Istiyaq Saif

Istiyaq Saif In search of a path to success�

26/08/2024

Hungary National Day🇭🇺🎆

16/08/2024

Vienna তে বাঙালি খাবার🇧🇩🇦🇹

26/05/2024

সেনজেন ভুক্ত দেশ হাঙ্গেরি নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে বাংলাদেশিদের যেখানে ইন্টারভিউ ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে সুইস এম্বাসি সেনজেনভুক্ত দেশে হাঙ্গেরির c-টাইপ ভিসার প্রতিনিধিত্ব করে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে। আপনাকে ৯০ দিনের একটা C ভিসা প্রদান করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ টায়েপ:
হাঙ্গেরিতে সি-টাইপ ভিসার জন্য আপনি এখানে নির্ধারিত ট্রেনিং ইনিস্টিউশন এ আবেদন করবেন, যেখানে আপনাকে ৯০ দিনের ট্রেনিং ভিসা প্রদান করা হবে। টিউশন ফিস এবং লিভিং কস্ট বাবদ আপনাকে ৬৫০০ ইউর অ্যাডমিশন পাওয়ার পরে-পে করতে হবে হোস্ট ইনস্টিটিউটে । ভিসা না হলে ১ মাসের ভিতর টিউশন ফিরিফান্ড পাবেন, শুধুমাত্র ২০০ ইউর রিফান্ড কস্ট বাবদ কেটে নেয়া হবে।

অ্যাপ্লিকেশন করার পরে আপনার একটা প্রি-স্ক্রিনিং করবে হাঙ্গেরিয়ান এম্বাসি, প্রি-স্ক্রিনিং এ সিলেক্ট হলে ধরে নিতে পারেন আপনার ভিসা ১০০% হবে |

সময়সীমা:
সাধারণত, c টাইপ ভিসা প্রক্রিয়াকরণের সময় ২-৩ মাস পর্যন্ত। তবে সুইস এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই সময় আরও কম হতে পারে।

আগ্রহি প্রথীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন!

11/05/2024

আমি কাউকে Hungary সাজেস্ট করবো না।শুধু পড়াশোনা করার ইচ্ছে থাকে পার্ট টাইম এর পাশাপাশি যদি বাসা থেকে টুকটাক ব্যাকআপ নিতে পারো তাহলে Hungary আসো PR Passport এর আশা ছাইড়া পড়াশোনা করতে পারো।

11/05/2024
03/05/2024

হাঙ্গেরি আসার আগে যা যা জানা উচিত 🇭🇺🇪🇺

20/04/2024

Hungarian cricket league price given ceremony 🇭🇺

16/04/2024

সমুদ্রপথে অবৈ*ধভাবে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ কিভাবে যায় দেখুন 🥲

12/04/2024

আলহামদুলিল্লাহ সকল কিছু ফিরে পেলাম 🤍

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Istiyaq Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share