22/05/2025
মাঝে মাঝে একটা কথা ভাবি আর চিন্তা করি অনেক স্বপ্ন নিয়ে তো প্রবাসে আসলাম স্বপ্ন পূরণ হোক বা না হোক তাতেও আমার দুঃখ নেই!!
এই যে নিজের দেশটা ছেড়ে আসলাম আপন মানুষ জনদের ছেড়ে চলে আসলাম এই দূর প্রবাসে!!
এর মধ্যে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সাথে আর কোনদিন দেখা হবে না আমিও যদি এই দূর প্রবাসে মারা যাই
আমার সাথে অনেকের দেখা হবে না আর কোনদিন কথাও হবে না
বাবার সেই ছোট্ট ঘরটাতে আর ফিরতে পারবো কিনা জানিনা যে ঘরে খেয়ে ঘুমিয়ে বড় হয়েছি বাবা মায়ের আদরে...