দ্বি খণ্ড

দ্বি খণ্ড একের ভিতর সব

আমি শতাব্দীর স্রোতে ভেসে আসা নক্ষত্র! অনন্তকাল আমি ডুবে আছিছায়াপথ আর কৃষ্ণগহ্বরে। আমার আলো ছাপিয়ে যায় মহাকাশ, সিদরাতু...
28/08/2025

আমি শতাব্দীর স্রোতে ভেসে আসা নক্ষত্র! অনন্তকাল আমি ডুবে আছি
ছায়াপথ আর কৃষ্ণগহ্বরে।
আমার আলো ছাপিয়ে যায় মহাকাশ, সিদরাতুল মুনতাহা আর আরশে আজিম!
শয়তানের বিভীষিকা আমি!
নিহারিকা আর গ্যালাক্সির পথ পেরিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি জান্নাত!
পৃথিবীর ললাটে আমি এঁকে দিতে চাই ঘোর অন্ধকার, ঘূর্ণিঝড় আর তীব্র ভূমিকম্প!

আমার ছায়াপথ
Mir Hosain

জীবন আসলে এক চিরন্তন ঋতুচক্র,শরতের কাশফুল থেকে শীতের কুয়াশা,বসন্তের পলাশ থেকে বর্ষার বৃষ্টি,সবই আসে, সবই চলে যায়।আমরা কে...
28/08/2025

জীবন আসলে এক চিরন্তন ঋতুচক্র,
শরতের কাশফুল থেকে শীতের কুয়াশা,
বসন্তের পলাশ থেকে বর্ষার বৃষ্টি,
সবই আসে, সবই চলে যায়।

আমরা কেবল দাঁড়িয়ে থাকি,
বদলে যাওয়া দৃশ্যপটে
একটি অবাক দর্শকের মতো।

জানি না— কতখানি সুতা আছে বাকি
কতক্ষণ ঢিল দেবে— জীবনের নাটাই,
বেয়ারা বাতাস পেয়ে আমি শুধু উড়ে গেছি
বোকা ঘুড়ি— একটা জীবন তবুও হেলায় কাটাই!

📷 2016

ফাঁপর দিয়া যায় না জীবন করন লাগে কর্ম,হয় ঝরাতে বাহুর বল আরশরীর ভেজা ঘর্ম!কথার প্যাচ ও চাপার জোরেযায় সাময়িক জেতা,চুপসে কিন...
28/08/2025

ফাঁপর দিয়া যায় না জীবন
করন লাগে কর্ম,
হয় ঝরাতে বাহুর বল আর
শরীর ভেজা ঘর্ম!

কথার প্যাচ ও চাপার জোরে
যায় সাময়িক জেতা,
চুপসে কিন্তু হাওয়ার বেলুন
পেলে সূঁচের গুঁতা।

কঠোর শ্রম আর চাই মনোবল
তবেই জানবে সফল,
তুলে কি কেউ যত্ন ছাড়াই
মাঠের বোনা ফসল?

মিথ্যেতে ভিত হয় না মজবুত
বইলে হাওয়া নড়ে,
বুঝলে তুমি আলসেমিয় আর
রইতে পড়ে ঘরে?

Mir Hosain

দুঃখের দূরাবস্থা, ভাঙ্গচূর স্মৃতির বেধড়ক আক্রমণে ছিঁড়ে যায় জীবনের সাথে সুখের মেলবন্ধন..!💔😓
27/08/2025

দুঃখের দূরাবস্থা, ভাঙ্গচূর স্মৃতির বেধড়ক আক্রমণে ছিঁড়ে যায় জীবনের সাথে সুখের মেলবন্ধন..!💔😓

কখনও ডুবে যেতে চাই, কখনও উবে যেতে চাইছেড়ে দিয়ে হিসেবের খাতা,কখনও ফিরে যেতে চাই, কখনও ছিঁড়ে যেতে চাইধূসর, ক্লান্ত এ জীবনে...
27/08/2025

কখনও ডুবে যেতে চাই, কখনও উবে যেতে চাই
ছেড়ে দিয়ে হিসেবের খাতা,
কখনও ফিরে যেতে চাই, কখনও ছিঁড়ে যেতে চাই
ধূসর, ক্লান্ত এ জীবনের পাতা

