02/07/2025
কিছুদিন যাবত AI কর্তৃক তৈরি-কৃত ভিডিও দেখে খুব জানতে ইচ্ছে হলো AI এত সক্ষমতা কোথা থেকে পায়, সেই উৎসাহ থেকে AI সম্পর্কে ধারণা নিতে গিয়ে দেখলাম AI আমাদেরকে ছাড়া আসলেই কিছু করতে সক্ষম নয়।
AI তথা (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উৎপত্তি এসেছে কম্পিউটার সায়েন্স ও গণিত থেকে।AI-এর ধারণা প্রথম আসে ১৯৫০ সালে, যখন বিখ্যাত বিজ্ঞানী Alan Turing "Can machines think?" প্রশ্নটি করেন এবং Turing Test প্রস্তাব করেন। ১৯৫৬ সালে John McCarthy, Marvin Minsky, Nathaniel Rochester ও Claude Shannon যুক্তরাষ্ট্রের Dartmouth Conference-এ “Artificial Intelligence” শব্দটি প্রথম ব্যবহার করেন। এখান থেকেই AI গবেষণার আনুষ্ঠানিক শুরু।
AI সাধারণত কিছুই করতে পারেনা বরং আমাদের শেয়ারকৃত ডেটা এনালাইসিস করে তারপর সেখান থেকে আমাদের ভিডিও জেনারেট করে দেয় যেমন,ইন্টারনেট ডেটা – বই, আর্টিকেল, ব্লগ, সংবাদ, এবং সোশ্যাল মিডিয়াতে থাকা তথ্য থেকে এবং ট্রেন্ডিং কনটেন্ট – ইউটিউব, টিকটক, ফেসবুক ইত্যাদিতে বর্তমানে কী জনপ্রিয় তা বিশ্লেষণ করে।আপনি কী বিষয় জানতে চান বা কী ধরনের ভিডিও চান তা AI-এর কাছে বললে, সেটার ওপর ভিত্তি করেও আইডিয়া দেয়।যেহেতু, AI অনেক আগে থেকে ট্রেনিং পাওয়া তথ্য ও অভিজ্ঞতা থেকে আইডিয়া তৈরি করে সেহেতু, আমাদের ধারনা কৃত কর্মকাণ্ড খুব সহজেই ভিডিওতে প্রকাশ করতে পারে।
সুতারাং, AI কিছুই সৃষ্টি করতে পারেনা মানুষের সাহায্য ছাড়া।