Nilasha Nil

Nilasha Nil contant creator
(86)

হ্যাঁ, এইজে নিব্বা-নিব্বি আপনাদের বলতাছি৷ দুইদিন ধরে সারাহ কে চিনলেন, তাই সারাহ-র সম্পর্কে ধারণা নেই৷ একদল বলতাছে, শের ন...
25/05/2025

হ্যাঁ, এইজে নিব্বা-নিব্বি আপনাদের বলতাছি৷ দুইদিন ধরে সারাহ কে চিনলেন, তাই সারাহ-র সম্পর্কে ধারণা নেই৷

একদল বলতাছে, শের নাকি শুধু দানিশের জন্য ব্লকবাস্টার হবে😂😂
লাইক সিরিয়াসলি?
আমি মোটেও দানিশের হেটার না, বাট আপনারা সারাহকে ছোট করলে চুপ করে বসে থাকবো না৷
কোনো ড্রামাই একজনের জন্য ভিউস/ব্লকবাস্টার হয় না৷
আপনি না হয় শের এর মাধ্যমে সারাহকে চিনলেন, তার মানে কি সারাহ নিউ এক্ট্রেস? ভাই পাক সেলিব্রিটি দের মধ্যে, সর্বোচ্চ ফলোয়ারের দিক দিয়ে প্রথমে আছে হানিয়, পরে আয়েজা আর তৃতীয় স্থানেই সারাহ৷ ও একজন সিনিয়র এন্ড টপ লিস্টের এক্ট্রেস। গতবছর ওর আবদুল্লাপুর কা দেবদাস ড্রামার কথা শুনেছিলেন নিশ্চয়ই। দর্শকের ডিমান্ডেই ড্রামাটা ইউটিউবে আপলোড করা হয়েছিল৷ বিলালের অনুমতি পাওয়ার পরও ড্রামা টিম সারাহ-র অনুমতির জন্য ওয়েট করছিল। পরে সারাহ-র অনুমতি পেয়ে ইউটিউবে আপলোড হয়েছে৷

হ্যা ভাই, দানিশের ড্রামা ভিউ হয় এটা অস্বীকার করার অবকাশ নেই৷ তাই বলে শের-এ সারাহ-র ক্রেডিট নেই? এগুলা বললে মানুষ ক্লাউন বলবে🥱

বর্তমান গ্রুপের যে অবস্থা আমি আছি সব থেকে বেশি ঝামেলায়। দুই নৌকায় পা দিয়ে বসে আছি। 🤡🤡প্রথমত আমি কারো হেটার্স না, তবে ফির...
24/05/2025

বর্তমান গ্রুপের যে অবস্থা আমি আছি সব থেকে বেশি ঝামেলায়। দুই নৌকায় পা দিয়ে বসে আছি। 🤡🤡

প্রথমত আমি কারো হেটার্স না, তবে ফিরোজ খান এবং সারা খানকে একটু বেশিই পছন্দ করি, এখন কথা হচ্ছে তারা দুইজন দুই ড্রামা তে আর এটা নিয়েই এত ঝামেলা। এখন আমার কি করা উচিত? গ্রুপবাসি কি আমায় মেনে নিবে?🙃🥴

এত বছর ধরে ড্রামা দেখলাম অথচ সারাহ খানকে ঠিকভাবে জানাই হয়নি। সম্প্রতি Sabbath দেখা শেষ করলাম। ওর এটিটিউড আর ডায়ালগ গুলোর...
24/05/2025

এত বছর ধরে ড্রামা দেখলাম অথচ সারাহ খানকে ঠিকভাবে জানাই হয়নি। সম্প্রতি Sabbath দেখা শেষ করলাম। ওর এটিটিউড আর ডায়ালগ গুলোর কথা নাই বলি, ওর ড্রেসিং সেন্স, হেয়ার, এয়ার রিং, হাটা-বসা এতো স্টাইলিশ যত প্রশংসা করি তত কম হবে। মিরাল ক্যারেক্টারকে অনন্য রূপ দিয়েছে। ড্রামাটা বর্তমানে রিলস্, শর্টস, টিকটকের যুগে রিলিজ হলে পুরো একটা জেনারেশন মিরালের ফ্যান থাকতো। অনেক সময় দেখি As a beautiful এক্ট্রেস হিসেবে হানিয়া, দুরে ফিশান, সজল, ইউমনাদের নিয়ে আলোচনা করা হয় কখনো সারাহ খানকে সেখানে দেখিনি। আমার তো মনেহয় সারাহ, দুরে ফিশান বা হানিয়া আমির থেকেও সুন্দরী। ব্যক্তিগত ভাবে মতামত দিলে হানিয়ার বর্তমানের ফেইসটা অনেক সময় ফেইক লাগে।
সারাহ খানের ভালো কিছু ড্রামা সাজেস্ট করুন।
অগ্রিম ধন্যবাদ।

ফাইনালি শেষ।এন্ডিং এর অপেক্ষায় ছিলামমাঝখানের আদিল জারার প্রেম কাহিনি না দেখাইলেই পারতো যার কারণে বেশি বিরক্ত লাগতো! যাইহ...
24/05/2025

ফাইনালি শেষ।এন্ডিং এর অপেক্ষায় ছিলাম
মাঝখানের আদিল জারার প্রেম কাহিনি না দেখাইলেই পারতো যার কারণে বেশি বিরক্ত লাগতো! যাইহোক হ্যাপি এন্ডিং দিয়ে দিলো

আজকে সালমা যা দেখাইলো বাহ আসলেই সাইলেন্ট কিলার👌🤣 আর সাথে ফুপির পাগল হওয়া মেকআপ। আর যেই টুইস্ট ভাবছিলাম তাই হলো 🥱
লাস্টে সারা জারার নিজেকে জারা বলে পরিচয় দিচ্ছিলো এটাই খুব হাসছি🤣
সব মিলিয়ে ভালোই ছিলো আরো ভালো হতো মাঝখানে বুগিচুগির প্রেম কাহিনি দিয়ে আমার মাথা নষ্ট না করতো!

Honor Killi*ng  একটি জগন্য প্রথা প্রচলিত রয়েছে এখন অনেক জায়গায় তে। ২০২৫ সাল এ এসে ও অনেক অনেক জায়গায় মধ্যেযুগ এর মতো Hon...
24/05/2025

Honor Killi*ng
একটি জগন্য প্রথা প্রচলিত রয়েছে এখন অনেক জায়গায় তে।
২০২৫ সাল এ এসে ও অনেক অনেক জায়গায় মধ্যেযুগ এর মতো Honor Killi*ng প্রথা প্রচলিত রেয়েছে।
নতুন ২ টি ড্রামা Humraaz & Sher ২ টি তে ই আমারা এই Honor Killi*ng এর মতো জগন্য ব্যপার টা দেখতে পাই। আমার মতো হই ইচ্ছে করে ড্রামা গুলো তে এই বিষয় টা হাইলাইট করা হয়েছে যাতে আমরা সমাজ এর এমন জগন্য প্রথা বন্ধ করতে পারি বা প্রতিবাদ করতে পারি ❤️💫

24/05/2025

4000Follower lagbe.

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Nilasha Nil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nilasha Nil:

Share