“আমার মাপ নিতে লাঠি বা ফিতা লাগে না, রোদে দাঁড়ালেই ছায়া ফ্রি রিপোর্ট দিয়ে দেয়—দৈর্ঘ,প্রস্থ ও চওড়া কত!” 😄Mir Hosain
27/08/2025

“আমার মাপ নিতে লাঠি বা ফিতা লাগে না, রোদে দাঁড়ালেই ছায়া ফ্রি রিপোর্ট দিয়ে দেয়—দৈর্ঘ,প্রস্থ ও চওড়া কত!” 😄
Mir Hosain

27/08/2025
কইরে আমার শৈশব বেলারকায়দা কোরান রেহাল.?আগের মত   হয়না কেনমক্তবে যাওয়ার সকাল,কইরে আমার ছোট্ট বেলার    হারিয়ে যাওয়া সুখ,...
27/08/2025

কইরে আমার শৈশব বেলার
কায়দা কোরান রেহাল.?
আগের মত হয়না কেন
মক্তবে যাওয়ার সকাল,

কইরে আমার ছোট্ট বেলার
হারিয়ে যাওয়া সুখ,
আয়রে তোরে জ*ড়িয়ে ধ*রে
ঠান্ডা করি বুক।

কইরে আমার রঙিন সুতা
কাটের নাটাই কই!
কইরে ঘুড়ি আয়রে তোদের
একটু হাতে লই।

ছোট্ট বেলার সাধের লাটিম
কোথায় গেলি বল!
আয়রে কাছে দে মুছে দে
স্মৃতির নোনাজল।

পুতুল খেলার সঙ্গীরা সব
কোথায় গেলি ভাই!
চড়ুইভাতি রান্না করে
আয়রে সবাই খাই।

কোথায় আমার ঝড়ের দিনের
কুড়িয়ে খাওয়া আম
আয়না তোদের একটু কুড়াই
বৃষ্টিরা কই নাম।

কোথায় আমার বাঁশের ধনুক
পাটের শোলার তীর,
আয়রে তোদের একটু ছুড়ে
মনটা করি স্থির।

আমার শখের ছাগল ছানা
সুন্দরী তুই কই,
আয়রে তোরে চরাই মাঠে
একটু রাখাল হই।

কাঁঠাল খেজুর সিমের বিচি
কোথায় তোরা গেলি
আয়না কাছে তোদের দিয়ে
জোড় না বেজোড় খেলি।

কোথায় আমার খড়কুটাতে
পুটলি বাঁধা বল
আয়রে তোরে একটু খেলি
চলরে মাঠে চল।

ছোট্ট বেলার বড়শি সুতা
কোথায় গেলি ভাই
চল না স্মৃতির পানান বিলে
মাছ ধরিতে যাই।

কোথায় আমার ছোট্ট সোনা
ময়না পাখির ছা
ফড়িং ধরতে আয় না রে যাই
দুরের কোন গাঁ।

কইরে আমার আমন ক্ষেতের
পোকায় কাটা ধান
আয়রে তোরে আঁচল ভরে
কুড়িয়ে জুরাই প্রাণ।

তিন বেয়ারিং এর কাঠের গাড়ি
কোথায় গেলি তুই
আয়না তোরে একটুখানি
হৃদয় দিয়ে ছুঁই।

ছোট্ট বেলার নাটাই ঘুড়ি
লাটিম পুতুল বল
দেখনা চেয়ে কেমনে আমার
ঝরছে আঁখি জল।

যেদিন তোদের ছেড়ে এলাম
শূন্য করে বুক
সেদিন থেকে আর কোনদিন
শুকায়নি দুই চোখ।

উঠতে কাঁদি বসতে কাঁদি
কাঁদছি অনর্গল
তোদের মত আসে না কেউ
মুছতে আঁখি জল।

এ সংসারের সবাই পাষাণ
পাষান এ সংসার
এদের দহন এদের পিড়ন
সয়না প্রাণে আর।

ছোট্ট বেলার দিনগুলি মোর
ধরছি তোদের পা
আবার তোরা তোদের কাছে
আমায় নিয়ে যা।

ছেড়ে দে সেই নাটাই ঘুড়ি
বল পুতুলের ভিড়ে
বাকি জীবন থাকব সেথায়
আসব না আর ফিরে।
Mir Hosain

