Ansarytv24

Ansarytv24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ansarytv24, Digital creator, Cumilla.

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ..
কুরআন তিলাওয়াত,ওয়াজ,মাহফিল,গজলসহ সুস্থ বিনোদন এবং ইসলামি বিশ্বের সমসাময়িক গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে সসবসময় লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজের সাথেই থাকুন।👇Subscribe to Channel https://www.youtube.com/

 #ব্রেকিং কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃ*ত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।...
27/05/2025

#ব্রেকিং কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃ*ত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃ*ত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজানিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমা...
26/05/2025

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী ঘোষনা করা হয়েছে মুফতি আমীর হামজাকে।

শনিবার (২৫মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস , অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষনা করা হয়।

সেসময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষনা সম্পূর্ন হয়েছে।

প্রধান অতিথি বলেন একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোন নির্বাচন মেনে নেবে না।

জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাইনা। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারনা আপনাদের কাজ করতে আরো সহজ হবে মানুষের ধারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।
সেসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ। আল্লাহ তায়ালা প্রিয় আমির হামজা ভাইয়ের হাতকে শক্তিশালী করুন ।আমীন

আলহামদুলিল্লাহ
25/05/2025

আলহামদুলিল্লাহ

প্রথমে আদর্শ, পরে ক্ষমতা: মওদুদী (রহ.)-এর চিন্তায় ইসলামী আন্দোলনের সুনির্দিষ্ট পথবর্তমান সময়ে ইসলামী আন্দোলন বা ইসলামী...
21/05/2025

প্রথমে আদর্শ, পরে ক্ষমতা: মওদুদী (রহ.)-এর চিন্তায় ইসলামী আন্দোলনের সুনির্দিষ্ট পথ

বর্তমান সময়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনৈতিক চেতনার পুনর্জাগরণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আগে কী করতে হবে? সাংগঠনিক প্রস্তুতি, নাকি সরাসরি রাজনৈতিক মাঠে ঝাঁপিয়ে পড়া?

এই প্রশ্নের বিশ্লেষণে বারবার ফিরে যেতে হয় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল আ’লা মওদুদী (রহ.)-এর চিন্তার কাছে। তিনি শুধু একজন লেখক বা দার্শনিকই ছিলেন না, বরং একজন সংগঠক, রাহবার এবং কার্যকর ইসলামী আন্দোলনের রূপকার। তার বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে—ক্ষমতার দিকে যাওয়ার আগে চাই আদর্শিক সংগঠন গঠন ও চারিত্রিক প্রস্তুতি।
-
১. ইসলামী রাষ্ট্রের পূর্বশর্ত: সংগঠন, আদর্শ ও চরিত্র

• মওদুদী (রহ.) তার বিখ্যাত বই "তেহরিকে ইসলামী কি আখলাকি বুনিয়াদেন"–এ বলেন: “ইসলামী আন্দোলন এমন লোকদের মাধ্যমেই সফল হবে যারা নিজেদের জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলেছে। নেতৃত্ব পেতে হলে প্রথমে এমন ক্যাডার সৃষ্টি করতে হবে যাদের ভেতরে নৈতিকতা, আদর্শ এবং একাগ্রতা রয়েছে।” (সূত্র: Tehrik-e-Islami ki Akhlaqi Bunyaden, পৃষ্ঠা ১৫)

তিনি জোর দিয়ে বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি পূর্ণাঙ্গ সভ্যতা ও মূল্যবোধের নাম। এই মূল্যবোধের বাহক হওয়ার মত শক্তিশালী, আদর্শিক এবং নৈতিক সংগঠন না থাকলে রাজনৈতিক ক্ষমতা ইসলামের জন্য উপকারী নয়, বরং ক্ষতিকর হতে পারে।
-
২. ক্ষমতা নয়, বরং আদর্শ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য

• মওদুদী (রহ.)-এর ভাষায়: “আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য হলো নেতৃত্বের পরিবর্তন, কিন্তু তা হতে হবে আল্লাহভীরু, আদর্শিক নেতৃত্বে রূপান্তরের মাধ্যমে।”
(সূত্র: তেহরিকে ইসলামী কি আখলাকি বুনিয়াদেন, পৃষ্ঠা ২১)
-
৩. সরাসরি রাজনীতি নয়, সাংগঠনিক প্রস্তুতিই তার পথ

