Anam bhuiyan

Anam bhuiyan গ্রামিণ,প্রাকৃতিক,ইসলাম,কৃষি, নতুনত্ব, অবহেলিত জনগণ নিয়ে কিছু করতে চাই।
[email protected]
01571268797

২০২৬ সালের প্রথম রোজা! খুশির খবর ছড়িয়ে দিন!আলহামদুলিল্লাহ! রমজানের পবিত্রতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতি...
21/12/2025

২০২৬ সালের প্রথম রোজা! খুশির খবর ছড়িয়ে দিন!
আলহামদুলিল্লাহ! রমজানের পবিত্রতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা।


"এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি-কাঁদিবে ভুবন।"শহীদ শরিফ ওসমান হাদী, আপনার জীবন সত্যিই এই উক্তিটিকে সার্থক করেছে। আ...
20/12/2025

"এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি-কাঁদিবে ভুবন।"
শহীদ শরিফ ওসমান হাদী, আপনার জীবন সত্যিই এই উক্তিটিকে সার্থক করেছে। আপনার চলে যাওয়ায় সবাই শোকাহত। আপনার স্মৃতি চিরকাল অম্লান থাকুক।

18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

18/12/2025

#খাবারের_পর_দোয়া

#ভাত_খাওয়ার_দোয়া

#গুনাহ_মাফ

#ইসলামিক_আমল

#দোয়ার_বরকত

#ইমান_বৃদ্ধি

#আল্লাহর_রহমত

💯"মহান আল্লাহ যখন একা করে দেন! 😭 হৃদস্পর্শী ইসলামিক বার্তা" 🤲🤲🤲
16/12/2025

💯"মহান আল্লাহ যখন একা করে দেন! 😭 হৃদস্পর্শী ইসলামিক বার্তা" 🤲🤲🤲


আলহামদুলিল্লাহ,
16/12/2025

আলহামদুলিল্লাহ,

ওসমান হাদীর পরিবার এবং বাংলার শান্তি কামনা😡😡🤲  #ওসমান_হাদী  #বাংলার_শান্তি  #ন্যায়বিচার
13/12/2025

ওসমান হাদীর পরিবার এবং বাংলার শান্তি কামনা😡😡🤲
#ওসমান_হাদী
#বাংলার_শান্তি
#ন্যায়বিচার

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী এক...
13/12/2025

ওসমান হাদীর সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেটঃ
ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।

এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন। Ibn E Adam ✍️ ✍️

গু*লিটি ওসমান হাদীর মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়।

হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক—

তার GCS স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ

চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত

মস্তিষ্কে তীব্র ফোলা (Brain edema) ছিল

এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়‼️

বর্তমানে ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস-প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য।

মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায়,এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ‼️

কিন্তু আমরা মুসলমান—আমরা হতাশ হই না❤️

আমরা বিশ্বাস করি,যিনি একজন মানুষকে এরকম আশংকাজনক অবস্থায় ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আবারও ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন।

আজ শুক্রবার—দোয়া কবুলের বিশেষ দিন।

সবাই নিজের জায়গা থেকে, মন খুলে, চোখের পানি নিয়ে ওসমান হাদীর জন্য দোয়া করবেন।

হে আল্লাহ,তুমি ওসমান হাদীকে পূর্ণ সুস্থতা দান করো।

তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও।

আমিন 🤲

💯“আল্লাহ কাউকে কখনো একাছেড়ে দেন না… শুধু একটু ধৈর্য ধরুন।”🤲
12/12/2025

💯“আল্লাহ কাউকে কখনো একা
ছেড়ে দেন না…
শুধু একটু ধৈর্য ধরুন।”🤲


12/12/2025



11/12/2025

আল্লাহর রহমত অসীম। তুমি যদি একবার অন্তর থেকে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে ৭০ বার সাড়া দেন — এ বাক্যটি আল্লাহর রহমত ও মেহেরবানির একটি সুন্দর স্মরণ করিয়ে দেয়।যে বান্দা তাওবার দরজায় কড়া নাড়ে, দোয়া করে, সাহায্য চায়—আল্লাহ কখনো তাকে ফিরিয়ে দেন না।আজকে নিজের অন্তরকে জাগিয়ে তুলুন, আল্লাহর কাছে ফিরে যান।আল্লাহ সর্বদা শুনছেন, সর্বদা তোমার সাথে আছেন।---🔖



#ইসলামিক মোটিভেশন

Address

Cumilla
3526

Telephone

+8801571268797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anam bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anam bhuiyan:

Share