BR TV

BR TV বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?১৮ জানুয়ারি ২০২৫
18/01/2025

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?

১৮ জানুয়ারি ২০২৫

এক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ একই পরিবারের ১২ জনের চাকরিশামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাএক বিদ্যালয়ে প্র...
04/09/2024

এক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ একই পরিবারের ১২ জনের চাকরি
শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

এক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ একই পরিবারের ১২ জনের চাকরি করে।

একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আয়া পর্যন্ত সবাই একই পরিবারের। সবচেয়ে মজার বিষয় হল প্রতিষ্ঠানটিতে একমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক মুসলিম। তিনি ছাড়া বাকি সবাই সনাতম ধর্মের।

অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনন্ত কুমার ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এমন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বলছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের কবিরাজের বাজারে অবস্থিত কিশামত বদি উচ্চ বিদ্যালয়ের কথা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় এক এক জমির উপরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয় ২০০২ সালে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে জমিদাতা কুলোদা মোহন রায়কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়। তৎকালীন সভাপতি কুলোদা মোহল রায় প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অন্তত কুমারকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেন। প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ায় পর প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ভাই, স্ত্রী, ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সকলকে নিয়োগ পাইয়ে দেন। পরবর্তীতে প্রতিষ্ঠাতা সভাপতি কুলোদা মোহন রায়ের মৃত্যুর পর প্রধান শিক্ষক নিজের আধিপত্য ধরে রাখার জন্য প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে বিমল চন্দ্র রায়কে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে নিয়ে আসেন। বিপুল চন্দ্র কমিটির সভাপতি হওয়ার পর সভাপতি ও প্রধান শিক্ষক দুজনে মিলে দুই পরিবারের লোকজনদের নিয়োগ প্রদান করেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত মোট ১৮ জন কর্মরত রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক ছাড়া বাকিরা সকলেই সনাতন ধর্মের। এর মধ্যে ১২ জন প্রধান শিক্ষকের পরিবারের।

গত ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক অনন্ত কুমারের র্দীর্ঘ ১৬ বছরে কিসামত বদি উচ্চ বিদ্যালয়টিকে পরিবার তন্ত্রের রূপান্তরিত করার একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তা মুহূর্তে ভাইরাল হয়ে পরে। এ বিষয়টি নিয়ে সমাজের সকল স্তুরের মানুষের মাঝে অসন্তোষ দানা বাঁধে।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক ববিতা রানী রায় জানান, আমার স্বামী এই বিদ্যালয়ের প্রধান। আমার ভাসুর অন্নদা মোহন রায়। দেবর রঘুনাত চন্দ্র রায় ও তুলারাম রায়। তারা আপন ভাই। ভাইয়ের স্ত্রী ভাগিনা, ভাগিনার বউ নিয়োগ পেয়েছে বলে তিনি স্বীকার করেন।

প্রধান শিক্ষক অনন্ত কুমারের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি যা করেছি নিয়ম মেনে করেছি। আপনার নিয়মের মধ্যে বাইরের কোনো প্রার্থী নিয়োগের জন্য উপযুক্ত ছিল কিনা প্রশ্ন করলে তিনি বলেন, আমাকে উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে আমাকে ডাকছেন বলে তিনি দ্রুত চলে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বলেন, আমি এখানে নতুন। এ বিষয়ে কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিক্ষকের নামের তালিকা দেখে প্রধান শিক্ষককে ডেকেছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসব্যাপী কুরবানীর ফাজায়েল ও মাসায়েল আলোচনা করেও অধিকাংশ মসজিদের ইমাম নিজেই কুরবানী করে না😭😭😭কারণটা কী? কেউ কি বলতে পারব...
08/06/2024

মাসব্যাপী কুরবানীর ফাজায়েল ও মাসায়েল আলোচনা করেও অধিকাংশ মসজিদের ইমাম নিজেই কুরবানী করে না😭😭😭

কারণটা কী? কেউ কি বলতে পারবেন?

ইমামদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ববোধ নেই?

লালমনিরহাটের জাকির ব্যাপারীর ১৪ বছরে ২৮৬ টি, বিয়ের আয় দিয়েই চালান পরিবার।
13/05/2023

লালমনিরহাটের জাকির ব্যাপারীর ১৪ বছরে ২৮৬ টি, বিয়ের আয় দিয়েই চালান পরিবার।

দ্রব্যমূল্যের উর্ধগতি আসলেই ইমাম মুয়াজ্জিনদের কথা কেউ চিন্তা করে না।
11/05/2023

দ্রব্যমূল্যের উর্ধগতি আসলেই ইমাম মুয়াজ্জিনদের কথা কেউ চিন্তা করে না।

নকল করতে না দেয়ায় শিক্ষকের মাথা ফাটালোপরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেয়া পরীক্ষা শেষে বের হওয়ার পথে গেটেই ইদ দিয়ে আঘাত কর...
09/05/2023

নকল করতে না দেয়ায় শিক্ষকের মাথা ফাটালো

পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেয়া পরীক্ষা শেষে বের হওয়ার পথে গেটেই ইদ দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দিয়েছে পরীক্ষার্থীর তথাকথিত বড়ো ভাইয়েরা৷

আজ গণিত পরীক্ষায় এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যথাযথভাবে পরীক্ষার ডিউটি করছিলেন বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের(চান্দিনা, কুমিল্লা) সিনিয়র শিক্ষক জনাব মো. আবু ছায়েদ৷ তিনি অত্যন্ত শান্ত, ভদ্র ও নরম মেজাজের লোক৷ বাড়ি কিশোরগঞ্জ৷ বিগত প্রায় এক যুগ ধরে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন৷ তিনি আমার সাবেক কলিগ৷ নৈতিকতায় অটল৷

পরীক্ষার হলে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন৷ পরীক্ষা শেষ হতে না হতেই কিছু পরীক্ষার্থী তাদের তথাকথিত বড় ভাইদের নিয়ে গেটে অপেক্ষায় ছিলেন৷ ছায়েদ সাহেব গেটে আসতে না আসতেই বড়ো ভাইদেরকে দেখিয়ে দেন এক পরীক্ষা৷ তাৎক্ষণিকভাবেই পূর্বেই হাতে রাখে ইট দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করে কিল ঘুসি মেরে চলে যায় তারা৷ সহকর্মিরা তাকে রক্তাক্ত অবস্থায় চান্দিনা সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ তিনি এখন চিকিৎসাধীন৷

শিক্ষার্থীদের ধমকও দেয়া যাবে না, শাসন করা থাক দূরের কথা! শিক্ষকদের কাছ থেকে শাসনের অধিকার কেড়ে নেয়ায় শিক্ষার্থীদেরা এখন শিক্ষকের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে৷

অতি দ্রুত শিক্ষক সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে৷

03/05/2023
কুমিল্লা মুরাদনগরে জামায়াতে নামাজ আদায়কারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ। আজ সোমবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা মুরাদনগর উপজে...
01/05/2023

কুমিল্লা মুরাদনগরে জামায়াতে নামাজ আদায়কারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ।

আজ সোমবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা মুরাদনগর উপজেলার ১ নং শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন মোহাম্মদপুর সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামের সকল মসজিদের মক্তবের জামায়াতে নামাজ আদায়কারী ৩৫ জন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক
রেদওয়ান আহমেদ সজল, সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মফিজ উদ্দীন মুন্সী, জনাব মোঃ জাফর মোল্লা, শুভাকাঙ্ক্ষী মোঃ আলমগীর হোসাইন, আবু সালেহ, সহঃ অর্থ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, সহঃ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল হাসান বাবুল, সহঃ প্রবাসী সম্পাদক
মোঃ বশির আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, প্রবাসি সদস্য
আবু বকর মোঃ হোসাইন ও অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাতা পরিচালক রেদওয়ান আহমেদ সজল বলেন, "আমরা গ্রামের কোমলমতি শিশুদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের প্রতি আগ্রহ ও নৈতিক শিক্ষাদানসহ নামাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এ কার্যক্রম হাতে নিয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম আরও বহৎ আকারে অব্যাহত থাকবে।"

প্রতিষ্ঠাতা পরিচালক এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন মুরাদনগর উপজেলার শ্রেষ্ঠ ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদস্য সচিব মাওঃ মোঃ মিছবাহ উদ্দীন ভূঁইয়া, মোহাম্মদপুর পশ্চিম পাড়া নূরে মদিনা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ এহসান বিন পিয়ার আহমেদ।

■  কিছু কথাসোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দ...
03/09/2022

■ কিছু কথা
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি মসজিদ বাদ দিয়ে বাংলাদেশের বেশীরভাগ নৈমিত্তিক ও প্রান্তিক ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে যে ব...
22/08/2022

ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি মসজিদ বাদ দিয়ে বাংলাদেশের বেশীরভাগ নৈমিত্তিক ও প্রান্তিক ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে যে বেতন পান তা ভদ্র সমাজে উল্লেখ না করলেই ভদ্রতা বজায় থাকে। এক রাতের মাহফিলের জন্য বক্তা এনে তাকে লাখ টাকা দিচ্ছেন, আর সারা বছর যার পেছনে নামায পড়ছেন তাকে ঠকিয়ে ভাবছেন নিজেরা জিতে যাচ্ছেন।

ইমামকে তার প্রাপ্য সঠিক বেতন দিতে না পারলে কে বলেছে আপনাদের মসজিদে এসে নামাজির বেশ ধরতে? আপনারা কেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ দখল করে বসে আছেন?

ইমামদের সম্পর্কে মহান আল্লাহ’র বাণীও হয়তো আপনারা ভুলে গিয়েছেন,
وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا
আর আমি তাদেরকে ইমাম বানিয়েছি যাদের মাধ্যমে মানুষ কল্যাণের পথ পেতে পারে।

দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে আপনাদের নাভিশ্বাস উঠেছে, ইমামদের কি আল্লাহ বনী-ইসরায়েলদের মতো "মান্না ও সালোয়া" নামের আসমানি খাবার পাঠাচ্ছেন? শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে পারে, শিক্ষকরা শহীদ মিনারের সামনে অনশন করতে পারে, ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকরা ধর্মঘটের হুমকি দিতে পারে, অথচ ইমামরা যদি বেতন বৃদ্ধির দাবী জানায় তখন আপনাদের মনে হয় তারা "ধর্মব্যবসা" করছে। আফসোস আপনাদের জন্য।

আজই সকল ইমামাদের বেতন বৃদ্ধির দাবী জানাচ্ছি স্থানীয় পর্যায়ের মসজিদ কমিটিগুলোর কাছে। জাতীয় পর্যায়ে দাবী জানাচ্ছি, ইমামদের স্থায়ী বেতন কাঠামো তৈরী করে দিয়ে সকল মসজিদ কমিটিকে সেটা মানতে বাধ্য করে ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when BR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share