• মুসলিম লীগ যখন সরাসরি ভারতবর্ষের রাজনৈতিক লড়াইয়ে অংশ নিচ্ছিল, তখন মাওলানা মওদুদী (রহ.) ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন "জামাআতে ইসলামী"। এ থেকেই স্পষ্ট বোঝা যায়, তিনি রাজনীতি করাকে অস্বীকার করেননি, কিন্তু রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন মনে করেছেন আদর্শিক দাওয়াত, চিন্তাগত প্রশিক্ষণ এবং সংগঠন গঠনকে।
-
৪. সতর্কতা: চরিত্রহীন নেতৃত্ব ইসলামী আন্দোলনের অন্তরায়

আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন:

• “যদি ইসলামের নামে এমন লোক ক্ষমতায় আসে, যাদের চিন্তা ও চরিত্র ইসলামী নয়—তাহলে তারা ইসলামকে আরও কলঙ্কিত করবে।”
(সূত্র: “Risala Dastoori Hayate Tayyiba”, পৃষ্ঠা ১০)
-
ধৈর্য, দাওয়াত ও কাঠামোগত নির্মাণ—এটাই মাওঃ সাহেবের বাতলে দেয়া পথ।

• মওদুদী (রহ.) ক্ষমতা বা রাষ্ট্রব্যবস্থাকে অস্বীকার করেননি; বরং তার কাছে ক্ষমতা হচ্ছে এক দীর্ঘ আদর্শিক সংগ্রামের ফলাফল। এজন্য তিনি সরাসরি রাজনৈতিক মাঠে ঝাঁপিয়ে পড়ার আগে নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
-
শেষ কথাঃ আজ যারা ইসলামী রাজনীতির কথা বলেন, তাদের উচিত মওদুদী (রহ.)-এর মত সংগঠন ও আদর্শ গঠনের ধাপে ধাপে পথ অনুসরণ করা। রাজনৈতিক ক্ষমতা তখনই কল্যাণকর হবে, যখন তার পেছনে থাকবে একটি আদর্শিক, আত্মশুদ্ধ সংগঠন—যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, ক্ষমতার জন্য নয়।
-
উৎস:-
• Tehrik-e-Islami ki Akhlaqi Bunyaden, মাওলানা আবুল আ’লা মওদুদী, পৃষ্ঠা ১৫–২১
• Risala Dastoori Hayate Tayyiba, পৃষ্ঠা ১০
• Siyasi Kashmakash, Vol. 1, পৃষ্ঠা ৫–৯
• Jamaat-e-Islami archives & Mawdudi.org

বর্তমান ঢাকার বাস্তবতা। ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ ব...
19/05/2025

বর্তমান ঢাকার বাস্তবতা।
ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ বের করল ব্যাগথেকে। বাসে বিক্রি করতে লাগল। মনেহল প্রফেসোনাল কোনো হকার সে নয়।

অনতিদূরে একটি সিট খালি পেয়ে বসেছে সে। এতো ভদ্রটাইপ হকার কখনও দেখিনি ঢাকা শহরে। সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম পড়ালেখা করে কি না। ছেলেটি বলল, জি ক্লাশ টেনে পড়ি।

- তো তুমি ফেরি করছো যে?

- আসলে আমার আব্বু স্কুল টিচার। বেসরকারি স্কুল। টিউশানিও বন্ধ, বেতনও বন্ধ। বাসা ভাড়া, খাওয়া খরচার ইনকামের সামর্থ্য নেই আব্বুর। শিক্ষক মানুষ অন্য কিছু করতেও লজ্জার ব্যপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমি পথে নেমেছি।

- এটা তোমার স্কুলব্যাগ?

- জি।

- কত থাকে দৈনিক?

