Nur's Tiny World

Nur's Tiny World This is my personal page And I'm trying to share my daily lifestyle..

06/06/2025

সবাইকে ঈদুল আয্হার
শুভেচ্ছা 💞

04/06/2025
29/05/2025

স্বামী কাকে বলে জানেন ?

আপনার অনেক হাসিখুশী মুখে কোনো কিছু বলে মুহূর্তেই মন খারাপ করে দেয়া 😭লোকটাকে
স্বামী বলে 🥹🥲😂

26/05/2025

আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে
কিছু মানুষকে এড়িয়ে চলা আপনার দুর্বলতা নয়,
এটা আপনার বুদ্ধিমত্তা।

মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না আর এই ভালো না লাগার কারণ জানা নেই 😑🤨
22/05/2025

মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না আর এই ভালো না লাগার কারণ জানা নেই 😑🤨

চায়ের মধ্যে সিঙ্গারা  চুবিয়ে  চা দিবস পালন করলাম ।এছাড়া আর কোন দিবস পালন করার অনুরোধ পাই নাজামাইর কাছ থেকে।😝
21/05/2025

চায়ের মধ্যে সিঙ্গারা চুবিয়ে চা দিবস পালন করলাম ।
এছাড়া আর কোন দিবস পালন করার অনুরোধ পাই না
জামাইর কাছ থেকে।😝

নয় ঘাড়ে চেপে বসে🥲
21/05/2025

নয় ঘাড়ে চেপে বসে🥲

09/05/2025

#কাঠগড়ায়_বউ_কেনো‼️⁉️

এই তবে ঘটনা‼️⁉️
সবাই তো গতকাল থেকেই বউটা রে মোটামুটি ধুয়ে দিছিল😭😭
কেন রে‼️
উনি তো চিঠিতে মায়ের কথা ও লিখেছিল, বউরে স্বর্ণ দিতে বলেছে আর মারে বাকি সব কিছু।
হিসাব করলে দেখা যায়, স্বর্ণের চেয়ে তো ব্যাংক ব্যালেন্সই বেশি হবে।
বেশিটা গেল তো মায়ের ভাগে।
তাহলে বউরে ধোয়ার সময় মারে বাদ দিলেন কেন‼️⁉️

অশান্তি কি খালি বউয়ের জন্য হয় সংসারে⁉️
একটা মেয়ে নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানো এতোই সহজ?
আপনারা বেটা মানুষ, শ্বশুর বাড়ি গিয়ে এতো আপ্যায়নের মধ্যে এক রাত কাটাতে কষ্ট হয়ে যায়, আর আপনাদের বউরে তো আনার পর আপনার পরিবার আইরন মেশিন দিয়ে মোটামুটি আইরন করে ফেলে।
তার খবর জানেন‼️⁉️

এরপর আসলো টানাটানির বিষয় ‼️
বিয়ের পর দেখবেন,বিবাহিত ছেলেরে নিয়ে মোটামুটি সবার আশা-ভরসা বেড়ে যায়।
বউ চাই নতুন বিয়ে করেছে,তার স্বামী তারে সময় দিক।
এদিকে মা-বোন চিন্তা করে,ছেলে-ভাই হাত ছাড়া হয়ে যাচ্ছে, বউয়ের হয়ে যাচ্ছে।
তারা ও সর্বদা চেষ্টা করে বিবাহিত ছেলেরে তাদের দিকে ঝুকাতে।

কোনো কোনো পরিবারে দেখবেন, অবিবাহিত ছেলে টারে নিয়ে কোনো ঝামেলা নাই,বিবাহিত টারে একদিকে বউ টানবে আর অন্য দিকে মা-বোন।

ঘরের যাবতীয় সমস্যা, অসুখ-বিসুখ সব কষ্ট বেড়ে যাবে বিবাহিত ছেলেরে দেখলে,,অবিবাহিত টা তো দুধভাত।
এটারে কেউ ঘরের সদস্যই মনে করবে না😄
এটারে কাজে লাগে শুধু ঝগড়ার সময়, মায়েরে জিতিয়ে দেবার জন্য 😄

বিবাহিত ছেলে বউ নিয়ে ঘুরতে গেলে সমস্যা, বউ বাবার বাড়ি গেলে দেখবেন প্রেশার উঠানামা করবে,, আর ছেলে-বউ দেরিতে ঘুম থেকে উঠলে তো আর কথাই নেই।

কেন ভাই ⁉️‼️
বউরে অপরাধী তো আপনারা বেটা মানুষই করেন,অন্যের কথা কি বলবো⁉️
গতরাতে এই ভদ্রলোকের বউ নিয়ে যে যেভাবে পারছে লিখছে।
কই ভাইয়েরা⁉️
মারে নিয়ে লিখছেন⁉️

ছেলে বিয়ে করালে তো মার ও আশা বেড়ে যায়।
বউয়ের চেয়ে বেশি ভালোবাসতেছে কিনা,,কেয়ার করতেছে কিনা, বউরে দামী জিনিস দিচ্ছে, মারে দিচ্ছে কিনা, আরো কত কিছু।

