আমাদের টেলিভিশন - ATv

আমাদের টেলিভিশন - ATv দেবিদ্বারের সব খবর সবার আগে পেতে লাইক-সেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন-ধন্যবাদ

20/05/2022

জুমার নামাজের যেসব প্রস্তুতি গুরুত্বপূর্ণ আমল

ইসলাম ডেস্ক: আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’ কিন্তু জুমার নামাজে যাওয়ার আগে রয়েছে বিশেষ কিছু প্রস্তুতি। এ প্রস্তুতিগুলো আবার জুমার দিনের ফজিলতপূর্ণ আমলও বটে। এতেও মিলবে সওয়াব এবং উপকারিতা। নামাজের যাওয়ার আগের সেসব প্রস্তুতি ও ফজিলতগুলো কী?

জুমার নামাজ পড়তে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া সুন্নাত ও সওয়াবের কাজ। জুমা পড়তে যাওয়ার আগে এ প্রস্তুতিগুলো নেওয়ার ব্যাপারে জোর দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কারণ হলো, নামাজের আজান বা সময় হওয়ার সঙ্গে সঙ্গে যেন মসজিদে গিয়ে উপস্থিত হওয়া যায়। জুমার দিনের প্রস্তুতিগুলো হলো-

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা

জুমার দিন নামাজের যাওয়ার আগে শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। চুল, নখ, গোঁফ এবং অযাচিত পশম পরিষ্কার-পরিচ্ছন্ন করা। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলের আগে সাধ্যমতো পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র হতে বলেছেন।

২. দাঁত ও মুখ পরিষ্কারে মেসওয়াক করা

গোসলের আগে মুখের দুর্গণ্ধ দূর করতে দাঁত ব্রাশ করা বা মাজন ব্যবহার করা। জুমার নামাজসহ সব নামাজ ও অজুর আগে মেসওয়াক করার কথাও বলেছেন বিশ্বনবি। এটি জুমার আগের একটি আবশ্যক কাজ। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা, মেসওয়াক করা এবং যথাসাধ্য সুগন্ধি ব্যবহার করা কর্তব্য।’ (মুসলিম)

৩. উত্তমভাবে গোসল করা

জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য উত্তমরূপে গোসল করাও ইবাদতের অন্তর্ভূক্ত। জুমার দিন গোসল করার ব্যাপারে রয়েছে জোর দিকনির্দেশনা। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত-

> রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে (নামাজের আগে পবিত্রতার অর্জনের উদ্দেশ্যে) গোসল করবে; এ গোসল (তার জন্য) উত্তম।’ (তিরমিজি)

> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমুআর নামাজে আসলে সে যেন গোসল করে।’ (বুখারি)

> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, ‘ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমুআর দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবি (মসজিদে) আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে শুধু অজু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেবল অজুই? অথচ আপনি জানেন যে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (জুমার নামাজ পড়ার জন্য) গোসলের নির্দেশ দিতেন।’ (বুখারি)

> হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমুআর দিনে প্রত্যেক সাবালক তথা প্রাপ্ত বয়স্কদের জন্য গোসল করা ওয়াজিব বা আবশ্যক।’ (বুখারি)

৪. সুগন্ধি ও তেল ব্যবহার করা

জুমার নামাজের জন্য প্রস্তুতিস্বরুপ দেহের দুর্গন্ধ দূর করা, সে জন্য গোসল করা এরপর তেল ও সুগন্ধি তথা আতর ব্যবহার করা। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, যথাসাধ্য পবিত্রতা অর্জন করবে, তেল ব্যবহার করবে, অথবা নিজ পরিবারের সুগন্ধি নিয়ে ব্যবহার করবে, এরপর (জুমার জন্য) বের হয়ে (মসজিদে) দুই নামাজির মাঝে ফাঁক সৃষ্টি করবে না (কাতার চিরবে না), এরপর ভাগ্যে যা লিখা ছিল সে পরিমাণ নামাজ পড়বে; তারপর ইমাম খুতবা দিলে চুপ থাকবে, সে ব্যক্তির ওই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত কৃত পাপ মাফ হয়ে যাবে।’ (বুখারি, মিশকাত)

