18/03/2025
১৭ বছরের লামিন স্পেনের মেইনম্যান হয়ে যায়। ১৯ বছরের মেসি তার প্রথম বিশ্বকাপ এপেয়ারেন্সে স্ট্যান্ডিং অবিশন পায়। তারা অল্প বয়সেই এই কীর্তি গড়ে ফেলেছে। অনেক ক্ষেত্রেই ভাবতাম বাংলাদেশ কি পারেনা এমন প্রমিসিং প্লেয়ার দেশে আনতে? আমরা ক্রিকেটের দিকে এতোটাই মগ্ন ছিলাম যে, ফুটবল যে আমাদের কিছু দিতে পারবে সেটা ভুলেই গেছিলাম। এই সময়ের মধ্যে স্ক্যান্ডেল আর সিন্ডিকেট এর কারণে হারিয়ে যায় অনেক প্রতিভাবান প্লেয়ার। প্রবাসী এই প্রথম না যে দেশে আসছে৷ কিন্তু বেশিরভাগ প্রবাসীই হতাশা নিয়ে ফিরে যায়। একটা খেলোয়াড় ট্রায়ালে হ্যাটট্রিক করে সাথে এসিস্ট করে বলে দিলো ঐ প্লেয়ারের বয়স কম এক্সপেরিয়েন্স এর অভাব তাই নিবেনা। একটা প্লেয়ার কিছু ম্যাচ না খেলে কোচ আর ম্যানেজমেন্ট কিভাবে বুঝবে তার মধ্যে পটেনশিয়ালটি আছে কি-না? এখনই সময় এই সিন্ডিকেট ভাঙ্গার। এই সিন্ডিকেট দেশের ক্রীড়াঙ্গন নষ্ট করছে। এমন ফুটবল প্রেমী দেশে এই সিন্ডিকেট যেনো না চলে। সেই জন্য তীব্র প্রতিবাদ জানাই। আমার মনে হয় হামজার পর বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড় ফাহামিদুল আর তাকে দলে রাখলো না এমন হলে অদূর ভবিষ্যতে বিদেশি খেলোয়াড় আর কেউ দেশের হয়ে খেলতে আসবে না
🇧🇩