দ্বি খণ্ড

দ্বি খণ্ড একের ভিতর সব

সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়; অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়;অবশেষে মৃ ত্যু এসে সব কিছু কেড়ে ...
20/10/2025

সময় খুব চালাক,
যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়;
অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়;
অবশেষে মৃ ত্যু এসে সব কিছু কেড়ে নেয়!
- Mir Hosain

আমাকে আমার চেনা হয় নাই,আধুলি কড়িতে কেনা হয় নাই,তবু ভেবে গেছি দামি।এক জনমের সওদা সকল ফেলেওকিনে গেছি যা সে 'মূল্যবিহীন আমি...
20/10/2025

আমাকে আমার চেনা হয় নাই,
আধুলি কড়িতে কেনা হয় নাই,
তবু ভেবে গেছি দামি।
এক জনমের সওদা সকল ফেলেও
কিনে গেছি যা সে 'মূল্যবিহীন আমি'

মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে, যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ও ঠিক ততটাই সুন্দর!
19/10/2025

মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে, যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ও ঠিক ততটাই সুন্দর!

ছিটাইয়া ভাত কাকের খানাপক্ষী ধরে পক্ষী!আগলে রাখে? নয়-রে পাগলবানায় দেহরক্ষী!তাঁর উঁচু হাত তর্জনী দাঁতদেখায় যখন অক্ষী,ভাবে ...
17/10/2025

ছিটাইয়া ভাত কাকের খানা
পক্ষী ধরে পক্ষী!
আগলে রাখে? নয়-রে পাগল
বানায় দেহরক্ষী!

তাঁর উঁচু হাত তর্জনী দাঁত
দেখায় যখন অক্ষী,
ভাবে মানুষ? নয়-রে আদম
তার কাছে তুই মক্ষী।

শূন্য কইরা খাইয়া তোরে
ফেলবো যেদিন দূরে,
বুঝবি-রে ভাই, প্রেম ছিলো না
গাইতো কেবল সুরে।

তোরে দেইখাই ভুজুং ভাজুং
কইতো মিষ্টি কথা,
তুই-ও ভাবতি, তোর দেহ প্রান
তাঁর-ই মাথা ব্যথা।

বুঝিসনি তুই তার অভিনয়
করছে বন্দী খাঁচায়,
উঠলে ফসল কাইট্টা গোড়া
শুকায় ভরে মাচায়।

কবিতাঃ "পক্ষী শিকার"
#দ্বিখণ্ড12

দাড়ি কমা   ~মীর হুসাইন জীবন এক লম্বা বাক্য,কোথাও থামে, কোথাও বাড়ে,দাড়ি কমা শেখায় থামতে,আবার চলতেও ডাকে, পাড়ে পাড়ে।হোঁচট ...
17/10/2025

দাড়ি কমা
~মীর হুসাইন

জীবন এক লম্বা বাক্য,
কোথাও থামে, কোথাও বাড়ে,
দাড়ি কমা শেখায় থামতে,
আবার চলতেও ডাকে, পাড়ে পাড়ে।

হোঁচট খাওয়া মানেই শেষ নয়,
কমা পরে আবার লেখা শুরু হয়,
দাড়ি বলে- “শিখে নাও, এবার নতুন লাইন”,
জীবনের খাতায় প্রতিদিনই সাইন।

ভুল যদি করো, ভয় পেয়ো না,
ভুলেই তো শেখা জ্বলে আলো হয়ে।
অক্ষরে অক্ষরে যতই লিখো তুমি,
অভিজ্ঞতা বসে দাড়ি-কমার ছায়া হয়ে।

শেষ বলে কিছু নেই, শুধু বিরতি,
তাতে লুকিয়ে নতুন কথার মতি।
তাই চলি আমরা, বাক্য থেকে বাক্যে,
শেখার পাঠ নিয়ে জীবনের ছন্দে।

“হাসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর - আপনি হাসতে বাধ্য হবেন!
15/10/2025

“হাসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর - আপনি হাসতে বাধ্য হবেন!

14/10/2025

কইয়ো না বাপ অমন কথা
শুনলে লাগে ডর,
আঁন্ধ্যার রাইতে তেঁতুল তলায়
ডাইনি করে ভর!