- তা প্রায় ৬শ টাকার মত থাকে।

এরই মধ্যে আরেকটি স্টপেজ চলে এলে ছেলেটি নেমেগেল। আমি পিতৃত্বের চোখ দিয়ে চেয়ে রইলাম যতদূর দেখাযায়।

এখান থেকে শিক্ষা: আমরা অনেক সময় হকারদের অবজ্ঞার চোখে দেখি। কিন্তু এই ঘটনা দেখায়, একজন হকারও হতে পারে শিক্ষার্থী, ভদ্র, এবং দায়িত্ববান। বাইরের পোশাক নয়, মানুষের মূল্য মাপা উচিত তার মন ও আচরণ দিয়ে।

সারাংশে শিক্ষা:
সম্মানের সাথে পরিশ্রম করা লজ্জার নয় বরং গর্বের। পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়া সাহসের কাজ। এবং সমাজ হিসেবে আমাদের উচিত এমন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ানো।❤️ ""সংগৃহীত"""

10/05/2025

#ব্রেকিং আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে প্রেস ব্রিফিংয়ে যা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ১০/৫/২৫ইং

যৌতুক বিহীন বিয়ে করায় রংপুর জামায়াত ২০ নবদম্পতি কে উপহার দিয়েছে।রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহ...
08/05/2025

যৌতুক বিহীন বিয়ে করায় রংপুর জামায়াত ২০ নবদম্পতি কে উপহার দিয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এবং গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নবদম্পতির পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র।

নারী সং'স্কার ক'মিশনের সরাসরি কুরআন বি'রোধী ১০-টি সুপারিশ! নিজে জানুন অপরকে জানান!!-------------------------------------...
07/05/2025

নারী সং'স্কার ক'মিশনের সরাসরি কুরআন বি'রোধী
১০-টি সুপারিশ! নিজে জানুন অপরকে জানান!!
----------------------------------------------------------------
❝এক.
‘নারী সংস্কার কমিশন’ এর প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের ১১.৩.১ এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরী। উল্লিখিত অনুচ্ছেদে ‘সম্পত্তিতে সমান উত্তরাধিকার’ বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলিল:
للذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ.

অর্থ: একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ।’ (সুরা নিসা, আয়াত: ১১)

❝দুই.
প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ এর ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের (ডিজিটাল এক্সেস) ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ রোধ করা যায়। উল্লিখিত এই অনুচ্ছেদের ‘বহুবিবাহ রোধ’ অংশটি কুরআন ও হাদীসের সঙ্গে সাংঘর্ষিক।

কুরআন থেকে দলীল:
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ .

অর্থ: তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো, তাদের মধ্যে দুই, তিন বা চার জনকে বিয়ে করো। (সুরা নিসা, আয়াত: ৩)


উল্লিখিত আয়াতে সামর্থ থাকলে ও ন্যায়বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় না থাকলে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে। অথচ কমিশনের সংস্কার প্রতিবেদনে বহুবিবাহ রোধ করার কথা বলা হচ্ছে।

হাদীস থেকে দলীল:
عن ابني مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم : يا معشر الشباب من استطع فليتزوج فإنه أغض للبصر واحصن للفرج، البخاري (٥٠٦٦)، ومسلم (١٤٠٠)

তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। কেননা, সওম তার যৌনতাকে দমন করবে। (বুখারী শরীফ: ৫০৬৬, মুসলিম শরীফ: ১৪০০)

❝তিন.
বইয়ের দশম অধ্যায়ের শিরোনামে রয়েছে, ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’। উক্ত অংশটি সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ .

অর্থ: ‘সতর্ক হও! সৃষ্টি ও আদেশ একমাত্র তাঁরই (আল্লাহর)।’ (সূরা আল-আ’রাফ, আয়াত ৫৪)।

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ

অর্থ: ‘ফায়সালার অধিকার কেবল আল্লাহরই’। (সুরা ইউসুফ, আয়াত: ৪০)

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ.

অর্থ: ‘যে কেউ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার করে না, তারাই কাফির (অবিশ্বাসী)’। (সুরা মায়েদা, আয়াত: ৪৪)

❝চার.
দশম অধ্যায়ের ১০.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা’। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলিল:
يَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاء في المحيض ولا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللهُ ، إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ المتطهرين.

অর্থ: তারা আপনাকে ঋতুস্রাব (মাসিক) সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, এটি একপ্রকার কষ্ট। সুতরাং ঋতুমতী অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না। যখন তারা পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ দিয়েছেন, সেভাবেই তাদের কাছে গমন করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।” (সূরা আল-বাকারা, আয়াত ২২২)

হাদীস থেকে দলীল:
عَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو الْأَنْصَارِي الْبَدْرِي، قَالَ رَسُولُ اللهِ ﷺ: “إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ.”

