মো: মোস্তাক ফয়েজী

মো: মোস্তাক ফয়েজী "নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারি"
━━━━━°�°�°━━━━━
"আমি একজন মুসলিম হিসেবে গর্বিত"
(24)

See you very soon in the silent kingdom of the wild, the world’s largest mangrove forest.🐅🐯
17/12/2025

See you very soon in the silent kingdom of the wild, the world’s largest mangrove forest.🐅🐯

27/11/2025

প্রধান আলোচক পির মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী হুজুর।

📌 শিদলাই, ব্রাহ্মণপাড়া,কুমিল্লা।

Inner peace! 🏔️🌊
23/11/2025

Inner peace! 🏔️🌊

23/11/2025

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ
বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে কলরব ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

ও.. তুমি ইচ্ছে হলে ধরতে পারো, আমার হাতের আঙ্গুল!🙂
03/11/2025

ও.. তুমি ইচ্ছে হলে ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল!🙂

If I truly want to know, I want you, I want you!If I choose to believe a lie, still I want you!🦋💓
25/10/2025

If I truly want to know, I want you, I want you!
If I choose to believe a lie, still I want you!🦋💓

20/10/2025

A thousand years love!🦋💓

Send a message to learn more

17/10/2025

III It's outstanding view!💭

তোমগো চোখের কালা চশমাটা একটু খুলে দেখো,,,, এবং ফতোয়াবাজি একটু কমাও। বাংলাদেশে সব বেদাত, বেদাত, বেদাত। বেদাত শুধু তোমরাই...
11/10/2025

তোমগো চোখের কালা চশমাটা একটু খুলে দেখো,,,, এবং ফতোয়াবাজি একটু কমাও।
বাংলাদেশে সব বেদাত, বেদাত, বেদাত।
বেদাত শুধু তোমরাই চিনলা,,, 🤓
তাইলে এরা কি করলো!
জানাজার পরে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হাদিস স্কলার ড. আহমদ উমর হাশেম আযহারী রাহিমাহুল্লাহ এর জানাজা কার্যক্রম:
জানাজার নামাজে আল- আযহারের গ্র‍্যান্ড ইমাম ড. আহমদ তৈয়ব, বর্তমান যুগের গাজালী খ্যাত ড. হাসান শাফেঈ, ধর্মমন্ত্রী ড. উসামা সায়্যেদ সহ অসংখ্য মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, দাঈ, তরিকতের পীর - মাশায়েখ তথা শিক্ষার্থীরা সহ সর্বশ্রেণীর মহান ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন। সকলেই জানাজার পরে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে জানাজার কার্যক্রম সমাপ্ত করেন।

Address

Brahmanpara
Cumilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when মো: মোস্তাক ফয়েজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মো: মোস্তাক ফয়েজী:

Share