতে চাইবেন, তখন সে আপনাকে ফের কাছে টেনে নিবে। কাছে টেনে নিয়ে আরও দ্বিগুণ অবহেলা করবে, দ্বিগুণ মানসিক যন্ত্রণা দিবে! বারবার তার এমন অপরিবর্তিত স্বভাবের কারণে আপনার কাছে সম্পর্কটা বিষাক্ত মনে হবে।

আসলে এমন মানুষদের ভালোবাসার মতো মানুষের অভাব নেই পৃথিবীতে। আপনি ছাড়াও তাদের আরও অনেকেই আছে, যারা তাকে অবসরে সঙ্গ দেয়, কথা বলে এবং তার মন ভালো করার জন্য প্রস্তুত থাকে। সবার সাথেই সম্পর্ক ব্যালেন্স করে যারা চলে, তারা মূলত কাউকে ভালোবাসে না–ভালোবাসতে পারে না। তারা শুধু নিজেদের ফ্যান্টাসি থেকে কারো সাথে সম্পর্কে জড়ায়, ভালোবেসে নয়।

দিনের পর দিন আপনি যখন তার অবহেলায়, সময় না দেয়ায়, আপনাকে গুরুত্ব না দেয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন, ঠিক তখনই সে বিন্দুমাত্র অনুশোচনা করবে না। বরং সে আগের মতোই গা ছাড়া ভাব নিয়ে থাকবে।

শুধুমাত্র একজনকে ভালোবেসে তার জন্য পৃথিবীর সবকিছুই বিসর্জন দেয়া মানুষ বড্ড দুর্লভ পৃথিবীতে। কেউ একজনকে ভালোবেসে সবকিছুই বিসর্জন দেয়, আবার কেউ সবকিছুর জন্য একজনকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যায়, একজনের ভালোবাসাকে অবজ্ঞা করে!

আপনার জীবনে যখন একটামাত্র মানুষ থাকবে ভালোবাসার জন্য, সেই মানুষটাকে গুরুত্ব দিতে আপনি বাধ্য। সেই মানুষটা ছাড়া বেঁচে থাকা ভীষণ কষ্টকর আপনার জন্য। আপনি কেবল তার মন রক্ষা করেই চলবেন।

আর যখন জীবনে অহরহ মানুষ থাকবে, তখন নির্দিষ্ট কোনো মানুষের প্রতি আপনার অনুভূতি কাজ করবে না। আপনি মুখে যতই বলেন, কাউকে আপনি সত্যি সত্যি ভালোবাসতে পারবেন না কোনোদিন।

যারা সবার মন রক্ষা করে চলতে চায়, যারা সবার সাথেই সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখতে চায়, তারা বিপদজনক! এরা মানুষকে ভালোবাসে না কোনোদিন। মানুষের আবেগ-অনুভূতি, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করে মাত্র।

Collected টাইম লাইন-Timeline

08/09/2024

👍✌️✌️✌️

Address


Alerts

Be the first to know and let us send you an email when টাইম লাইন-Timeline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টাইম লাইন-Timeline:

  • Want your business to be the top-listed Media Company?

Share