অর্থ: আবু মাসউদ উকবা ইবনু আমর আল-আনসারী আল-বদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: “আগের নবীদের বাণীসমূহ থেকে যে কথাগুলো মানুষ পেয়েছে, তার একটি হলো: ‘যদি তোমার লজ্জা না থাকে, তবে তুমি যা খুশি তাই করো।” (সহীহ বুখারী, হাদীস নম্বর: ৩৪৮৩ ও ৬১২০)।

❝পাঁচ.
চতুর্থ অধ্যায়ের ৪.১ অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডার এর বিষয়ে বলা হয়েছে। যা সরাসরি কুরআন ও হাদীসের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
وَلَا مُرَنَّهُمْ فَلَيُغَيرُنَّ خَلْقَ اللهِ، وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا.

অর্থ: ‘আর আমি (শয়তান) অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আর যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানায়, সে তো স্পষ্ট ক্ষতিতে পড়ে।’ (সুরা নিসা, আয়াত: ১১৯)

হাদিস শরীফ থেকে দলীল:
لَعَنَ رَسُولُ الله المتستهين من الرِّجَالِ بالنِّسَاء، والمتشبهات من النِّسَاء بالرجال ( صحيح البخاري (٥٨٨٥)

অর্থ: ‘রাসূলুল্লাহ তাদের উপর লা’নত করেছেন যারা পুরুষ হয়েও নারীদের অনুকরণ করে এবং নারীরা যারা পুরুষদের অনুকরণ করে।’

❝ছয়.
ষষ্ঠ অধ্যায়ের ৬.৩.১ এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণপোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা।

উল্লিখিত এ অনুচ্ছেদে স্পষ্টভাবে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। যা সরাসরি কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ

অর্থ: পুরুষেরা নারীদের অভিভাবক (অভিযোগ-দায়িত্বশীল), কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। (সুরা নিসা, আয়াত: ৩৪)

للذَّكَرِ مِثْلُ حَظِ الْأُنثَيَيْنِ.

অর্থ: একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ।’ (সুরা নিসা, আয়াত: ১১)

❝সাত.
তৃতীয় অধ্যায়ের ৩.২.২.১.৪ এর ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে, শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা। যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে। পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মত একই আইনে সুবিধা প্রদান করবে।

উল্লিখিত এ অনুচ্ছেদে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধানের কথা বলা হয়েছে। যা সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُم بِأَفْوَهِكُمْ وَ اللهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيل.

অর্থ: “আর তোমাদের দত্তক পুত্রদেরকেও আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র বানাননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আর আল্লাহ সত্য কথা বলেন এবং তিনিই সঠিক পথের দিশা দেন।” (সূরা আল-আহযাব, আয়াত: ৪)

❝আট.
তৃতীয় অধ্যায়ের ৩.২.৩.১.১ এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, বহুবিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। এখানে বহুবিবাহ নিষেধের কথা বলা হয়েছে যা সরাসরি কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ .

অর্থ: “আর যদি তোমরা আশঙ্কা কর যে, ইয়াতিমদের ব্যাপারে ন্যায়বিচার করতে পারবে না, তবে যেসব নারী তোমাদের পছন্দ, তাদের মধ্যে থেকে দুই, তিন বা চারজনকে বিয়ে করো। (সূরা আন-নিসা, আয়াত: ৩)

❝নয়.
দ্বাদশ অধ্যায়ের ১২.৩.১১ এর ‘জ’ অনুচ্ছেদে বলা হয়েছে, শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এখানে যৌন কর্মকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে। যা কুরআন সুন্নাহর সাথে সংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ

অর্থ: “ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশ’ বেত্রাঘাত করো। আল্লাহর ধর্মে তাদের প্রতি কোনো ধরনের দয়া যেন তোমাদেরকে নিরুৎসাহিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখো। আর তাদের শাস্তির সময় মু’মিনদের একটি দল যেন উপস্থিত থাকে।” (সূরা আন-নূর, আয়াত: ২)

فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُونَ

অর্থ: “আর যারা এ ছাড়া অন্য কিছু কামনা করে, তারা সীমালঙ্ঘনকারী।” সূরা আল-মুমিনুন, আয়াত: ৭)

وَلَا تَقْرَبُوا الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

অর্থ: “আর ব্যভিচারের নিকটেও যেয়ো না। নিশ্চয় তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ।” (সূরা আল-ইসরা, আয়াত: ৩২)

