28/11/2025
বাবুর সলিড কি দিয়ে শুরু করবেন ভাবছেন🤔❓
আপনি কি কর্মজীবি মা? একাকী অফিস/বাসা/বাবুকে কিভাবে সামলাবেন? কাজের ব্যস্ততায় বাবুকে সব রকম পুষ্টির খাবার দিতে পারছেন না? সলিড দিতে চাচ্ছেন, বাজারের খাবারে ভরসা পাচ্ছেন না অথচ ভাবছেন কি দিয়ে শুরু করবেন?
একটি শিশুর ৯৯% বুদ্ধির বিকাশ হয়ে থাকে ৫ বছর অবধি। তাই এই ৫ বছরে বাচ্চাদের সঠিক পুষ্টিকর খাবারগুলো নিশ্চিত করতে হবে। আর পুষ্টিকর খাবারের তালিকায় রাখতে পারেন আমাদের হোমমেড খাবারগুলো। মায়েদের চিন্তামুক্ত করতে "আছমা হোমমেড বেবিফুড " নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্লেভারমুক্ত, ভেজালহীন, প্রিজারবেটিভমুক্ত, কেমিক্যালমুক্ত, ফ্রেশ হোমমেড খাবার যা হয় স্বাস্থ্যকর এবং পুষ্টিকর।
বাজার থেকে বাছাইকৃত মানসম্মত পন্য সংগ্রহ করে যত্ন সহকারে পরিষ্কার করে ধুয়ে, শুকিয়ে তারপর অর্ডার বেসিসে প্রস্তুত করা হয়। যেহেতু খাবারগুলো বাচ্চাদের তাই আমরা যথাসম্ভব চেষ্টা করি সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে ও ভালো প্যাকেজিং ব্যবহার করতে। শিশু সারাদিনের খাবারের তালিকায় আমাদের হোমমেড খাবারগুলো রাখা যায় তাহলে ইন শা আল্লাহ ৯৯% খাবারের চাহিদা পূর্ণ হবে।
🔸খাবারের পুষ্টি তথ্যঃ
আমাদের তৈরি খাবারে আয়রন, প্রোটিন, মিনারেল, ফ্যাট, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, বি, বি-১, বি- ৬ k, সোডিয়াম, ফ্লোরাইড, কপার, ফসফরাসসহ ইত্যাদি বিদ্যমান।
আমাদের তৈরি খাবারগুলো কেন খাওয়াবেন❓
আলহামদুলিল্লাহ, সততার সাথে আমরা গত আড়াই বছর ধরে হোমমেড খাবারগুলো রেডি করছি। অর্ডার কনফার্ম করার পর কাজ শুরু করা হয় যাতে আপনার বেবি পায় ১০০% ফ্রেশ খাবার। আমাদের তৈরি খাবারগুলো নিউট্রশন ডাক্তারদের পরামর্শে বানানো এবং যাচাই করা। এতে সকল ন্যাচরাল উপাদান দেয়া হয় এবং খাবারগুলো টেস্ট বাড়ানো জন্য কোন ফ্লেভার এড হয় না সুতরাং নিশ্চিন্তে খাবারগুলো আপনার বেবিকে খাওয়াতে পারেন।
☑️ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডিলেভারি দেয়া যাবে ইন শা আল্লাহ।