৫. সুন্দর ও উত্তম পোষাক পরা

জুমার নামাজের জন্য সাধ্যমত উত্তম পোশাক পরে মসজিদে আসা। যদি নতুন পোশাক না থাকে তবে যে পোশাক আছে তা জুমার নামাজের জন্য ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা। হাদিসে এসেছে-

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমাদের কেউ যদি জুমার দিনে তার কর্মক্ষেত্রে ব্যবহৃত দু'টি কাপড় ব্যতিত অন্য দু'টি (উত্তম) কাপড় ব্যবহার করতে সক্ষম হয় তাহলে সে যেন তা ব্যবহার করে।’ (আবু দাউদ, মিশকাত)

৬. হেঁটে হেঁটে মসজিদে যাওয়া

জুমার নামাজের জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি না করে মসজিদের দিকে পায়ে হেঁটে রওয়ানা হওয়া। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন (মাথা) ধৌত করে ও যথা নিয়মে গোসল করে, সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হয়, (যানবাহনে) না ওঠে পায়ে হেঁটে (মসজিদে) যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে (খুতবা) শুনে এবং কোনো অসার ক্রিয়া-কলাপ করে না, সে ব্যক্তির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বৎসরের নেক আমল ও তার (সারা বছরের) রোজা ও নামাজের সওয়াব লাভ হয়!’ (মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও ইবনে মাজাহ)

জুমার দিন নামাজের যাওয়ার আগে এসব প্রস্তুতিগুলো সুন্নাত আমল ও সওয়াবের ফজিলতপূর্ণ কাজ। এছাড়াও এ দিনের বিশেষ কিছু স্বতন্ত্র আমল রয়েছে। তাহলো-

বিশেষ আমল

জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত মুমিন মুসলমানের জন্য রয়েছে বিশেষ ৩ আমল। তাহলো-

১. সুরা কাহফ তেলাওয়াত করা

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।’ (নাসাঈ, বাইহাকি, মুস্তাদরাকে হাকেম)

সুরা কাহফের আরও ফজিলত ও বৈশিষ্ট্য

- অন্য বর্ণনায় আছে, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য তার ও কাবা শরীফের মধ্যবর্তী জ্যোতির্ময় হবে।’ (বাইহাকি)

- যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, সে আটদিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।

- এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব (কবিরা গোনাহ ব্যতিত) গোনাহ মাফ হয়ে যাবে।

২. বেশি বেশি দরূদের আমল করা

জুমার দিনে বেশি বেশি দরূদ পড়া উত্তম ও ফজিলতপূর্ণ। যদি কোনো ব্যক্তি একবার দরূদ পড়ে তবে তার প্রতি ১০টি রহমত নাজিল হয়। আর যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিসে পাকে এসেছে-

> ‘তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরূদ পাঠ কর। যেহেতু তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়ে থাকে।’ (আবু দাউদ)

> তিনি আরও বলেন, ‘জুমার রাত ও দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পড়। আর যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়বে; সে ব্যক্তির উপর আল্লাহ ১০ বার রহমত বর্ষণ করবেন।’ (বাইহাকি)

৩. জুমার দিন বিশেষ মুহূর্ত ও দোয়া

জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নামাজে অতিবাহিত করা উত্তম। কিন্তু এ নামাজের অতিবাহিত করার অর্থ হলো- আসর নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ-তাহলিলে অতিবাহিত করা। দরূদ পড়া। বেশি বেশি ইসতেগফার করা। আর তাতেই নামাজে অতিবাহিত করার সাওয়াব মিলবে। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে-

> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, ‘এতে (এ দিনে) কিছু সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন। তিনি হাতের ইশারায় দেখিয়ে দেন যে, ওই সময়টি (খুবই) অল্প।’ (বুখারি)

> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে, তিনি তাকে তা অবশ্যই দেবেন। আর সেটি হলো আসরের পর।’ (বুখারি, মুসনাদে আহমাদ)

> হজরত জাবির ইবনু আব্দিল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুমার দিন ১২ ঘণ্টা সময়; এর মধ্যে একটি সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে, তিনি তাকে তা অবশ্যই দেবেন। সুতরাং তোমরা আসরের পর শেষ সময়টুকুতে তা অনুসন্ধান কর।’ (আবু দাউদ)

> হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, তুমি কি তোমার পিতাকে জুমার দিনের (বিশেষ) সময়ের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ?