হাদিস থেকে দলীল:
قوله عليه السلام: خُذُوا عني، خُذُوا عني قَدْ جَعَلَ اللهُ لَهُنَّ سَبِيلًا، الثيب بالنيب: الجلد مائة، والرَّجْمُ، وَالْبِكْرُ بِالْبِكْرِ الجَلْدُ مِائَةٌ، وَنَفْيُ سَنَةٍ

অর্থ: “তোমরা আমার কাছ থেকে জেনে নাও, তোমরা আমার কাছ থেকে জেনে নাও! আল্লাহ তাদের (ব্যভিচারী ও ব্যভিচারিণীদের) জন্য একটি পথ নির্ধারণ করেছেন: বিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে একশ’ বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড (রজম)। আর অবিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে একশ’ বেত্রাঘাত এবং এক বছর দেশ থেকে নির্বাসন।” (মুসলিম: ১৬৯০, আহমাদ: ২২৭০৩, ইবনে মাজাহ: ৪৪৪৩)

❝দশ.
তৃতীয় অধ্যায়ের ৩.২.১.১.৩ এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক স্বত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন।

উল্লিখিত এই অনুচ্ছেদে স্পষ্টত ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে। যা কুরআনের সাথে সংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَسِرِينَ

অর্থ: “আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবনব্যবস্থা গ্রহণ করতে চায়, তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না; এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” (সূরা আলে ইমরান, আয়াত: ৮৫)

إإِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَمُ

অর্থ: “নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।” (সূরা আলে ইমরান, আয়াত: ১৯)

জুম‘আর খুৎবাপূর্ব বয়ানে উপস্থাপন করা জরুরি।
আসুন,সবায় কুরআন বিরোধী সুপারিশ রুখে দিতে এক হয়ে আওয়াজ তুলি, ২৪ পরবর্তী বাংলায় কুরআন বিরোধীদের ঠাই নাই,, আল কুরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই,,জমিন যার আইন চলবে তার,,

-গ্রামগঞ্জে বসবাসরত লক্ষ লক্ষ নারীদের অধিকার সম্পর্কে এই নারী অধিকার কমিশন কি বুঝবে! তাদের অধিকার এই কমিশন কিভাবে দিবে.....??

৫ই মে—একটি শোকাবহ ইতিহাসআজ ৫ই মে ২০২৫।শাপলা চত্বরের সেই হৃদয়বিদারক ঘটনার ১২ বছর পূর্ণ হলো।২০১৩ সালের এই দিনে ইসলামপ্রিয় ...
05/05/2025

৫ই মে—একটি শোকাবহ ইতিহাস
আজ ৫ই মে ২০২৫।
শাপলা চত্বরের সেই হৃদয়বিদারক ঘটনার ১২ বছর পূর্ণ হলো।
২০১৩ সালের এই দিনে ইসলামপ্রিয় ও আল্লাহভীরু কিছু মানুষ "লা ইলাহা ইল্লাল্লাহ" এর পতাকা হাতে শান্তিপূর্ণভাবে ১৩ দফা দাবিতে মতিঝিলের রাজপথে সমবেত হয়েছিলেন।

কিন্তু গভীর রাতে ইতিহাসের নির্মম এক অধ্যায় রচিত হয়—
নিরীহ আলেম-ওলামা, তাওহিদের সেনানীরা জীবন দিয়ে গিয়েছিলেন ইসলামের দাবিগুলোকে প্রতিষ্ঠার পথে।

আজ এই দিনে
শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ "রব্বী কারীম" যেন তাঁদের কবুল করে নেন,
জান্নাতুল ফিরদাউস দান করেন।

"ওয়ালা তাহসَبَنَّ اللّهَ غافِلًا عَمّا يَعمَلُ الظّالِمونَ"
— “জালিমরা যা করছে, আল্লাহ্ তা থেকে গাফিল নন।” (সুরা ইব্রাহীম: ৪২)

আসুন, দোয়া করি—
হে আল্লাহ!
তাঁদের শহীদ হিসেবে কবুল করুন,
বাংলাদেশকে হেফাজতে ইসলামের ঘাঁটি বানিয়ে দিন।


