BTC Flowers

BTC Flowers Hi, This is Md kawsar bhuiyan, I am a college student , I have a page please follow me to.

04/10/2022

পাওয়ার গ্রিডে ট্রিপ ও বিদ্যুৎ সরবরাহ আপডেট--

আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডে হলেও রিস্টরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।

সন্ধ্যার থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯ টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো শহর অঞ্চলের সবার প্রতি।


04/10/2022

দেবিদ্বারসহ বাংলাদেশের প্রায় অর্ধেক স্থানে একযোগে বিদ্যুৎ নেই বর্তমানে। এই ধরনের ব্ল্যাকআউট কখনো কখনো দীর্ঘ সময় এর জন্য ও হতে পারে। ২০১৪ সালে ব্ল্যাক আউট হয়ে দীর্ঘ ১২ ঘন্টা সারা বাংলাদেশে বিদ্যুৎ ছিলো না।

15/09/2022

মিরপুর এড়িয়ে চলুন!

রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন!

জনস্বার্থে - BTC Flowers

14/09/2022

আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষা।

সকল পরীক্ষার্থীদের BTC Flowers পরিবার এর পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। ❤️

ঢাকার সবাই কমপক্ষে ১ থেকে ২ ঘন্টা হাতে নিয়ে বাহির হবেন।

বৃষ্টি আর রাস্তা খোড়াখুড়ির কারণে ভিন্ন রাস্তা জ্যাম লেগে থাকবে এজন্য আগাম সর্তক করেছে DMP Traffic বিভাগ।

তাই সবাই গুরুত্ব দিয়ে আগেই বাহির হয়ে যাবেন।

01/08/2022

প্রবাসী ভাইবোনদের ধন্যবাদ যারা বিভিন্ন দেশে কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন।

আপনাদের অবদানের কারণেই বাংলাদেশ একটি নতুন অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং সাম্প্রতিক বৈশ্বিক বৈরী অর্থনৈতিক পরিস্থিতির সাথে লড়াই করছে।

18/06/2022




৫ লাখ শিশুর সাতার প্রশিক্ষণের জন্য বরাদ্দ -২৭১ কোটি টাকা💰

আর সিলেটে অর্ধ কোটি পানিবন্দি মানুষের জন্য বরাদ্দ-৩০ লক্ষ টাকা😢
আফসোস এই জাতির জন্য😢

08/06/2022

ব্রেকিং নিউজ :-
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের জন্য তিনটি হেলিকপ্টার কেনার ঘোষণা দিয়েছেন বলে যে তথ্য ছড়িয়েছে এটি ভুয়া ও গুজব।

11/03/2022

মনে আছে তো?
Bachelor Point
(season 4)
আজ রাত ৮ঃ২৫ মিনিটে বাংলাভিশনে এবং রাত ৯ টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

সোর্স : Ziaul Hoque Polash

24/02/2022

ইউক্রেনে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।

তিনি বলেন, পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে। পোলিশ সরকার একটি ব্রিফিংয়ে আমাদের জানিয়েছে যে যদি ইউক্রেনের তৃতীয় দেশের নাগরিকরা দেশ ছেড়ে যেতে চায়, পোল্যান্ড তাদের ১৫ দিনের জন্য ট্রানজিটে থাকার অনুমতি দেবে।

তাই বাংলাদেশের ছাত্র ছাত্রী এবং অন্য ভাই বোন যারা ইউক্রেনে অবস্থান করছেন তারা Poland এ চলে যান পাশাপাশি পোল্যান্ডের বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করুন।

~ জনস্বার্থে BTCFlowers ❣

Address

Chotoshalghar, Barashalghar, Debidwar
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when BTC Flowers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BTC Flowers:

Share