
30/05/2025
সাহায্য করতে না পারলেও দয়া করে শেয়ার করে দিবেন প্লিজ।
জীবন বড়ই অনিশ্চিত । আমার বন্ধু মোহাম্মদ জয়নাল আবেদিন দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। বর্তমানে সে ঢাকার পিজি হাসপাতালে (Block-D, Room-510) চিকিৎসাধীন রয়েছেন ।
তার বাবা একজন নৈশ্য প্রহরী । আগে তার বাবা অনেক কষ্টে পড়ালেখা করাইছেন। তার ছোট ভাই দুই বছর বয়সের টাইফয়েড ধরা পরার পর থেকে প্রতিবন্ধী । তার বোন এখনো ইন্টারে পড়ে তার বিয়ে হয়নি ।তাদের সংসারের হাল ধরার জন্য জয়নাল ভাই ছাড়া আর কেউ নাই ।
ডাক্তারের সাথে কথা বলে জানা যায় তার লিভার ট্রান্সপ্লান্ট (প্রতিস্থাপন) ব্যতীত সুস্থ হওয়ার কোন উপায় নেই। লিভার ক্যান্সার চিকিৎসা/ ট্রান্সপ্লান্ট অত্যন্ত ব্যয়বহুল (আনুমানিক ১৫-১৬ লক্ষ টাকা) । এতো টাকা তার পরিবারের কাছে জোগাড় করা সম্ভব হচ্ছে না ।
☎️বিকাশ পার্সোনাল নাম্বার 01879592310
bkash name Najma Khatun
☎️নগদ পার্সোনাল নাম্বার 01989674945
🪙Bank account details
Pubali bank limited
Name - Md.Joynal Abedin
Account no 1372101235950
Jhenaidah branch
Routing no 175440645
এমতাবস্থায়, যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে একটি জীবন রক্ষার প্রয়াসে সবাইকে এগিয়ে আসার আকুল অনুরোধ রইলো।