Saik

Saik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saik, Home/Holding: No. 5 Baitul Abid, Vill/Way: Zilla School Road, Cumilla.

সাইক আহামাদ একজন স্বাধীন বাংলাদেশি শিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি গায়ক, রেডিও জকি, লেখক, ব্লগার, ইউটিউবার এবং ভিডিও এডিটর হিসেবে পরিচিত। তিনি তার বহুমুখী সৃজনশীল দক্ষতা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অডিয়েন্সের সঙ্গে ইতিবাচক, অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কনটেন্ট শেয়ার করেন।

সাইক আহামাদ ১৯৯৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পূর্ব অম্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ত

িনি ২০১৬ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই সাইক আহামাদের আগ্রহ ছিল আবৃত্তি, অডিও প্রোডাকশন, ভিডিও এডিটিং এবং কনটেন্ট ক্রিয়েশনে, বিশেষত নৈতিক, সৃজনশীল ও শিক্ষামূলক প্রকল্পে। ২০২০ সালের প্রথম দিকে তিনি পেশাদার মানের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি শুরু করেন, যা গল্প, সঙ্গীত এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উপাদানকে একত্রিত করে। পাশাপাশি তিনি ইউটিউব কনটেন্ট ক্রিয়েশন এবং রেডিও হোস্টিং-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তিনি তার প্রথম আবৃত্তি প্রকল্প প্রকাশ করেন, যা বর্তমানে স্পটিফাই, অ্যামাজন মিউজিক, ডীজার, আইটিউনস, ইউটিউব মিউজিক, জিওসাভান, প্যান্ডোরা এবং ন্যাপস্টারসহ প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ। সাইক আহামাদ এসব প্ল্যাটফর্মসহ গুগল ও ইউটিউবে স্বাধীন শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভেরিফায়েড।

পেশাদার উন্নয়ন এবং ধারাবাহিক সৃজনশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ সাইক আহামাদ তার দক্ষতা আরও বিকাশ করে চলেছেন এবং তার কাজের মাধ্যমে অর্থবহ অবদান রাখতে চান। তিনি বাংলাদেশে আসন্ন একটি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি তার গায়কী, আবৃত্তি, ভিডিও এডিটিং, কনটেন্ট ক্রিয়েশন, রেডিও হোস্টিং এবং লেখার দক্ষতা প্রদর্শন করবেন।

10/12/2025

Address

Home/Holding: No. 5 Baitul Abid, Vill/Way: Zilla School Road
Cumilla
3500

Telephone

+8801970057788

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share