
10/06/2024
বিন্দিঁয়া সাজঁঘরের মৌ আপু আমাদের কুমিল্লার মেয়ে। আমি পার্সোনালি আপুর অনেক বড় ফেন ছিলাম। আপুকে যারা খুব কাছ থেকে দেখেছে তারা বলতে পারবে আপু কতটা অমায়িক একজন মানুষ। তার মধ্যে কোনো অহংকার নেই। খুব মিশুক একজন মানুষ ।
আপু খুব অল্প দিনে গণমাধ্যমে পরিচিত একজন মুখ হয়ে উঠেছিলেন। সবাই ওনাকে অনেক পছন্দ করতো। কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে যেমন উপরে উঠতে পারে ঠিক তেমনি তার কর্মের মাধ্যমে নিচেও নামতে পারে।
Bindiya Sajghor বিশ্বাস করো আপু তোমার থেকে এইটা আশা করিনি। জানিনা তুমি কোন উদ্দেশ্যে এই ফালতু ২ টা মানুষকে নিয়ে আসছো। ওরা আমাদের সমাজের জন্য আবর্জনা। তুমি তানিশার অনেক প্রশংসা করেছো, বলেছো নাজিমের সাথে নাকি তানিশাকেই মানায়ছে। আমরাও যদি বলি ভাইয়ার সাথে তোমাকে মানাই নি তখন তোমার কেমন লাগবে বলো। একটা মেয়ে হয়ে তুমি তানিশা আর নাজিমকে যতটা সার্পোট করছো। সত্যি মন থেকে উঠে গেলা। 🥹😑🙂