আমি বলি, ‘হ্যাঁ’, আমি তাকে বলতে শুনেছি, আমি (আবু ‍মুসা আশআরি) আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- সেটি হলো ইমামের (বৈঠকে) বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানের সময়টুকু।’ (মুসলিম)

আল্লামা ইবনুল কায়্যিম ও অন্যান্য ইসলামিক স্কলারগণ যে মতটি দিয়েছেন, তাহলো- জুমার দিন দোয়া কবুলের সেই সময়টি হলো আসরের পর। (যাদুল মাআদ)

আল্লামা ইবনুল কায়্যিম বলেন, আমার মতে নামাজের সময়টি মূলত এমন এক সময়, যখন দোয়া কবুলের আশা করা যায়। (সাধারণত নামাজের সময় ও আসরের পর-) উভয়টি হলো দোয়া কবুলের সময়; যদিও বিশেষ এ সময়টি হলো আসরের পর। এটি নির্দিষ্ট। আগে পরে হওয়ারও কোনো সুযোগ নেই। তবে ‘নামাজের সময়’ কথাটি নামাজের আগের ও পরের উভয় সময়কেই বোঝায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন আগাম প্রস্তুতি গ্রহণ করে আগে আগে মসজিদে যাওয়ার তাওফিক দান করুন। বিশেষ আমলে জুমার দিন অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন।

কুমিল্লার দেবিদ্বারে শ্মশানের জমি ফেরত পেতে ন্যায় বিচার প্রত্যাশী কল্পনা রানী সূত্রধর।-বিস্তারিত আসছে
12/05/2022

কুমিল্লার দেবিদ্বারে শ্মশানের জমি ফেরত পেতে ন্যায় বিচার প্রত্যাশী কল্পনা রানী সূত্রধর।-বিস্তারিত আসছে

কুমিল্লার দেবিদ্বারে শ্মশানের জমি ফেরত পেতে ন্যায় বিচার প্রত্যাশী কল্পনা রানী সূত্রধর

দেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে শত বছরের পুরানো শ্মশানের জায়গা অবৈধ দখল এবং নিজের নামে রেকর্ড করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কুরুইন গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র স্থানীয় মাটি ব্যবসায়ী জনৈক আবদুল মোমেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

শ্মশানের জমিটি ফিরে পেতে কল্পনা রানী সুত্রধর নামের এক বৃদ্ধা আদালতের দারস্থ হয়েছেন। যা মোকাম কুমিল্লার দেবিদ্বার থানা সহকারী জজ আদালত, দেওয়ানী মামলা নং-১৪৩/২০১৯ইং।বেশ কিছু দিন আগে ওই স্থানে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য দেবিদ্বার থানায়ও হিন্দু পরিবারের পক্ষ থেকে শ্মশানঘাট রক্ষায় লিখিত অভিযোগ করা হয়েছিল। দেবিদ্বার থানা পুলিশ এই সম্পতিতে শান্তি শৃংখলা রক্ষায় ব্যবস্থাও নিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোহনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুরুইন মৌজায় ১০৮ নম্বর খতিয়ানের ১৯৯ নম্বর দাগের ১১ শতক সম্পত্তি যা শ্মশান ছিল। মোমেন তা নিজের নামে বিএস রেকর্ড করে নিয়েছে এবং মৃত রোশমত আলীর পুত্র আবদুর রহিম নামের এক জনের কাছে কিছু জমি বিক্রিও করে দিয়েছে। বর্তমানে ওই স্থানে শ্মশানের কোন অস্থিত্ব নাই। শ্মশানের স্থানটি ব্যবহার করার পয়তারা চলছে। স্থানীয় গন্যমান্যরা আবদুর রহিমকে জমিটি ক্রয় করতে নিষেধ করা সত্বেও আবদুর রহিম শ্মশানের জমিটি ক্রয় করেছে। এতে করে এলাকাবাসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কল্পনা রানী সুত্রধর বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই,স্বামীর বাড়িতে থাকি এই সোযোগে আমাদের শ্মশানের জমিটি মোমেন রেকর্ড করে নিয়েছে। রেকর্ড বাতিলের জন্য আমি আদালতে মামলা করেছি। আমি যেন ন্যায়বিচার পাই কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন।

