Dr. Md Mosarrof Hossain

Dr. Md Mosarrof Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Mosarrof Hossain, Digital creator, Cumilla.

আপনার শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক যে কোন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
ডাঃ মোঃ মোশাররফ হোসেন
এমবিবিএস, পিজিটি(মেডিসিন)
এমএস(শিশু সার্জারী), সিসিডি(বারডেম)
সিএমই (চর্মরোগ)-ইইউ
🏥বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)🏥

নুডলসে TBHQ (প্রিজারভেটিভ),MSG (ফ্লেভার), সোডিয়াম বেশী পরিমাণে আছে এটি কে না জানে? তবুও আমরা বাচ্চাকে নুডলস খাওয়াই নাকি ...
25/11/2025

নুডলসে TBHQ (প্রিজারভেটিভ),MSG (ফ্লেভার), সোডিয়াম বেশী পরিমাণে আছে এটি কে না জানে? তবুও আমরা বাচ্চাকে নুডলস খাওয়াই নাকি কলা?

ফর্মুলা দুধে আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, এক্সট্রা সুগার আছে জানার পরেও কি আমরা বাচ্চাকে মায়ের বুকের দুধের পাশাপাশি ফর্মুলা খাওয়াই না?

সেরিলাক ইউকে, সুইজারল্যান্ড, জার্মানির মার্কেটে জিরো সুগ্যার দিয়ে ডিস্ট্রিবিউশন করা হলেও এশিয়ান মার্কেটে প্রতি স্কুপে ১.৫ চামুচ চিনি দেয়া হয়। এটা জানার পরেও আমরা সেরিলাক কি দেই না?

বাচ্চাদের জন্য দ্বিতীয় মহামারী হিসাবে রুপ নিচ্ছে কন্সটিপেশন বা টয়লেট না হওয়া বা শক্ত হওয়া। পরের আর্টিকেলে বাচ্চাদের কন্সটিপেশনের আদ্যোপান্ত উল্ল্যেখ করা হবে। আপনারা যে বিষয়ে জানতে চান জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর ইনশাআল্লাহ চেষ্টা করবো তুলে আনার।
[আপনাদের ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবসাইট, ফ্রিতে সকল স্বাস্থ্য সমস্যার আপডেট পাবেন ]

24/11/2025

সর্দিকাশি, ঠান্ডা লাগা নিয়ে যত প্রশ্ন আছে আশা করি এই লেখাটি পড়লে উত্তর পাবেন। লেখাটি আপনার জন্য হেল্প-ফুল হলে মতামত দিবেন।
লিংক প্রথম কমেন্টে

একজন ফর্মুলা দুধ খাওয়া বাবু আর ব্রেস্টফিডিং করা বাবুর পার্থক্যগুলো খুব চোখে পড়ে।  হেলদি,হ্যাপি, দেখতে একই রকম মনে হলেও ই...
16/11/2025

একজন ফর্মুলা দুধ খাওয়া বাবু আর ব্রেস্টফিডিং করা বাবুর পার্থক্যগুলো খুব চোখে পড়ে। হেলদি,হ্যাপি, দেখতে একই রকম মনে হলেও ইন্টারনাল হেলথ (ইমিউনিটি) , ডাইজেশন এবং গ্রোথ প্যাটার্নে অনেক তফাৎ দেখা যায়। বিশেষ করে ফর্মুলা দুধ খাওয়া বাবুদের শরীরে ফ্যাট অনেক বেশী থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

🤱বাচ্চার কাশি থাকলে বা বুকের দুধ খাওয়ানোর সময় বারবার কাশি আসলে কি করবেন?  👨‍⚕️সোফা বা খাটে বালিশের সাপোর্ট দিয়ে আধ-শোয়া ...
14/11/2025

🤱বাচ্চার কাশি থাকলে বা বুকের দুধ খাওয়ানোর সময় বারবার কাশি আসলে কি করবেন?
👨‍⚕️সোফা বা খাটে বালিশের সাপোর্ট দিয়ে আধ-শোয়া অবস্থায় বাচ্চার পেটকে নিজের পেটের উপর রেখে বুকের দুধ খাওয়াবেন। এই পজিশনকে Laid-Back Nursing পজিশন বলে।
এই পজিশনে গ্র‍্যাভিটি দারুনভাবে কাজ করে। বুকের দুধের ফাস্ট সাপ্লাই কমে যায় ফলে বাচ্চার অনাকাঙ্ক্ষিত কাশি উঠে না। মাথা কান,ঘাড়ের পজিশন ছবিতে লক্ষ্য করুন। এবং পেট ও পা নিচের দিকে স্ট্রেইট থাকবে।

চুলকানির অনেক রুপ😟
12/11/2025

চুলকানির অনেক রুপ😟

15/10/2025

বাচ্চাকে টিসিভি (টাইফয়েড) ভ্যাকসিন দেয়া হয়ে গেছে কার কার?

চেম্বারে এখন অনেক ছোট ছোট বাচ্চা আসে পায়ে ব্যথা নিয়ে, পায়ে ব্যথায় রাতে ঘুম হয়না, ছটফট করে।  🔷দিনে ও রাতে পর্যাপ্ত বিশ্রা...
12/07/2025

চেম্বারে এখন অনেক ছোট ছোট বাচ্চা আসে পায়ে ব্যথা নিয়ে, পায়ে ব্যথায় রাতে ঘুম হয়না, ছটফট করে।

🔷দিনে ও রাতে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করুন। বিশেষ করে বাচ্চা যেন রাত ৯টার পর কোনোভাবেই সজাগ না থাকে। ৮ ঘন্টা ঘুমানো শরীরের জন্য খুব প্রয়োজন।

🔷১০-২০ মিনিট বরফ দিয়ে পায়ে ম্যাসাজ করুন।

🔷ঘুমানোর আগে পায়ের হাটু পর্যন্ত ইষৎ উষ্ণ গরম পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন।

🔷উপরের নির্দেশনা অনুসরণ করার পরেও যদি ব্যথা না কমে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

[নোট: সব ব্যথা শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবে হয়না। গ্রোয়িং পেইন, মাসল ক্র‍্যাম্প,অতিরিক্ত ফিজিক্যাল এক্টিভিটির কারণেও হয়]

04/07/2025

জ্বর হওয়া মাত্রই এন্টিবায়োটিক দিবেন না 👆

01/07/2025

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬,ভিটামিন সি ও ফাইবার আছে।
বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মত কাজ করে এই ফল❣️

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Mosarrof Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md Mosarrof Hossain:

Share