#শাপলা_চত্বর
#হেফাজতে_ইসলাম
#শহীদদের_রুহের_মাগফিরাত_কামনা_করছি

03/05/2025

'''নারী বিষয়ক সংস্কার কমিশন'''
এর মধ্যে কি আছে আসুন জেনে
নেয়।

ভিন্ন ঘরনার মানুষ আপনাদের কাছে বিভিন্ন দাবী পেশ করবে এটাই স্বাভাবিক,
তবে দাবী গুলি পূরন করার আগে আপনাদের মনে রাখা উচিত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, তাই মুসলমানদের মনে কোন বিষয়ে আঘাত করা মানে এদেশের বেশিরভাগ জনগোষ্ঠী কে আঘাত করা।

সম্প্রতিকালে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু নারী
'নারী সংস্কার কমিশন' নামে ৩১৮ পৃষ্ঠাব্যাপি একটি প্রতিবেদন জমা দিয়েছে।
বিষয়টি নিয়ে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদী ।

তারপরও একজন মুসলিম হিসেবে সংক্ষেপে কয়েকটি সাংঘর্ষিক বিষয় আপনাদের কাছে পেশ করছি।

এক.
'সম্পত্তিতে সমান উত্তরাধিকার'
উক্ত প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের ১১.৩.১ এর 'ক' অনুচ্ছেদে বলা হয়েছে 'সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার' যা সরাসরি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক।

یُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ
আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, পুরুষের অংশ দুই নারীর সমান।
আন নিসা - ১১

দুই.
'বহু বিবাহ রোধ' 'বহু বিবাহ প্রথা বিলুপ্ত'
পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ এর 'খ' অনুচ্ছেদ এবং তৃতীয় অধ্যায়ের ৩.২.৩.১.১ এর 'গ' অনুচ্ছেদে উক্ত দাবী গুলি করা হয়েছে।
এটি সুরা নিসার ৩নং আয়াতের সাথে সাংঘর্ষিক।

فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ
নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ কর দুই-দুইজন, তিন-তিনজন অথবা চার-চারজনকে।
আন নিসা - ৩

নোট.
একটি বিষয় এখানে পরিষ্কার হওয়া দরকার যে শর্ত সাপেক্ষে ইসলাম পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী রাখার বৈধতা দিয়েছে, এ বিষয়ে আলাদা লেখা প্রয়োজন।

গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি। যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে, তাহলে তার অর্থ এই দাঁড়াবে যে কিছু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে, যা তার ওপর এবং সমাজের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপথগামিতার দিকে পরিচালিত করতে পারে। এবং এর মাধ্যমে সমাজে অনাচারের পথ প্রশস্ত হতে পারে।
এ ছাড়া বহু কল্যাণ রয়েছে, প্রয়োজনে বিষয়টি নিয়ে গবেষণা করার অনুরোধ রইল।

তিন.
'শরীর আমার, সিদ্ধান্ত আমার'
এটি দশম অধ্যায়ে রয়েছে। এই অংশটিও কুরআনের সাথে সাংঘর্ষিক।

اَلَا لَہُ الۡخَلۡقُ وَالۡاَمۡرُ
স্মরণ রেখ, সৃষ্টি ও আদেশ দান তাঁরই কাজ।
আল আ'রাফ - ৫৪

চার.
নারীদের অসুস্থ হওয়া কুসংস্কার, কুপ্রথা, ইত্যাদি বলা। (দশম অধ্যায়ঃ ১০.২ অনুচ্ছেদ)
এটির দ্বারা উদ্দেশ্য হলো সুরা বাকারার ২২২ নং আয়াত কে চ্যালেঞ্জ করা।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡمَحِیۡضِ ؕ قُلۡ ہُوَ اَذًی ۙ فَاعۡتَزِلُوا النِّسَآءَ فِی الۡمَحِیۡضِ ۙ وَلَا تَقۡرَبُوۡہُنَّ حَتّٰی یَطۡہُرۡنَ ۚ فَاِذَا تَطَہَّرۡنَ فَاۡتُوۡہُنَّ مِنۡ حَیۡثُ اَمَرَکُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَیُحِبُّ الۡمُتَطَہِّرِیۡنَ

লোকে আপনার কাছে হায়য সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, তা অশুচি। সুতরাং হায়যের সময় স্ত্রীদের থেকে পৃথক থেক এবং যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়, ততক্ষণ তাদের কাছে যেয়ো না (অর্থাৎ সহবাস করো না)। হাঁ যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন তাদের কাছে সেই পন্থায় যাবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন, যারা তাঁর দিকে বেশি বেশি রুজু করে এবং ভালোবাসেন তাদেরকে, যারা বেশি বেশি পাক-পবিত্র থাকে।
আল বাকারা - ২২২