চিক্কুর পাইড়া কাইন্দা ডাকে
করে বাহির ঘর,
একলা পাইয়া পিছন থাইকা
চাইপা ধরে ধড়।

দাঁত দিয়া সে রক্ত চুষে!
দেখলে উঠে জ্বর,
কদ্দিন বাদে রক্ত বমিয়
মরে অধম নর।

ঢিল নাকি দেয় ঘরের চালে
অমাবস্যায় ভর,
রাইত বিরাইতে বাড়ির পিছন
আঁতকা জ্বলে খড়!

খুইলা বেণী গেলাস পানি
রাখলে বহে ঝড়,
টাইন্যা ধরে আঁচল কোনা
হাইস্যা কহে মর।

কবিতাঃ "সন্ধ্যার ভয়
Mir Hosain

13/10/2025

কুমিল্লা বিভাগ হয়েই গেলো!
লিংক কমেন্ট

নদী হলে পারমাঝি কে আবার?কে চিনেছে ছাতাশেষে বরষার।উঠে গেলে দূরপর্বতে পা'টা,কে রেখেছে মনেশেখালো কে হাঁটা?কার হাত ধরেকত পথ ...
06/10/2025

নদী হলে পার
মাঝি কে আবার?
কে চিনেছে ছাতা
শেষে বরষার।

উঠে গেলে দূর
পর্বতে পা'টা,
কে রেখেছে মনে
শেখালো কে হাঁটা?

কার হাত ধরে
কত পথ পাড়ি,
মনে থাকে কার
পৌঁছালে বাড়ি?

এই যে আমি একা
নদীর মাঝে বসা!
কে পৌছাবে বাড়ি
প্রভূ না থাকে যদি?
Mir Hosain

তুমি সেই আলোযে নিজেতে লুকালো,তবু জ্বেলে দিয়ে মন —কতো রাত্রি পোহালো।তুমি সেই পাখিযে ভীষণ একাকী,তবু ডানা মেলে রাখো —যেন আম...
05/10/2025

তুমি সেই আলো
যে নিজেতে লুকালো,
তবু জ্বেলে দিয়ে মন —
কতো রাত্রি পোহালো।

তুমি সেই পাখি
যে ভীষণ একাকী,
তবু ডানা মেলে রাখো —
যেন আমি ভালো থাকি।

তুমি সেই ফুল
যে জানে আমি ভুল,
তবু মাতাতে আমায় —
হও সুবাসে ব্যাকুল।

তুমি সেই নদী
চোখে অবাক জলধি,
তবু হেসে যাও —
আমি ভালো থাকি যদি!

তুমি সেই মন
যে ভীষণ গোপন,
তবু তুমিই হও —
জীবনের মায়াবন।

#দ্বিখণ্ড12

অগ্নি চোখ .মীর হুসাইন বিষাদে আমার বিবর্ণ নীলসে নীলে উড়ে শঙ্খ চিল।মুক্ত কাননে ক্লান্তহীন নীড়সেথায় শিকার মহাবীর।তীব্র ক্ষো...
03/10/2025

অগ্নি চোখ .মীর হুসাইন

বিষাদে আমার বিবর্ণ নীল
সে নীলে উড়ে শঙ্খ চিল।
মুক্ত কাননে ক্লান্তহীন নীড়
সেথায় শিকার মহাবীর।

তীব্র ক্ষোভে সপ্ত হে ফেরি
র*ক্ত রেখা মেঘে লক্ষ বেড়ি।
হাসি-কাঁদতে জানে কত___
দ্বিপ্রহরে স্রোতে ক্ষত-বিক্ষত।

কে দেখে হায়__ঢেউ নেশা
দুঃখ-সুখ এক দেয়াল ঘেঁষা।

তোমার নূরের আভা চাঁদকে দিলেচাঁদ জোছনা পেল;তোমার প্রেমের রং সূর্য নিয়েসে যে দীপ্ত হলো;তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়ফুল স...
02/10/2025

তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জোছনা পেল;
তোমার প্রেমের রং সূর্য নিয়ে
সে যে দীপ্ত হলো;
তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়
ফুল সুরভিত হয়।

#দ্বিখণ্ড12

Address

Cumilla

Telephone

+8801824864709

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বি খণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বি খণ্ড:

Share