সময়ের সাথে

সময়ের সাথে আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন।

টানা ভারী বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দত্তসার ও দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছ...
08/07/2025

টানা ভারী বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দত্তসার ও দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তা ঘাটে হাটু সমান পানি।

08/07/2025

চিওড়ায় মা ও বোনের পরকিয়ার প্রতিবাদ করায়
মাদক নিরাময় কেন্দ্রে যুবক!

কুমিল্লার চৌদ্দগ্রামে মা ও বোনের পরকীয়াসহ অন্যায় কাজের প্রতিবাদ করায় মধ্যরাতে শামছুল আলম বাবু (২৬) নামের এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রে ভর্তি করিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। আপন ছেলেকে মা-বোনের নির্দেশে তুলে নেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছেলেটিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ রাতের মধ্যে নিয়ে আসার বিষয়ে তার মা-বোনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, কবরুয়া গ্রামের কুয়েক প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে শামছুল আলম বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বাবু এলাকায় ভালো এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা তার নেই। দীর্ঘদিন ধরে মা-বোনের অনৈতিক কাজের বাঁধা দিয়ে আসছিল বাবু। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৭ই জুলাই) মধ্যরাতে বাবুকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮জন যুবক। তুলে নেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়লে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ সময় তারা বাবুকে মারধর করে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর মঙ্গলবার সকালে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে চৌদ্দগ্রাম থানার এস.আই শামছুল আরেফিন ঘটনাস্থলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, “বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অপরাধের কোন অভিযোগ কিংবা রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সুমন বলেন, “একজন তরুণকে এভাবে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে উদ্ধার করে ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল আরেফিন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যাই। মা-বোন জানিয়েছে তাদের ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী জানায় ছেলেটি নিরপরাধ এবং মাদকমুক্ত। এসময় বাবুর মা ও বোনকে রাতের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এনে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলেকে মধ্যরাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে আপন মা ও বোন। আমরা ঘটনাটি জেনে দ্রুত পুলিশ পাঠাই এবং পরিস্থিতি শান্ত করি। ছেলেটিকে দ্রুত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে থানায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে গ্রামের পর গ্রাম প্লাবিত
08/07/2025

ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে গ্রামের পর গ্রাম প্লাবিত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১১৯ বার তারিখ পেছাল। আলোচিত এ মা...
08/07/2025

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১১৯ বার তারিখ পেছাল। আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

ফেনীর অবস্থা খুবই খারাপ
08/07/2025

ফেনীর অবস্থা খুবই খারাপ

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। শহরে জ'লাবদ্ধতা, নদীতে বাড়ছে পানি।
08/07/2025

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। শহরে জ'লাবদ্ধতা, নদীতে বাড়ছে পানি।

ফেনীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী, জনসাধারণ ও খেতে খাওয়া মানুষ
08/07/2025

ফেনীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী, জনসাধারণ ও খেতে খাওয়া মানুষ

08/07/2025

চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াপাড়া গ্রামে পানি যাতায়াতের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে যে ড্রেনেস ব্যবস্থা আছে, সেই ড্রেনেস দিয়ে পর্যাপ্ত পানি যাচ্ছে না বিধায় রাস্তা ও বাড়ির উপর দিয়ে পানি যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তা ও ঘর বাড়ি। এই রাস্তা দিয়ে প্রতিদিন নাটাপাড়া, বালুজুড়ি ও নোয়াপাড়া গ্রামের মানুষ যাতায়াত করে। ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে ভোগান্তি পৌহাতে হচ্ছে।
প্রশস্ত ড্রেনেস ব্যবস্থা করে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভাপতি শাহ মোঃ মিজানুর রহমান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান...
07/07/2025

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভাপতি শাহ মোঃ মিজানুর রহমান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং শিক্ষক, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

07/07/2025

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভিতরের ঐতিহ্যবাহী "রফিক হোটেল" ৪২ বছর পর ভেঙে ফেলা হচ্ছে।

Address

Chouddagram
Chouddagram
3550

Telephone

+8801913989757

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের সাথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়ের সাথে:

Share