পাচ.
"ট্রান্সজেন্ডার"
চতুর্থ অধ্যায়ের ৪.১ অনুচ্ছেদে 'জেন্ডার' বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যা কুরআন ও সুন্নাহের সাথে সাংঘর্ষিক, এগুলো ইবলিসের পলিসি,

وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ
তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।
আন নিসা - ১১৯

لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ‏
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব পুরুষকে লা’নত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে।
বুখারী- ৫৮৮৫

ছয়.
'বিবাহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার'(ষষ্ঠ অধ্যায়ঃ ৬.৩.১ এর 'ক' অনুচ্ছেদ)

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّبِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ
পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ-সম্পদ ব্যয় করে।
আন নিসা - ৩৪

নোট:-
কোন নারী পুরুষ কর্তৃক নির্যাতনের স্বীকার হলে সেখানে ও ইসলামের বিধান রয়েছে, সে বিষয়ে আলেমদের থেকে পরামর্শ নিলেই চলবে।

সাত.
'দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান করা'
(তৃতীয় অধ্যায়ঃ ৩.২.২.১.৪ এর 'খ' অনুচ্ছেদ)
এটিও একটি জোরপূর্বক প্রস্তাবনা, কুরআন এ বিষয়ে স্পট বার্তা দিয়েছে,

وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ
আর তোমাদের মুখের ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি। এটা তো তোমাদের মুখের কথামাত্র। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সঠিক পথ প্রদর্শন করেন।
আল আহ্‌যাব - ৪

আট.
'শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান' (দ্বাদশ অধ্যায়ঃ ১২.৩.১১ এর 'জ' অনুচ্ছেদ)
এটা ইলাহী গজব ডেকে আনার প্রস্তাবনা, এই জাতীয় সিদ্ধান্ত গ্ৰহন করলে কিছুদিন পর ধর্ষকরাও শ্রম অধিকার চেয়ে বসবে।

اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ ۪ وَّلَا تَاۡخُذۡکُمۡ بِہِمَا رَاۡفَۃٌ فِیۡ دِیۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۚ وَلۡیَشۡہَدۡ عَذَابَہُمَا طَآئِفَۃٌ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ

ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশত চাবুক মারবে। তোমরা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখ, তবে আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি করুণাবোধ যেন তোমাদেরকে প্রভাবিত না করে। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
আন নূর - ২

নয়.
'কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিৎ নয়' (তৃতীয় অধ্যায়ঃ ৩.২.১.১.৩ এর 'ক' অনুচ্ছেদ)

এটা ধর্মনিরপেক্ষতার নামে Islam কে হেয় করার চেষ্টা মাত্র।

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ
নিশ্চয়ই আল্লাহর নিকট (গ্রহণযোগ্য) দীন কেবল ইসলামই।
আলে ইমরান - ১৯

وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ
যে ব্যক্তিই ইসলাম ছাড়া অন্য কোনও দীন অবলম্বন করতে চাবে, তার থেকে সে দীন কবুল করা হবে না এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
আলে ইমরান - ৮৫

অতএব
সকলের উচিত যার যার স্থান থেকে প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব বলে আমি মনে করি।

28/04/2025

#ব্রেকিং ২৮/৪/২৫ আজকের বজ্রপাত দুর্ঘটনায়
২জায়গায় অন্তত ৪জনের মৃত্যু!

এর মধ্যে ২জন কুমিল্লা, মুরাদনগর, বাঙ্গরা বাজার থানার দেওরা দক্ষিণপাড়া খলিফা বাড়ির মোঃ- জসীমউদ্দীন ভূঁইয়ার ছেলে মোঃ- জুয়েল ভূঁইয়া ও কোরবানপুর গ্রামের একজন আজ সকাল ১০:৪৫ মিনিটে দক্ষিণ বিলে ধান কাটতে গিয়ে (বজ্রপাত দুর্ঘটনায়) মৃত্যুবরণ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

 #ব্রেকিং_নিউজ
21/04/2025

#ব্রেকিং_নিউজ

Address

Cumilla

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

+8801765754181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ansarytv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ansarytv24:

Share