28/03/2025
আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়, মায়া হয় ভীষণ, কি ছিলাম আর কি হয়ে গিয়েছি।
মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম, চোখের নিচে ছিল না কোনো কালশিটে দাগ, ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা।
অথচ আজ, এই মানুষের ভিড়ে নিজেকে নিজেই চিন্তে পারি না, বড্ড আবছা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠি আর দীর্ঘ শ্বাস ছেড়ে নিজেকে আয়নায় ছুঁয়ে বলি আমিতো এমন হতে চাইনি, তবে কেন এমন হলো?
লেখা- নাবিলা তাসনিম