Md.Naeem

Md.Naeem "Embrace the beauty of nature through captivating images and breathtaking landscapes"

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখ...
10/02/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো।

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।
Copy post

I have reached 14K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
24/10/2024

I have reached 14K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

জীবনের তাগিতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা সব হারিয়ে যায়🙂
07/12/2023

জীবনের তাগিতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা সব হারিয়ে যায়🙂

07/11/2023

সবকিছু হারিয়ে যা থাকবে! ওইটায় আপনার ছিলো, আপনার আছে, আপনারই থাকবে।

05/11/2023

অ'সুস্থ পৃথিবী একটা।কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে,তার প্রতিযোগিতা চলমান।

05/11/2023

বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

কারণ আমি চাই না; কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই; প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক. আমাকে ছাড়াই বাঁচুক।

লেখাঃ সংগৃহীত

প্রিয় কাব্য,        আচ্ছা তোমাকে যদি কাব্য বলে ডাকি তবে কি খুব অন্যায় হবে! তুমি কি রাগ করবে তাতে? তুমি তো জানোই আমি মা...
03/11/2023

প্রিয় কাব্য,
আচ্ছা তোমাকে যদি কাব্য বলে ডাকি তবে কি খুব অন্যায় হবে! তুমি কি রাগ করবে তাতে? তুমি তো জানোই আমি মাঝে মাঝে কতো ভুলভাল বলে ফেলি। তবুও তুমি যদি স্থির করেই নাও যে রাগ করবে তবে করো, একটু আধটু রাগ করা ভালো তাতে নাকি প্রেম বাড়ে। কিন্তু রাগটাকে অভিমান হতে দিও না, চাইলে আমাকে একটু বকতে পারো আমি কিচ্ছুটি মনে করবো না।

তুমি সন্ধ্যামালতী ফুল দেখেছো? দেখে থাকবে হয়তো। জানো আমার উঠোনের পাশেই দুুটোগাছ লাগিয়েছি।একটা হলুদ আরেকটা গাঢ় গোলাপি। মাঝে মাঝে কেন জানি একটা ফুলের ভিতরে দুটো রঙই চলে আসে। কখনো সুযোগ হলে তোমাকে দেখাবো। আমার কি মনে হয় জানো? মানুষগুলোও এমন। পাশাপাশি বা যোগাযোগে থাকতে থাকতে একটা সময় তাদের ভিতরে ভাব হয়ে আরো সুন্দর কিছু একটা হয়। আর এটাই হয়তো প্রেম!

জানো তো মাঝে মাঝে খুব মন খারাপ হয়। আমি না সঠিক কোনো কারণ খুঁজে পাইনা। শুধু তখন ইচ্ছে করে তোমার কাধে মাথা রেখে পড়ন্ত বিকেলে গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখতে। কিংবা তোমার হাত শক্ত করে জাপটে ধরে উদ্দেশ্যহীন কোনো গন্তব্যের দিকে হেঁটে যেতে।, তুমি হাঁটবে তো আমার সাথে?

কাব্য তোমাদের বাড়ির বাগানের শিমুল গাছটায় সেই দোয়েল পাখির বাসাটা কি এখনও আছে? তুমি কি এখনও ছাতিম ফুলের গন্ধ পছন্দ করো? আচ্ছা এখনও কি সিগারেট খাওয়ার বদভ্যাসটা তোমার আছে? দেখেছো কতো প্রশ্ন করে ফেললাম একসাথে! তুমি তো জানো আমি একটু এমনই।

জানো গতকাল রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো। একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। ঘুমের মধ্যেই তোমায় আকড়ে ধরতে ইচ্ছে করছিলো। চোখের কোণ'টা চিক চিক করছিল কিনা বলতে পারবো না। কাল সকালেই হাত থেকে পড়ে আয়নাটা ভেঙে গেছিলো। তুমি পাশে থাকলে হয়তো বলতে পারতে।

আচ্ছা, আর কথা না বাড়াই। এখানেই ছাড়ছি তবে।

ইতি,
" তুমি যাকে ভালোবাসলে না "

( ইন্দ্রানী)
C

পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই । প্রার্থনা করি তুমিও যেনো তাই হও । এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন । হৃদয়ে, পেটে, মস্তিষ্ক...
20/10/2023

পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই । প্রার্থনা করি তুমিও যেনো তাই হও । এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন । হৃদয়ে, পেটে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিয়তমা । পরেরবার সাংসারিক, বন্ধুসুলভ হবো নীলতিমির মত । অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে । তোমার খুব কাছাকাছি থাকবো । তারপর একদিন তুমি হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো ৷ তখন আর আমাকে স্বার্থপর বলার সুযোগ থাকবে না কিন্তু !! 😊

19/10/2023

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে,মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।❤️

11/10/2023

কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন।দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেয়ার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশী শক্তিশালী।

06/10/2023

Being Stranger is Easy But Being Stranger Forever is Difficult.

03/10/2023

আমি কিন্তু অন্ধের মতো ভালোবাসি তোমাকে।
যারা বলে অন্ধের মতো ভালো বাসলে একদিন কষ্ট
হবে পস্তাতে হবে। সে কথা যেন কানেই সইতে পারি
না।বুঁকের মধ্যে কেমন একটা অস্থির ভাবে তৈরী
হয় যেমন নদীতে জোয়ার আসলে হয়।

আমি জানি তারা হয়তো নিজের অভিজ্ঞতা থেকে
এসব বলছেন। কিন্তু আমি সেই খারাপ
অভিজ্ঞতার ঝড়ের সামনে কোনোদিন আসিনি।
আমি তো প্রভাতের সোনালী মেখে ফুটে ওঠা ফুলে
ভ্রমরের প্রেম দেখেছি।

আমিতো কড়া মধ্যাহ্নতে রাস্তায় বসে থাকা
পরিশ্রম করা মানুষটার ঘাম তার প্রিয় জন্যকে
মুছতে দেখেছি।কি দারুন ওই দিন থেকে নারীর
প্রতি যেন একটা অসম্ভব ভালোবাসা সম্মান জন্ম
নিয়েছিল।

তারপর থেকেই মনে মনে বলেছিলাম সৃষ্টির কাছে
আমাকেও দিয়ো। এমন একটি মায়ার হাতএমন
একটা গামছা। গামছা ছেঁড়া হোক যেন কপালে
ক্লান্তি স্নেহের ছোঁয়াতে মুছে দেয়।

তিনি দিয়েওছেন। আমি তার কথা মানুষকে বলি।
কিন্তু কেন জানি না সবাই হাসাহাসি করে। বলে
প্রথম প্রথম ওরকম হয়।

আচ্ছা মানুষ এরকম কেন বলে না যে এটা
আজীবন হওয়া সম্ভব যদি বুকের মধ্যে আগলে
রাখা যায়। কেন ভাবতে পারেন না?

মানুষ কি স্থির চিন্তা করতে পারে না নাকি ভুলে
গেছে? নাকি নতুন উড়তে শেখা পাখির মতো
এডালে ওডালে নিজেকে দেখতে চায়?

লেখা ~ Rumiz Uddin Khan
পেজ ~ রুমিজ-poetry

Address

Gouripur, Dautkandi
Cumilla
3517

Telephone

+8801309783320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Naeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Naeem:

Share