তাহলে মারা যাবার পর কাঠগড়ায় বউ কেন‼️⁉️
মা জন্ম দিয়েছে বলে‼️⁉️
আপনার সন্তানদের ও তো আপনার বউ জন্ম দিয়েছে।
তাহলে আপনার সন্তানের মায়ের প্রতি সম্মান নেই কেন‼️⁉️
হাজার হাজার পরিবারে দেখবেন,বিপদের সময়,, বিবাহিত ছেলেদের ক্ষেত্রে বউ সব উজাড় করে দেয়, এমন ও হাজার হাজার বউ আছে, স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়।
অথচ মা দেয় না।

মা দেয় তবে বিবাহিত টারে না😄😄আবিয়াত্তা টারে😄
বিয়াতার জন্য তো বউ আছে 😄😄

গতকাল থেকে অনেক ভদ্রলোক বউরে আসামী বানিয়ে গণহারে পোস্ট দিছে,,উনারা কোথায় এখন⁉️

ভাইয়েরা,,আপনার মা যেমন মাছের বড় পিচ টা আপনার পাতে তুলে দেয়, তেমন আপনার বউ ও কিন্তু সেটাই করো।
আপনার অসুস্থতায় আপনার মা যেমন কাঁদেন,আপনার বউ ও কিন্তু রাত জেগে আপনার সেবা করে,চোখের জল ফেলে।

আপনার সাথে তো আপনার মায়ের রক্তের সম্পর্ক,সে আপনাকে ভালোবাসবেই।
বউ তো অন্য বাড়ির মেয়ে, সে আপনাকে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসে,আপনার পরিবারের সাথে মানিয়ে চলার চেষ্টা করে।

ঝামেলা হয়,সেটা তো বাবার বাড়ি তে ও হয় সবার সাথে।
একসাথে থাকতে গেলে অনেক কিছু হবেই।
তার জন্য আপনারা একটা মৃত্যু কে কেন্দ্র করে, একটা নারীকে অসম্মান করতে গিয়ে পুরো নারী সমাজকে অসম্মান করেছেন।

গতকাল রাতে যে সব পোস্ট আমার চোখে পড়েছে,,৮০% বিবাহিত ছেলেদের পোস্ট।
এরাই সুযোগে বউদের ধুয়ে দিছিল।
আরে ভাই,, আপনাদের মতোন হাবলাদের উচিত বিয়ে না করা,,মায়ের সাথে সাথে থাকা।

বিয়ের আগে এই সুসন্তান গুলো কিন্তু মায়ের আচলের নিচে ছিলনা, খোঁজ নিলেই দেখবেন।
বিয়ের পর সমাজের সুনাম অর্জনের জন্য ভক্ত বেশি হয়ে যায়।

মাকে ভালোবাসুন,,মা তো মা।।
কিন্তু মা আর বউয়ের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবেন না।
প্লিজ!!।।
কপি
Irfat Mahabuba লেখা ♥️♥️

06/05/2025

স্ত্রীর মৃত্যুর খবরে বা আশংকাজনক অবস্হার খবরে শতকরা ৭০ ভাগ পুরুষ নিষ্ক্রিয়তা দেখায় ,
রিয়েক্টই করেনা । বাকী ৩০ ভাগ পুরুষের চোখে জল গাঢ় হয় ।
এই যে ৭০ ভাগ পুরুষ তাদের মধ্যে ৩০-৪০ শতাংশকেই মনে মনে খুশী মনে হয় আমার কাছে , তারা ট্রিটমেন্ট কনটিনিউ করতে গড়িমসি শুরু করে , একটু পরপর জিজ্ঞেস করে রোগী আর কতোক্ষণ বাঁচবে ? " কোনো লাভ না থাকলে জানিয়ে দিন - রোগী নিয়ে চলে যাই " - এই টাইপের আচরণ ! অথচ তারা দিব্যি ভুলে যায় - এই মানবী তার জন্য , তার পরিবারের জন্য কতোটুকু শ্রম দিয়েছিলো !

এরাই আবার হাত পা ছড়িয়ে কান্দে - যখন দেখে পুরা সংসারটা স্রেফ একজন নারী না থাকার কারণে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ।
এদের ৫০ শতাংশই নতুন বিবাহ করার জন্য উদগ্রীব হয় , শারিরীক কামনার চেয়েও লন্ডভন্ড সংসার টিকানোটাই তার কাছে প্রাধাণ্য পায় । বাকী ২০ শতাংশ চরম প্রেমিক হয়া যায় , সারাদিন বিলাপ করে , বৌরে ডাকে , তজবিহ জঁপে । আমার এক যুগের বেশি চিকিৎসক জীবনের অভিজ্ঞতা এমনই ।

পুরুষ আসলেই এক আজব জাত !

© Asif Shaikat

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share