04/04/2025
শ্রীরামনবমী-ব্রত পালনের নিয়মাবলী
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চৈত্রমাসের শুক্লা নবমী শ্রীশ্রীরামচন্দ্রের জন্মতিথি। পুনর্বসুনক্ষত্রযুক্ত এই তিথিতে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন; অতএব এই নবমীতে শ্রীরামনবমী-ব্রত করলে, ধৰ্ম-অর্থাদি লাভ ও অভীষ্ট সিদ্ধ হয়।
চৈত্রমাসের শুক্লা নবমীতে যদি পুনর্বসুনক্ষত্রের যোগ হয়, তা হলে সেই নবমীর মধ্যাহ্নকালে মহাপুণ্য প্রদান করে। বিষ্ণুপরায়ণ ব্যক্তিগণ অষ্টমীবিদ্ধা নবমীতে উপবাসাদি করবে না, অশুদ্ধা নবমীতে অর্থাৎ অষ্টমী-বিদ্ধা নবমীতে পুনর্বসুনক্ষত্রযোগ থাকলেও তা পরিত্যাগ করে নবমীতে উপবাস করবে।
দশম্যাদির বৃদ্ধি হলে অষ্টমীবিদ্ধা নবমী বৈষ্ণবেরা পরিত্যাগ করবে। কিন্তু এই সময়ে সকল ব্রতিগণই দশমীতে পারণ করবে। দশম্যামেব,-এই 'এব' পদ প্রয়োগ দ্বারা কদাচ দশমী লঙ্ঘন করবে না, এটি স্পষ্টই প্রতীয়মান হয়। অতএব দশমীতে পারণ সম্ভব হলে কেউ অষ্টমীবিদ্ধা নবমীতে উপবাস করবে না।
🪔 পূজাপদ্ধতি 🪔
স্বস্তিবাচনাদি করে সঙ্কল্প করবে। যথা,-
“বিষ্ণুরোম্ তৎসদদ্য চৈত্রে মাসি শুক্লে পক্ষে নবম্যাস্তিধৌ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্মা শ্রীরামপ্রীতিকামঃ শ্রীরামনবমী-ব্রতমহং করিয্যে।”
🔹সঙ্কল্পসূক্ত, সামান্তার্য্য, আসনশুদ্ধি, ভূতশুদ্ধি ও ন্যাসাদি করিয়া, শ্রীরাম-চন্দ্রের ও সীতাদেবীর ধ্যান করিয়া ষোড়শোপচারে পূজা করিবে।
🧘 রামের ধ্যান 🧘
কোমলাঙ্গং বিশালাক্ষমিন্দ্রনীলসম প্রভম্।
পীতাম্বরধরং ধ্যায়েৎ রামং সীতাসমন্বিতম্ ॥
দক্ষিণাংশে দশরথং পুভ্রাবেক্ষণতৎপরম্।
পৃষ্ঠতো লক্ষ্মণং দেবং সচ্ছত্রং কনকপ্রতম্।
পার্শ্বে ভরত-শত্রুন্নৌ তালবৃন্তকরাবুভৌ।
অগ্রে ব্যাং হনুমন্তং রামানুগ্রহকাঙ্ক্ষিাম্ ॥
🔸রামের প্রণাম-
রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে।
রঘুনাথায় নাথায় সাতায়াঃ পতয়ে নমঃ॥
🧘 সীতার ধ্যান 🧘
নীলান্তোজদলাভিরামনয়নাং নীলাম্বরালঙ্কতাং, গৌরাঙ্গীং শরদিন্দুসুন্দরমুখীং বিস্মেরবিন্বাধরাম্।
কারুণ্যামৃতবর্ষিণীং হরিহরব্রহ্মাদিতি-ব্বন্দি তাং, ধ্যায়েৎ সর্ব্বজনেপ্ সিতার্থফলদাং রামপ্রিয়াং জানকীম্ ॥
🔸সীতার প্রণাম-
বন্দে রামহৃদন্তোজ-প্রকাশাং জনকাত্মজাম্।
সত্রিবর্গ-পরানন্দদায়িনীং ব্রহ্মরূপিণীম্॥
পরে "ওঁ দশরথায় নমঃ" বলিয়া দশরণের পূজা করে প্রণাম করবে।
🔸দশববের প্রণাম-
ভক্ত্যা বশীরুতো সস্য পুত্রত্বং ভগবান্ হরিঃ।
বন্দে দশরথং বীরং তমযোধ্যাপতিং প্রভুম্ ॥
রামজননী কৌশল্যার-"ওঁ কৌশল্যায়ৈ নমঃ" বলিয়া পূজা করতঃ পুষ্পাঞ্জলি দিবে।
🔸কৌশল্যার প্রণাম
রামস্য জননী চাসি রামময়মিদং জগৎ।
অতত্ত্বাং পূজায়ষ্যামি লোকমাতর্নমোহস্তুতে॥
"ভগবন্ রামচন্দ্র আবরণং তে পূজয়ামি" এই মন্ত্রে অনুজ্ঞাগ্রহণ করে আবরণপূজা করবে। যথা এতে গন্ধপুষ্পে ও রাং হৃদয়ায় নমঃ, (এই ক্রমে) ওঁ রীং শিরসে স্বাহা, ওঁ রূং শিখায়ৈ বষট্, ওঁ রৈং করচায় হুং, ওঁ রৌং নেত্রাভ্যাং বৌষট্, ওঁ রঃ অস্ত্রায় ফট্।
যথাশক্তি উপচারদ্বারা ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান, সুগ্রীব, বিভীষণ, অঙ্গদ, জাম্ববান্ এবং ধূম্র, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্দ্ধন, অশোক, ধর্মপাল ও সুমন্ত্র ইঁহাদিগের পূজা করবে।
তদনন্তর পুনর্বসুনক্ষত্রযুক্ত নবমী তিথিতে কর্কটলগ্নে মধ্যাহ্নকালে নিখিল রাক্ষসকুলদমন জন্য আবির্ভূত শ্রীশ্রীরামচন্দ্রের জন্ম চিন্তা করে বাদ্যধ্বনি করবে।
তৎপরে শঙ্খে একটী ফল, অশোকপুষ্প, তুলসী এবং কুশ ও চন্দনাদি সংযুক্ত অর্ঘ্য রামচন্দ্রকে নিবেদন করিয়া দিবে।
🔸 মন্ত্র,-
ও দশাননবধার্থায় ধৰ্ম্মসংস্থাপনায় চ।
দানবানাং বিনাশায় দৈত্যানাৎ নিধনায় চ॥
পরিত্রাণায় সাধুনাং রামো জাতঃ স্বয়ং হরিঃ।
গৃহাণার্থ্যং ময়া দত্তং ভ্রাতৃভিঃ সহিতো মম॥
প্রতি প্রহরে পুষ্পাঞ্জলি দান করিবে এবং রামগীতাদি পাঠ ও মন্ত্রাদি জপ করিবে। পরদিবস কথা শ্রবণ, দক্ষিণা দান ও অচ্ছিদ্রাবধারণ করে পারণ করবে।
উল্লেখিত নিয়মগুলি এ বছরের তিথি অনুযায়ী পালন করতে হবে।
তথ্যসূত্র - পুরোহিত দর্পণ