যে দিন আমি ছোট্ট ছিলাম      ছিলাম বাঁধন হারা সে দিন আমার সকল ছিল        আজকে সকল হারা।সেদিন আমি দুহাত ভরে   উড়িয়েছিলাম...
26/08/2025

যে দিন আমি ছোট্ট ছিলাম
ছিলাম বাঁধন হারা
সে দিন আমার সকল ছিল
আজকে সকল হারা।

সেদিন আমি দুহাত ভরে
উড়িয়েছিলাম বালি
আজ সে হাতে শুধুই অভাব
আজ সে দুহাত খালি।

সেদিন আমার আকাশ ছিল
উড়িয়েছিলাম ঘুড়ি
আজকে খুশির একটা তারাও
নেই সে আকাশ জুড়ি।

সেদিন আমার পুতুল ছিল
ছিল খেলার ঘর
জীবন জ্বালায় আজকে আমি
পথের যাযাবর‌।

সেদিন আমার বন্ধু ছিল
ময়না পাখির ছানা
আজকে যারে বন্ধু ভাবি
সেই মেলে দেয় ডানা।

সেদিন আমি ধনী ছিলাম
কাঁঠাল পাতার টাকায়
অমূল্য সেই ধনখানি আজ
পৃষ্ঠ জীবন চাকায় ।

সেদিন আমার গোলায় ছিল
কুড়িয়ে পাওয়া ধান
আজকে আমার ধান গুলা সব
হইল অবসান।

সেদিন আমার বৃষ্টি ছিল
বৃষ্টি ভেজার সুখ
আজ সে সুখের বৃষ্টি নেই আর
ঝরায় আমার চোখ।

সেদিন আমার নদী ছিল
সাঁতার কাটার জল
দুঃখ ব্যথার অশ্রু জলে
সেও হল আজ তল।

সুখের আলোয় ভরা আমার
সেই সোনালী দিন
সময় স্রোতে বেড়ে ওঠার
দুঃখে বিমলিন।

কবিতা :হারানো শৈশব

26/08/2025

সব পাখিরা ঘরে ফিরে
সূর্য ডুবে সন্ধা নামলে
Mir Hosain

তোমার সৃষ্টি স্বর্গ নরক নিখুঁত সৃষ্টি আমি, যেথায় খুশি সেথায় রাখোতুমি অন্তর্যামী। তোমার আসন তুমি আশিনসর্ব জগত মাঝে, হৃদয় ...
26/08/2025

তোমার সৃষ্টি স্বর্গ নরক
নিখুঁত সৃষ্টি আমি,
যেথায় খুশি সেথায় রাখো
তুমি অন্তর্যামী।

তোমার আসন তুমি আশিন
সর্ব জগত মাঝে,
হৃদয় দেখে উদয় তুমি
সকাল সন্ধ্যা সাঝে।

কামার কুমার চাষা ভুষা
নেই ভেদাভেদ হেথা,
দয়াল নামে ডাকলে তোমায়
দেখা দিবে সেথা।

সকল জ্ঞানে জ্ঞানী তুমি
সূক্ষ্ম বিচারকারী,
দয়াল তুমি ভয়াল তুমি
রুদ্র তুমি ভারী।

আগম নিগম বেদ বেদান্তর
তীক্ষ্ণ তোমার দৃষ্টি,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রায়িত
সবই তোমার সৃষ্টি।

সদা থেকে নিরপেক্ষ
দয়াল নামটি ধরি,
দয়া বিগলিত তুমি
সব জাতি যাও তরি।

করজোড়ে বিনয় করি
আমি অধম পাপী,
বিচার দিনে ক্ষমা করে
দিওনা তাপ তাপী।
Mir Hosain

26/08/2025

কত সুন্দর কারুকার্য করা আসমান!

Address

Cumilla

Telephone

+8801824864709

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বি খণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বি খণ্ড:

Share