16/04/2025
মনে করেন কোনো দিন আমি এরকম ধনী হলাম যে,চাইলেই আমি Samsung s24 কিনতে পারি🥱। কিন্তু আমি কিনবো আইফোন, একদম লেটেস্ট ভার্সন😌।ঐ ফোনে ফেসবুক আইডি লগইন করে শুধু একটা সেড পোস্ট করবো🙂।সেই পোস্টে কি লিখবো ওটা এখন বলা যাবে না😶,তারপর একটা মিরর পিক নিয়ে স্টরি দিবো (মোবাইলের লোগো দেখানোর জন্য)🌝। এরপর এই মোবাইল বিক্রি করে দিয়ে Samsung s24 কিনবো🌚।এই মোবাইলের প্রথম পোস্ট করবো "Deram when true.!"🥴
আমি আগেই কইছিলাম যে"মনে করেন".!🤧
এখন আপনি যা ভালো মনে করেন🐸