দ্বি খণ্ড

দ্বি খণ্ড একের ভিতর সব

_তুমি যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ তা'আলা আছেন!🖤 -[সূরা বাকারা :১১৫]
04/07/2025

_তুমি যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ তা'আলা আছেন!🖤
-[সূরা বাকারা :১১৫]

28/06/2025

কতখানি পোড়ে ঐ দগ্ধ আগুন,
কতক্ষণ পোড়ালে পুড়ে হয় ছাই,
ভীড়ের মাঝে দেখে ব্যর্থ মানুষ;
এত লোক কোলাহল– তার কেউ নাই!

বাড়িতে পড়ার টেবিল নাই,তাই বলে কি পড়ালেখা বন্ধ থাকবে নাকি,, সেজন্য বানিজ্য মেলায় একটু সুযোগ পেয়ে লেখতে বসছেন,
25/06/2025

বাড়িতে পড়ার টেবিল নাই,তাই বলে কি পড়ালেখা বন্ধ থাকবে নাকি,, সেজন্য বানিজ্য মেলায় একটু সুযোগ পেয়ে লেখতে বসছেন,

কিনতে পারবো না,, তাই বলে কি দেখতেও পারবোনা?
24/06/2025

কিনতে পারবো না,, তাই বলে কি দেখতেও পারবোনা?

এই ছোট্ট হাতগুলো একদিন উম্মাহর দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। ওস্তাদের ছায়ায় তারা গড়ে উঠছে দীনের সিপাহসালার হয়ে।"
22/06/2025

এই ছোট্ট হাতগুলো একদিন উম্মাহর দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। ওস্তাদের ছায়ায় তারা গড়ে উঠছে দীনের সিপাহসালার হয়ে।"

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়।
22/06/2025

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়।

হৃদয় যদি না জপে তার নাম ক্বলব থেকে যদি মুছে যায় তার সুর,দুর্বলতায় ধাবিত তোর ঈমান চিরতরে তুই হারাবি দ্বীনের নূর।
20/06/2025

হৃদয় যদি না জপে তার নাম
ক্বলব থেকে যদি মুছে যায় তার সুর,
দুর্বলতায় ধাবিত তোর ঈমান
চিরতরে তুই হারাবি দ্বীনের নূর।

কখনো স্কুলের বারান্দায় না যাওয়া ছেলে টা ও,,এখন সে মেলার নিয়মিত ছাত্র,, মেলার বারান্দায় বসে কি মনোযোগ দিয়ে লেখাপড়া করছে 🤣...
20/06/2025

কখনো স্কুলের বারান্দায় না যাওয়া ছেলে টা ও,,
এখন সে মেলার নিয়মিত ছাত্র,,
মেলার বারান্দায় বসে কি মনোযোগ দিয়ে লেখাপড়া করছে 🤣🤣

19/06/2025

"জীবনের হুলস্থুলের মাঝে এই একটু নীরবতা খালের ধারে"
#বাড়াইপুর #জ্বলা

19/06/2025

এক ফোঁটা শান্তির আশায়,
আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম।
কিন্তু খরিদদার দুঃখ দিয়ে গেলো, হৃদয়-ও নিয়ে গেলো।

—মির্জা গালিব

রান্না কইরা আন্ডার ঝোলহাঁক দিয়া কয় কারি,কেমুন লাগে! ঢাইল্লা থালায়ঝোলরে ডাকে গ্রেভি।পেঁয়াজ কুঁচি নুনডা মাইখ্যাভাজলে তেলে ...
18/06/2025

রান্না কইরা আন্ডার ঝোল
হাঁক দিয়া কয় কারি,
কেমুন লাগে! ঢাইল্লা থালায়
ঝোলরে ডাকে গ্রেভি।

পেঁয়াজ কুঁচি নুনডা মাইখ্যা
ভাজলে তেলে পোঁচ,
অমলেট না-কি আধা ভাজা
খাইলে ভিজে মোচ।

ছুইল্যা ডিমে মাইখ্যা আটা
রাইন্দা বলে কোপ্তা,
হয়-ও নাকি ডিম পাতুরী
খাইছে রমা গোপ্তা!

দেইখা অবাক বাটিয় বেবাক
ডিম দিয়া কয় স্যুপ,
কইমু কি আর ব্যাপার স্যাপার
শোইনা থাকি চুপ।
Mir Hosain

বিকেল মানে শুধু সূর্য ডোবা না,বিকেল মানে—একটা অসমাপ্ত গল্প,একটু চুপচাপ মৌনতা একটা নরম স্বপ্ন বুনা......
16/06/2025

বিকেল মানে শুধু সূর্য ডোবা না,
বিকেল মানে—
একটা অসমাপ্ত গল্প,
একটু চুপচাপ মৌনতা
একটা নরম স্বপ্ন বুনা......

Address

Cumilla

Telephone

+8801824864709

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বি খণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বি খণ্ড:

Share