তদন্তকারী অফিসার বলেন বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে,একটা পক্ষ জমিটি ব্যবহারের চেষ্টা করছিল। শান্তি শৃংখলা রক্ষায় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ যেন ওই স্থানে কাজ না করে বলে আসা হয়েছে।

পবিত্র শবে কদর বৃহস্পতিবার
27/04/2022

পবিত্র শবে কদর বৃহস্পতিবার

পবিত্র শবে কদর বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: আগামীকাল পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।

মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগি করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিলো। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত করবেন।

পবিত্র শবে কদর উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটির আয়োজক ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (২৭শে এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন জানায়, বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা এহসানুল হক।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

১লা বৈশাখ শুভ নববর্ষ ১৪২৯ ,বাংলা নতুন বছরের সূচনা আজ । নতুন বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ।- শুভেচ্ছান্তে, গো...
13/04/2022

১লা বৈশাখ শুভ নববর্ষ ১৪২৯ ,বাংলা নতুন বছরের সূচনা আজ । নতুন বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ।- শুভেচ্ছান্তে, গোলাম ফারুক ভুইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,জিএফবি গ্রুপ।

10/04/2022

তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার তিনি এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন।

এই কর্মসূচি একান্তই ব্যক্তিগত উদ্যোগ উল্লেখ করে সোহেল তাজ লিখেছেন, রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল ৪ টায় গণভবনের উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করব। কেউ চাইলে যোগ দিতে পারেন। না আসলে একাই যাব। ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ ৩টি দাবির কথা বলেছেন। দাবিগুলো হচ্ছে- ১০ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করতে হবে।

৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

22/03/2022

কুমিল্লার দেবিদ্বারের ধামতীতে মাসুম নামের এক দোকানিকে ছুরি দিয়ে কুপিয়ে নাড়িভুঁড়ি বের করে দিয়েছে কিশোর গ্যাংরা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে হাইস্কুল মার্কেট এলাকায় ধামতী গ্রামের রমজান আলীর পুত্র মো.মাসুম (২৭) নামে এক দোকানিকে ছুরি দিয়ে কুপিয়ে নাড়িভুঁড়ি বের করে দিয়েছে কিশোর গ্যাংরা।

শুক্রবার (১৮মার্চ) রাত ১১ টার দিকে (শবে বরাত নামোজের সময়) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শবে বরাত নামোজের সময় ছোট একটি বাচ্চাকে কিশোর গ্যাংরা মারধর করলে মাসুমের ছোটভাই স্বাধীন প্রতিবাদ করে। এর জের ধরে স্বাধীনকেও মারে সোহাগের কিশোর গ্যাংরা। মাসুম এ সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন। স্বাধীনকে মারছে ফোনে খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে মাসুম। সোহাগসহ কয়েকজন মাসুমকেও মারে এবং উপর্যুপরি ছুড়ি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার পেটের ভুড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিক তাকে প্রথমে দেবিদ্বার ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাসুমের বোন আঁখি এবং তার স্ত্রী আমাদের দেবিদ্বার কে বলেন, মাসুমের অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক, ইতি মধ্যে ৬ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে,অনেক সেলাই লেগেছে, দোয়া করবেন।

Address

Debidwar
Cumilla
3530

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের টেলিভিশন - ATv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের টেলিভিশন - ATv:

Share

আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি এক ও অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান (মানবতার জয় হোক)মানুষ মানুষের জন্য।

মানুষ মানুষের জন্য।