
25/05/2025
হ্যাঁ, এইজে নিব্বা-নিব্বি আপনাদের বলতাছি৷ দুইদিন ধরে সারাহ কে চিনলেন, তাই সারাহ-র সম্পর্কে ধারণা নেই৷
একদল বলতাছে, শের নাকি শুধু দানিশের জন্য ব্লকবাস্টার হবে😂😂
লাইক সিরিয়াসলি?
আমি মোটেও দানিশের হেটার না, বাট আপনারা সারাহকে ছোট করলে চুপ করে বসে থাকবো না৷
কোনো ড্রামাই একজনের জন্য ভিউস/ব্লকবাস্টার হয় না৷
আপনি না হয় শের এর মাধ্যমে সারাহকে চিনলেন, তার মানে কি সারাহ নিউ এক্ট্রেস? ভাই পাক সেলিব্রিটি দের মধ্যে, সর্বোচ্চ ফলোয়ারের দিক দিয়ে প্রথমে আছে হানিয়, পরে আয়েজা আর তৃতীয় স্থানেই সারাহ৷ ও একজন সিনিয়র এন্ড টপ লিস্টের এক্ট্রেস। গতবছর ওর আবদুল্লাপুর কা দেবদাস ড্রামার কথা শুনেছিলেন নিশ্চয়ই। দর্শকের ডিমান্ডেই ড্রামাটা ইউটিউবে আপলোড করা হয়েছিল৷ বিলালের অনুমতি পাওয়ার পরও ড্রামা টিম সারাহ-র অনুমতির জন্য ওয়েট করছিল। পরে সারাহ-র অনুমতি পেয়ে ইউটিউবে আপলোড হয়েছে৷
হ্যা ভাই, দানিশের ড্রামা ভিউ হয় এটা অস্বীকার করার অবকাশ নেই৷ তাই বলে শের-এ সারাহ-র ক্রেডিট নেই? এগুলা বললে মানুষ ক্লাউন বলবে🥱