
17/07/2025
💙
বয়স
আমরা নারীরা বয়স লুকানোই যেন আমাদের স্বভাব। আমরা বুড়ি হতে চাই না। আমরা নিজেদের সবসময় 25 ভাবতে ভালো লাগে।
কিন্তু আমি এখন মনে করছি বয়সটা সংখ্যা মাত্র। কারণ অনেকেই দেখি যে ডাক্তারের কাছে গিয়ে সঠিক বয়সটা বলতে চাচ্ছে না।কিন্তু এই জায়গায় মিথ্যা বলাটা যে একদম বোকামি।
যাদের ব্লাড প্রেসার তাদের কিন্তু একেকটা বয়সের এক এক রকম প্রেসার থাকে। যদি এটা আমাদের সবার জানা আছে নতুন করে বলার কিছু নয়।
বেশি বয়সের কম বয়স লাগাটা একটা ক্রেডিড।
আর কিছু কিছু আপু ভাইয়ের তো প্রেম রোগ যায় না। তাদের মুখে একটা কথা দিল তো বাচ্চা হে জি।এসব ভন্ডামি ছেড়ে ইসলামের পথে চলে আসেন।ছোট্ট একটা জীবন পরিবার আর আল্লাহর পথে ব্যয় করবো।আর নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখব।
-তানি