13/09/2025
বাইক রাইড এর সেই এক স্মৃতিময় কাহিনী , সময়টা ছিলো ২০২১ এর কোনো এক তারিখ এ নিজ এলাকায় বের হয়েছিলাম ঘুরতে ইতোমধ্যে বাড়িতে ইমার্জেন্সি কল আসছে বাড়ি যাওয়ার জন্য,হোন্ডা টানতেছি আমরা এই দুজনই। পথে দেখি কোনো এক নেতার শোডাউন চলতেছে কমপক্ষে ৫০০+ হোন্ডা হবে সন্ধ্যা নামা অবস্থা,এদিকে বাড়ি যাওয়া খুবই দরকার। বাইক ড্রাইভে বসা আমার ভাই,পিছে বসা আমি।বললাম ,"হোন্ডা টান ,তাদের পাস কইরা জামু"। সে তার মতো হোন্ডার এই ক্রাউডেড থেকে বের হচ্ছে।কিছুক্ষণ যাওয়ার পর নেতার চেলাফেলা বলতেছে ,সামনে যাতে না যাই তারা নেতার হোন্ডা পাস করতে দেবে না।ওরা জানেনা জন্মের থেকে আমাদের ঘাড়ের রগ একটা বাকা🤣,কিছুক্ষন চুপ থেকে ভাইয়াকে বললাম "নেতার গুষ্টি চু* হোন্ডা টান"। রীতিমতো পাগলায় শুরু করলো টান।কি নেতা আর নেতার পোলাপান। নেতা পাস কইরা আমরা বড়িতে।রাইডিং এর ওই দিনটা ছিলো সেরা।সেই দিনের ভিডিওটা এখনো আছে। আহ্ সময়। যাই হোক বাইক রাইডে বিশ্বস্ত বন্ধু থাকলে ভয় কিংবা দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে।