Baby Healthcare and Nutrition

Baby Healthcare and Nutrition Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baby Healthcare and Nutrition, Digital creator, Cumilla.

আপনার শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক যে কোন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
ডাঃ মোঃ মোশাররফ হোসেন
এমবিবিএস, পিজিটি(মেডিসিন)
এমএস(শিশু সার্জারী), সিসিডি(বারডেম)
সিএমই (চর্মরোগ)-ইইউ
🏥বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)🏥

চেম্বারে এখন অনেক ছোট ছোট বাচ্চা আসে পায়ে ব্যথা নিয়ে, পায়ে ব্যথায় রাতে ঘুম হয়না, ছটফট করে।  🔷দিনে ও রাতে পর্যাপ্ত বিশ্রা...
12/07/2025

চেম্বারে এখন অনেক ছোট ছোট বাচ্চা আসে পায়ে ব্যথা নিয়ে, পায়ে ব্যথায় রাতে ঘুম হয়না, ছটফট করে।

🔷দিনে ও রাতে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করুন। বিশেষ করে বাচ্চা যেন রাত ৯টার পর কোনোভাবেই সজাগ না থাকে। ৮ ঘন্টা ঘুমানো শরীরের জন্য খুব প্রয়োজন।

🔷১০-২০ মিনিট বরফ দিয়ে পায়ে ম্যাসাজ করুন।

🔷ঘুমানোর আগে পায়ের হাটু পর্যন্ত ইষৎ উষ্ণ গরম পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন।

🔷উপরের নির্দেশনা অনুসরণ করার পরেও যদি ব্যথা না কমে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

[নোট: সব ব্যথা শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবে হয়না। গ্রোয়িং পেইন, মাসল ক্র‍্যাম্প,অতিরিক্ত ফিজিক্যাল এক্টিভিটির কারণেও হয়]

04/07/2025

জ্বর হওয়া মাত্রই এন্টিবায়োটিক দিবেন না 👆

01/07/2025

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬,ভিটামিন সি ও ফাইবার আছে।
বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মত কাজ করে এই ফল❣️

30/06/2025

শিশুর কোষ্ঠকাঠিন্যের অন্যতম প্রধান কারণ শিশুর খাদ্যাভ্যাস 😥

চর্মরোগে অবহেলা নয়❣️
29/06/2025

চর্মরোগে অবহেলা নয়❣️

এ এক অদ্ভুত ব্যস্ততা!  বাচ্চার হাতে মোবাইল দিয়ে জরুরী কোনো কাজ সারছেন অভিভাবক। বাচ্চা যন্ত্রণা দিলোনা, কাজও শেষ হলো। বাচ...
25/06/2025

এ এক অদ্ভুত ব্যস্ততা!
বাচ্চার হাতে মোবাইল দিয়ে জরুরী কোনো কাজ সারছেন অভিভাবক। বাচ্চা যন্ত্রণা দিলোনা, কাজও শেষ হলো। বাচ্চার কিছু ক্ষতি হলে দোষের কি!

25/06/2025

শুভ সকাল।
বাচ্চার জন্য সকালের খাবার খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিকর সকালের নাস্তা বেছে নিন। কি খাওয়ালেন সকালের নাস্তায়?

17/06/2025

"সুস্বাস্থ্য নাকি গলুমলু বাচ্চা " চয়েসটা থাকে মায়েদের।

চর্মরোগ ভালো হওয়ার জন্য রেগুলার ফলোআপ খুব গুরুত্বপূর্ণ।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পর পর অবশ্যই ফলোআপে যা...
08/06/2025

চর্মরোগ ভালো হওয়ার জন্য রেগুলার ফলোআপ খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পর পর অবশ্যই ফলোআপে যাবেন। এই বিষয়ে আমরা অনেক সময় অসচেতনতা দেখি রোগীদের মধ্যে। একবার চিকিৎসা নিয়ে অনেকে একটু সুস্থ্য দেখলেই বাচ্চাকে আর রেগুলার ফলোআপে নিয়ে আসেন না। ফলে চর্মরোগ পুনরায় ফিরে আসে।
#স্কিন

08/06/2025

গরুর মাংস খেলে অনেকের এলার্জি সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে মায়েদের এলার্জি না হলেও বাচ্চাদের এলার্জি দেখা দেয়। ত্বক, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এই লক্ষণগুলো দেখলে অবশ্যই গরুর মাংস খাবেন না এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।
শুভকামনা ❤️

ঈদ মোবারক 🌼
07/06/2025

ঈদ মোবারক 🌼

মাঝে মাঝে অনেক অসাধারণ মায়েদের মুখোমুখি হই চেম্বারে । যেমন আজ। বাচ্চার বয়স ৬ শেষ হয়ে ৭ মাসে পরলো। মা বাচ্চাকে নিয়ে চেম্ব...
31/05/2025

মাঝে মাঝে অনেক অসাধারণ মায়েদের মুখোমুখি হই চেম্বারে । যেমন আজ। বাচ্চার বয়স ৬ শেষ হয়ে ৭ মাসে পরলো। মা বাচ্চাকে নিয়ে চেম্বারে এসেছেন সামান্য সর্দি আর বাচ্চাকে কি কি খাওয়াবেন তার একটা পূর্নাঙ্গ চার্ট নিতে। রোগীর হিস্ট্রি নেওয়ার সময় বুঝলাম বাচ্চাটা অনেক স্পেশাল উনার কাছে। লম্বা সময় চেষ্টা করেছেন মা হওয়ার জন্য। সন্তান হয়নি। পরবর্তীতে বাচ্চাটাকে এডপ্ট নিয়ে নিজের মাতৃত্বের দুঃখ ঘুচিয়েছেন। ছোটো ছোটো বিষয়ে উনার অনেক খেয়াল। সাধারণত মায়েরা বাচ্চার খাবারে যে ভুল গুলো করেন তিনি সেগুলো করেন না। বাচ্চাকে কোন জিনিস কতটা খাওয়াবেন, মালিশ করবেন কিনা, ওয়াকার কিনবেন কিনা এমন অনেক প্রশ্ন। যদি ও উত্তরগুলো উনিও জানেন কারন উনি অবসর পেলেই বাচ্চাদের প্যারেন্টিং এর বিভিন্ন বই ও আর্টিকেল পড়েন। এবং তার বাচ্চাটা মাশা-আল্লাহ অনেক সুস্থ্য ও সুস্বাস্থ্যের অধিকারী। এমন সচেতন মায়েদের দেখলে মনটা ভালো হয়ে যায়।
চুপচাপ একটা বাচ্চা, হাসি, দুষ্টামি তারপর মায়ের কোলে ঘুম। আশাবাদী হই,স্বপ্ন দেখি; কোনোদিন হয়তো সব মায়েরা এমন সচেতন হবেন, সবগুলো কোল হয়তোবা এমন নিরাপদ হবে।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Baby Healthcare and Nutrition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baby Healthcare and Nutrition:

Share